ETV Bharat / bharat

সংকটজনক রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে রেমডেসিভির, পরামর্শ স্বাস্থ্যমন্ত্রকের - দেশে ছাড়পত্র পেল রেমডেসিভির

এমাসের শুরুতেই দেশে ছাড়পত্র পায় রেমডেসিভির । তবে শুধুমাত্র ছ'টি সংস্থাকেই এর ছাড়পত্র দেওয়া হয়েছে । গতকাল এই ওষুধ প্রয়োগের পরামর্শ দিল স্বাস্থ্যমন্ত্রক ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 14, 2020, 1:07 PM IST

দিল্লি, 14 জুন : দেশে ক্রমে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । কোরোনা রোগীর চিকিৎসায় এবার অ্যান্টি ভাইরাল ড্রাগ রেমডেসিভির প্রয়োগের সুপারিশ করল স্বাস্থ্য মন্ত্রক । আপাতত সংকটজনক রোগীর ক্ষেত্রেই এই ওষুধ প্রয়োগ করা যাবে । এদিকে অ্যান্টি ম্যালেরিয়ান ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইন কোরোনা চিকিৎসার প্রাথমিক পর্যায়েই শুধু প্রয়োগ করা যাবে ।

গতকাল কোরোনার ন'টি উপসর্গের সঙ্গে আরও দু'টি বিষয়কে উপসর্গ হিসেবে সনাক্ত করা হয়েছে । খাবারে স্বাদ না পাওয়া ও কোনও গন্ধ না পাওয়া এই দুই উপসর্গকে নতুনভাবে তালিকার অন্তর্ভুক্ত করেছে মন্ত্রক । সেখানেই রেমডেসিভির ব্যবহারের কথা বলা হয়েছে ।

গতকাল স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, হাইড্রক্সিক্লোরোকুইন কোরোনা চিকিৎসার প্রাথমিক পর্যায়ে ব্যবহার করা যাবে । কিন্তু সংকটজনক ক্ষেত্রে এর ব্যবহার এড়িয়ে যেতে হবে । এর আগে স্বাস্থ্যমন্ত্রক কোরোনা চিকিৎসায় অ্যাজিথ্রোমাইসিনের সঙ্গে হাইড্রক্সিক্লোরোকুইন মিশিয়ে প্রয়োগের পরামর্শ দিয়েছিল । এবার আপাতত তা প্রয়োগ করতে নিষেধ করা হয়েছে ।

গত মাসেই নিজেদের তৈরি ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পেয়েছিল গিলিয়াড সায়েন্সেস । গিলিয়াড সায়েন্সেসের রেমডেসিভির কোরোনা রোগীদের শরীরে অতিরিক্ত অক্সিজেন জোগাতে সাহায্য করছে তার প্রমাণ পাওয়া গেছিল । যার ফলে আলাদা করে ভেন্টিলেটরের প্রয়োজন হচ্ছে না । ওষুধ প্রয়োগে দেখা যায়, অন্যান্য ক্ষেত্রে যেখানে কোরোনায় আক্রান্ত রোগীদের সুস্থ হতে 15 দিন লাগছে, সেখানে এক্ষেত্রে 11 দিন লাগছে । একজনকে প্লেসিবো দ্বারা চিকিৎসা করা হচ্ছে । দেখা যাচ্ছে, তাঁর ক্ষেত্রে সুস্থ হতে যতটা সময় লাগছে, তার থেকে অনেক কম সময় লাগছে রেমডেসিভির প্রয়োগ করা হয়েছে এমন রোগীদের সুস্থ হতে । 10 টা দেশের 1063 জন রোগীর উপর পরীক্ষা করে এই তথ্য পাওয়া যায় ।

এই সংক্রান্ত আরও খবর : কোরোনার লক্ষণে যোগ হল আর 2টি উপসর্গ

কোরোনা ফুসফুসে আক্রমণ করে । এর জেরে শরীরে অক্সিজেন কমতে থাকে । শ্বাস নিতে কষ্ট হয় । এক্ষেত্রে অতিরিক্ত ভেন্টিলেটরের ব্যবহারে রোগীকে সুস্থ করা যেতে পারে । কিন্তু যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশে তাতে সব রাজ্যে এত সংখ্যক রোগীকে সুস্থ করার মতো ভেন্টিলেটর পরিকাঠামোযুক্ত হাসপাতাল নেই । মুম্বইয়ে ইতিমধ্যেই ভেন্টিলেটরযুক্ত হাসপাতালগুলি ভরতি হয়ে গেছে । ফলে এসব ক্ষেত্রে সংকটজনক রোগীকে সুস্থ করতে পারে এই রেমডেসিভির ।

দিল্লি, 14 জুন : দেশে ক্রমে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । কোরোনা রোগীর চিকিৎসায় এবার অ্যান্টি ভাইরাল ড্রাগ রেমডেসিভির প্রয়োগের সুপারিশ করল স্বাস্থ্য মন্ত্রক । আপাতত সংকটজনক রোগীর ক্ষেত্রেই এই ওষুধ প্রয়োগ করা যাবে । এদিকে অ্যান্টি ম্যালেরিয়ান ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইন কোরোনা চিকিৎসার প্রাথমিক পর্যায়েই শুধু প্রয়োগ করা যাবে ।

গতকাল কোরোনার ন'টি উপসর্গের সঙ্গে আরও দু'টি বিষয়কে উপসর্গ হিসেবে সনাক্ত করা হয়েছে । খাবারে স্বাদ না পাওয়া ও কোনও গন্ধ না পাওয়া এই দুই উপসর্গকে নতুনভাবে তালিকার অন্তর্ভুক্ত করেছে মন্ত্রক । সেখানেই রেমডেসিভির ব্যবহারের কথা বলা হয়েছে ।

গতকাল স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, হাইড্রক্সিক্লোরোকুইন কোরোনা চিকিৎসার প্রাথমিক পর্যায়ে ব্যবহার করা যাবে । কিন্তু সংকটজনক ক্ষেত্রে এর ব্যবহার এড়িয়ে যেতে হবে । এর আগে স্বাস্থ্যমন্ত্রক কোরোনা চিকিৎসায় অ্যাজিথ্রোমাইসিনের সঙ্গে হাইড্রক্সিক্লোরোকুইন মিশিয়ে প্রয়োগের পরামর্শ দিয়েছিল । এবার আপাতত তা প্রয়োগ করতে নিষেধ করা হয়েছে ।

গত মাসেই নিজেদের তৈরি ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পেয়েছিল গিলিয়াড সায়েন্সেস । গিলিয়াড সায়েন্সেসের রেমডেসিভির কোরোনা রোগীদের শরীরে অতিরিক্ত অক্সিজেন জোগাতে সাহায্য করছে তার প্রমাণ পাওয়া গেছিল । যার ফলে আলাদা করে ভেন্টিলেটরের প্রয়োজন হচ্ছে না । ওষুধ প্রয়োগে দেখা যায়, অন্যান্য ক্ষেত্রে যেখানে কোরোনায় আক্রান্ত রোগীদের সুস্থ হতে 15 দিন লাগছে, সেখানে এক্ষেত্রে 11 দিন লাগছে । একজনকে প্লেসিবো দ্বারা চিকিৎসা করা হচ্ছে । দেখা যাচ্ছে, তাঁর ক্ষেত্রে সুস্থ হতে যতটা সময় লাগছে, তার থেকে অনেক কম সময় লাগছে রেমডেসিভির প্রয়োগ করা হয়েছে এমন রোগীদের সুস্থ হতে । 10 টা দেশের 1063 জন রোগীর উপর পরীক্ষা করে এই তথ্য পাওয়া যায় ।

এই সংক্রান্ত আরও খবর : কোরোনার লক্ষণে যোগ হল আর 2টি উপসর্গ

কোরোনা ফুসফুসে আক্রমণ করে । এর জেরে শরীরে অক্সিজেন কমতে থাকে । শ্বাস নিতে কষ্ট হয় । এক্ষেত্রে অতিরিক্ত ভেন্টিলেটরের ব্যবহারে রোগীকে সুস্থ করা যেতে পারে । কিন্তু যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশে তাতে সব রাজ্যে এত সংখ্যক রোগীকে সুস্থ করার মতো ভেন্টিলেটর পরিকাঠামোযুক্ত হাসপাতাল নেই । মুম্বইয়ে ইতিমধ্যেই ভেন্টিলেটরযুক্ত হাসপাতালগুলি ভরতি হয়ে গেছে । ফলে এসব ক্ষেত্রে সংকটজনক রোগীকে সুস্থ করতে পারে এই রেমডেসিভির ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.