দিল্লি, 12 এপ্রিল : 150 জন অবসরপ্রাপ্ত সেনা অফিসার গতকাল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এক চিঠি পাঠিয়েছেন। তাঁদের আর্জি, নিজেদের স্বার্থে যাতে সেনাকে ব্যবহার না করা হয় তার জন্য রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিক রাষ্ট্রপতি। চিঠিতে লেখা রয়েছে, এই আচরণ অত্যন্ত উদ্বেগজনক ও অস্বস্তিকর। সেনাবাহিনীর নিরপেক্ষ ও অরাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখতেই এই চিঠি। তবে এখন এই চিঠি ঘিরেই বিতর্ক। কারণ, অবসরপ্রাপ্ত আর্মি জেনেরাল চিফ এস এফ রড্রিগেজ়, অবসরপ্রাপ্ত এয়ারফোর্স চিফ এন সি সুরি, লেফটেনন্ট জেনেরাল এম এল নাইডু জানান, এই চিঠি দেওয়ার সময়ে তাঁদের সম্মতি নেওয়া হয়নি।
এই চিঠি সংক্রান্ত উল্লেখযোগ্য কয়েকটি বিষয়
- চিঠিতে লেখা, ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই কিছু বিষয় আছে যা আমাদের বাহিনীগুলির কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে যথেষ্ট বিপদ ও অস্থিরতা তৈরি করেছে।
- চিঠিতে লেখা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্বাচনী প্রচারের সময় এক জনসভায় ভারতীয় সেনাকে "মোদিজি কি সেনা" বলেছিলেন। এই মন্তব্যের জন্য নির্বাচন কমিশন শোকজ় করে যোগীকে।
- চিঠিতে 156 জনের নাম রয়েছে। তবে কয়েকজন এই চিঠিকে অনুমোদন দিতে অস্বীকার করেছেন। তাঁরা হলেন প্রাক্তন আর্মি জেনেরাল চিফ এস এফ রড্রিগেজ়, প্রাক্তন এয়ারফোর্স চিফ এন সি সুরি, লেফটেনন্ট জেনেরাল এম এল নাইডু। ANI-কে রড্রিগেজ় বলেন, "ক্ষমতায় থাকা সরকার আমাদের যা আদেশ দিয়েছেন আমরা সবসময় তাই করেছি। আমরা রাষ্ট্রের একটি অঙ্গ। অরাজনৈতিক। যে কেউ যা কিছু বলতে পারে এবং তারপর ভুয়ো খবর হিসেবে সেটা বিক্রি করতে পারে। আমি জানি না এই ভদ্রলোক কে ? কে এই চিঠি লিখেছেন?
- ANI-কে এন সি সুরি বলেন, "আমি লিখেছিলাম যে সেনাবাহিনী অরাজনৈতিক এবং রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারকে সমর্থন করে। তবে এই ধরনের চিঠির জন্য আমার কোনও সম্মতি নেওয়া হয়নি। চিঠিতে যা লেখা রয়েছে তার সঙ্গে আমি একমত নই। আমাদের নাম ভুল করে উদ্ধৃত করা হয়েছে।"
- চিঠিতে নির্বাচনী প্রচারাভিযানের ছবি রয়েছে। যেখানে রাজনৈতিক দলের কর্মীরা ভারতীয় সেনাবাহিনীর ইউনিফর্ম পরে, সেনার ছবি ব্যবহার করেছে। বিশেষ করে এয়ারফোর্সের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ছবি ব্যবহার করেছে।
- অভিনেত্রী ও রাজনীতিবিদ উর্মিলা মাতন্ডকর সম্প্রতি এক রাজনৈতিক প্রচারে অভিনন্দন বর্তমানের ছবি ব্যবহার করে বিতর্কে উঠে আসেন।
- গোটা ঘটনা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন বলেন, "এটা নিন্দনীয়।" তিনি আরও বলেন, "দু'জন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তাঁরা সম্মতি দেননি। বিষয়টি উদ্বেগজনক যে, একটি গোষ্ঠী দ্বারা এই ভুয়ো চিঠি স্বাক্ষরিত হয়েছে। যারা চিঠিটি স্বাক্ষর করেছে তাদের বিষয়ে জিজ্ঞাসা করা হলে প্রতিরক্ষামন্ত্রী কোনও জবাব দেননি।
- রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়ে এই চিঠিতে লেখা রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ধর্মনিরপেক্ষ ও অরাজনৈতিক চরিত্র সুনিশ্চিত করা দরকার। সমস্ত রাজনৈতিক দলকে সেনাবাহিনী, তাদের ইউনিফর্ম, প্রতীক বা তাদের অভিযানকে রাজনীতি করার জন্য যেন ব্যবহার না করা হয় তার নির্দেশ দেওয়া হোক।
- অবসরপ্রাপ্ত মেজ়র জেনেরাল হরশা কক্করও এই তালিকায় রয়েছেন। তিনি বলেছেন, চিঠিতে সম্মতি দিয়েছেন। অবসরপ্রাপ্ত জেনেরাল শংকর রায়চৌধুরি বলেন, "প্রতিরক্ষা বাহিনীর জন্য এই চিঠি নয়। এই চিঠিটি দেশের রাজনৈতিক প্রধান, আমাদের কমান্ডার-ইন-চিফ এবং সকল রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে।"