ETV Bharat / bharat

''আমি বিদেশি নই,'' মহিষের গায়ে লিখে বিহারে বিক্ষোভ RJD-র

author img

By

Published : Dec 21, 2019, 11:59 AM IST

Updated : Dec 21, 2019, 2:58 PM IST

নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র প্রতিবাদে বিক্ষোভ চলছে বিহারে । মহিষকে নিয়ে অভিনব প্রতিবাদে শামিল হয়েছেন কর্মী-সমর্থকরা ।

BIHAR
ছবি

পটনা, 21 ডিসেম্বর : দিল্লি, উত্তরপ্রদেশের পর বিহার । নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র প্রতিবাদে সকাল থেকেই পথে নেমেছেন মানুষজন । রাষ্ট্রীয় জনতা দলের নেতৃত্বে চলছে বিক্ষোভ । মহিষকে নিয়ে অভিনব প্রতিবাদে শামিল হয়েছেন কর্মী-সমর্থকরা । মহিষের গায়ে লেখা, "আমি বিদেশি নই । NRC ও CAA-র বিরোধিতা করছি ।"

বিহারের বৈশালি জেলার ভগবানপুরে মহিষ নিয়ে পথে নেমেছেন RJD সমর্করা। পাশাপাশি 77 নম্বর জাতীয় সড়ক অবরোধ করছেন তাঁরা। আপাতত যান চলাচল বন্ধ । রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছেন সাধারণ মানুষ ।

দেখুন ভিডিয়ো

পটনা, 21 ডিসেম্বর : দিল্লি, উত্তরপ্রদেশের পর বিহার । নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র প্রতিবাদে সকাল থেকেই পথে নেমেছেন মানুষজন । রাষ্ট্রীয় জনতা দলের নেতৃত্বে চলছে বিক্ষোভ । মহিষকে নিয়ে অভিনব প্রতিবাদে শামিল হয়েছেন কর্মী-সমর্থকরা । মহিষের গায়ে লেখা, "আমি বিদেশি নই । NRC ও CAA-র বিরোধিতা করছি ।"

বিহারের বৈশালি জেলার ভগবানপুরে মহিষ নিয়ে পথে নেমেছেন RJD সমর্করা। পাশাপাশি 77 নম্বর জাতীয় সড়ক অবরোধ করছেন তাঁরা। আপাতত যান চলাচল বন্ধ । রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছেন সাধারণ মানুষ ।

দেখুন ভিডিয়ো
Jashpur (Chhattisgarh), Dec 21 (ANI): Three persons were arrested in connection with the alleged gang rape of a woman in Chhattisgarh's Jashpur district on December 20. They were arrested from Pathalgaon town of Jashpur district. The gang rape of a woman took place on November 01. While speaking to ANI, the police official said, "The incident happened in November when the victim was called to Phutela village by one of the accused on the pretext of a birthday party."
Last Updated : Dec 21, 2019, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.