ETV Bharat / bharat

হাওয়ালার কোটি টাকা বাজেয়াপ্ত হায়দরাবাদে - hyderabad news

ডুব্বাকার BJP প্রার্থী রঘুনন্দন রাওয়ের ভাইপো শ্রীনিবাস রাও এক কোটি টাকার হাওয়ালা মানি স্থানান্তর করছিলেন । ঠিক তখনই গোপন সূত্রে খবর পেয়ে হায়দরাবাদ টাস্ক ফোর্স ওই টাকা উদ্ধার করে । পুলিশ শ্রীনিবাস রাওকে গ্রেপ্তার করে ।

hyderabad task force police
হায়দরাবাদ টাস্ক ফোর্স
author img

By

Published : Nov 1, 2020, 11:04 PM IST

হায়দরাবাদ, 1 নভেম্বর : এক কোটি টাকার হাওয়ালা মানি উদ্ধার করল হায়দরাবাদ টাস্ক ফোর্স । কমিশনার অফ পুলিশ জানান, ডুব্বাকায় নির্বাচন প্রচারে ব্যবহার করতেই ওই টাকা ব্যবহার করা হত।

ডুব্বাকার BJP প্রার্থী রঘুনন্দন রাওয়ের ভাইপো শ্রীনিবাস রাও কোটি টাকা স্থানান্তর করছিলেন । ঠিক তখনই গোপন সূত্রে খবর পেয়ে হায়দরাবাদ টাস্ক ফোর্স ওই টাকা উদ্ধার করে । পুলিশ শ্রীনিবাস রাওকে গ্রেপ্তার করে ।

পুলিশ কমিশনার জানান, পেড্ডাপল্লিতে প্রাক্তন সাংসদ বিবেকের অফিস থেকে ওই টাকা আনা হয়েছিল ।

হায়দরাবাদ, 1 নভেম্বর : এক কোটি টাকার হাওয়ালা মানি উদ্ধার করল হায়দরাবাদ টাস্ক ফোর্স । কমিশনার অফ পুলিশ জানান, ডুব্বাকায় নির্বাচন প্রচারে ব্যবহার করতেই ওই টাকা ব্যবহার করা হত।

ডুব্বাকার BJP প্রার্থী রঘুনন্দন রাওয়ের ভাইপো শ্রীনিবাস রাও কোটি টাকা স্থানান্তর করছিলেন । ঠিক তখনই গোপন সূত্রে খবর পেয়ে হায়দরাবাদ টাস্ক ফোর্স ওই টাকা উদ্ধার করে । পুলিশ শ্রীনিবাস রাওকে গ্রেপ্তার করে ।

পুলিশ কমিশনার জানান, পেড্ডাপল্লিতে প্রাক্তন সাংসদ বিবেকের অফিস থেকে ওই টাকা আনা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.