ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে ভুয়ো পরিচয়পত্র-সহ গ্রেপ্তার এক রোহিঙ্গা - অ্যান্টি টেরর স্কোয়াড

এটিএসের তরফে বলা হয়েছে, কবীর নগর ও সিদ্ধার্থ নগর জেলায় প্রচুর রোহিঙ্গা এমন ভুয়ো পরিচয়ে রয়েছে। তাই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে এটিএস।

rohingya-man-of-myanmar-origin-arrested-in-ups-sant-kabir-nagar-adg
গ্রেপ্তার এক রোহিঙ্গা ব্যক্তি
author img

By

Published : Jan 7, 2021, 2:02 PM IST

লখনউ, 7 জানুয়ারি : উত্তরপ্রদেশের সন্ত কবীর নগর জেলা থেকে রোহিঙ্গা সমাজের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল অ্যান্টি টেরর স্কোয়াড। মায়ানমারের নাগরিক ওই ব্যক্তি গত 18 বছর ধরে ভারতে বসবাস করছে। ওই ব্যক্তির কাছে দু'টি ভারতীয় পাসপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ এটিএস। পাসপোর্ট দু'টি বানাতে ভুয়ো নথি ব্যবহার করেছিল আজিজুল হক নামে ওই মায়ানমারের নাগরিক।

এটিএসের তরফে বলা হয়েছে, কবীর নগর ও সিদ্ধার্থ নগর জেলায় প্রচুর রোহিঙ্গা এমন ভুয়ো পরিচয়ে রয়েছে। তাই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে এটিএস। উত্তরপ্রদেশের এডিজি আইন শৃঙ্খলা জানিয়েছেন, ধৃত ওই ব্যক্তির কাছে ভুয়ো রেশন কার্ড, মার্কশিট, প্রাথমিক স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট উদ্ধার হয়েছে ।

ধৃত আজিজুল হক তার ভুয়ো পাসপোর্ট নিয়ে সৌদি আরব ও বাংলাদেশেও গিয়েছিল। এমনকি 2017 সালে বেআইনিভাবে মা, বোন ও দুই ভাইকে ভারতে নিয়ে আসে। এবং তাদেরও ভুয়ো পরিচয়পত্র তৈরি করে। ধৃতের কাছ থেকে পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বুক বাজেয়াপ্ত করেছে এটিএস।

লখনউ, 7 জানুয়ারি : উত্তরপ্রদেশের সন্ত কবীর নগর জেলা থেকে রোহিঙ্গা সমাজের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল অ্যান্টি টেরর স্কোয়াড। মায়ানমারের নাগরিক ওই ব্যক্তি গত 18 বছর ধরে ভারতে বসবাস করছে। ওই ব্যক্তির কাছে দু'টি ভারতীয় পাসপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ এটিএস। পাসপোর্ট দু'টি বানাতে ভুয়ো নথি ব্যবহার করেছিল আজিজুল হক নামে ওই মায়ানমারের নাগরিক।

এটিএসের তরফে বলা হয়েছে, কবীর নগর ও সিদ্ধার্থ নগর জেলায় প্রচুর রোহিঙ্গা এমন ভুয়ো পরিচয়ে রয়েছে। তাই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে এটিএস। উত্তরপ্রদেশের এডিজি আইন শৃঙ্খলা জানিয়েছেন, ধৃত ওই ব্যক্তির কাছে ভুয়ো রেশন কার্ড, মার্কশিট, প্রাথমিক স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট উদ্ধার হয়েছে ।

ধৃত আজিজুল হক তার ভুয়ো পাসপোর্ট নিয়ে সৌদি আরব ও বাংলাদেশেও গিয়েছিল। এমনকি 2017 সালে বেআইনিভাবে মা, বোন ও দুই ভাইকে ভারতে নিয়ে আসে। এবং তাদেরও ভুয়ো পরিচয়পত্র তৈরি করে। ধৃতের কাছ থেকে পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বুক বাজেয়াপ্ত করেছে এটিএস।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.