বেঙ্গালুরু, 24 এপ্রিল : রাইডারস রিপাবলিক মোটর সাইকেল ক্লাব বেঙ্গালুরু সিটি পুলিশের সহযোগিতায় মানুষের কাছে পৌঁছে দেবে ওষুধ । কর্নাটকের প্রত্যন্ত এলাকায় তাঁরা পরিষেবা দেবেন । পৌঁছে দেবেন প্রয়োজনীয়, জীবন রক্ষাকারী ওষুধ ।
বেঙ্গালুরু পুলিশ ইস্টের DCP-র সঙ্গে দেখা করে রাইডিং ক্লাবের একটি প্রতিনিধি দল । তাঁদের এই বাইক পরিষেবায় সাহায্য ও সমর্থনের অনুরোধ জানায় । যাতে তাঁরা কর্নাটকের যে কোনও প্রান্তে তাঁদের সাহায্য পৌঁছে দিতে পারে । DCP-র সঙ্গে আলোচনা করার সময়েই একজন মহিলা কনস্টেবল রাইডিং ক্লাবের কাছে সাহায্য চান । তাঁর মা হাসানে একা রয়েছেন । তাঁর ওষুধ প্রয়োজন । রাইডিং ক্লাবের তরফে আশ্বাস দিয়ে বলা হয়, যথাসম্ভব চেষ্টা করা হবে ।
রাইডিং ক্লাবের এক সদস্য বলেন, “আমরা DCP-কে জানিয়েছিলাম । কোনও মেডিকেল এমার্জেন্সিতে আমরা যদি সাহায্য করতে পারি । আমাদের ভাবনা হল ‘রাইড টু সেভ লাইভস’ । তিনি বেঙ্গালুরু পুলিশ কমিশনার ভাস্কর রাওয়ের সঙ্গে কথা বলেছেন । আমরা অনুমতি পেয়েছি । আমরা কর্নাটকের প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে যেতে চেষ্টা করব । ক্যানসার, হিমোফিলিয়া, মানসিক অসুখের ওষুধ পৌঁছে দেওয়ার পরিষেবা আমাদের থাকবে । আমরা আমাদের পুরো দলকে ওষুধগুলো কেনার অনুরোধ জানাব । যাঁদের ওষুধ প্রয়োজন তাঁদের কাছে শীঘ্রই পৌঁছে দেব । ”