দিল্লি, 5 নভেম্বর : তিস হাজ়ারি কোর্ট চত্বরে আইনজীবীদের হাতে আক্রান্ত হওয়ার জের ৷ নিরাপত্তার দাবিতে নিজেদের সদর দপ্তরের সামনেই বিক্ষোভ দেখালেন দিল্লি পুলিশের কয়েক হাজার কর্মী ৷ বিক্ষোভরত কর্মীদের শান্ত করতে আসরে নামতে হয় খোদ পুলিশ কমিশনার অমূল্য পটনায়ককে ৷ কর্মীদের অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করার অনুরোধ করেন তিনি ৷ বলেন, কাজে ফিরতে ৷ গোটা বিষয়টি তিনি খতিয়ে দেখবেন ৷
ঘটনার সূত্রপাত গত শনিবার ৷ সেদিন তিস হাজ়ারি কোর্ট চত্বরে গাড়ি পার্কিং ঘিরে পুলিশ কর্মীদের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষ হয় ৷ সংঘর্ষে দু'পক্ষের লোক জখম হয় ৷ পুলিশের তরফে দাবি করা হয়, তাদের একাধিক জন জখম হয়েছেন ৷ সুবিচার চেয়ে আজ সকাল থেকে ITO এলাকায় জমায়েত করেন কয়েকহাজার পুলিশকর্মী ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীদের ভিড় বাড়তে শুরু করে ৷
অবস্থানে বিক্ষোভে সামিল এক পুলিশকর্মী বলেন, "আমরা শৃঙ্খলাবদ্ধ বাহিনীর মতো এতদিন কাজ করে আসছি ৷ সেকারণই হয়তো আমাদের দুর্বল মনে করা হচ্ছে ৷ যখন তখন আমাদের উপর আক্রমণ করা হচ্ছে ৷ আমরা আক্রান্ত হচ্ছি ৷ আমাদের নিরাপত্তাই যদি না থাকে তাহলে সাধারণ মানুষকে কীভাবে নিরাপত্তা দেব?"
![court](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4968665_wb_dd.jpg)
দুষ্কৃতীদের হাতে মার খাওয়ায় পুলিশের চাকরির মর্যাদা নষ্ট হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন একাধিক জন ৷ যেমন এক মহিলা পুলিশ কনস্টেবল বলেন, "অনেক স্বপ্ন নিয়ে এই পেশা বেছে নিয়েছিলাম ৷ পুলিশের উর্দি পড়লে একসময় কাজে উৎসাহ পেতাম ৷ এখন গায়ে খাঁকি পড়তেই ভয় লাগছে ৷ আমরা নিরাপদ নই ৷"
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েতের চেহারা আরও বড় আকার ধারণ করে ৷ প্ল্যাকার্ড, পোস্টার হাতে পথে নামেন পুলিশকর্মীরা ৷ "আমরা বিচার চাই ৷ আমরা নিরাপদ নই ৷ কেন আমাদের উপর হামলা হল তার জবাব দিতে হবে ৷" এসব লেখা পোস্টার দেখা যায় জমায়েতকারীদের হাতে ৷
![delhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4968665_wb_delhi.jpg)
এদিকে এতজন কর্মী একসঙ্গে অবস্থান-বিক্ষোভ শুরু করায় বিপাকে পড়ে পুলিশ প্রশাসন ৷ সাধারণ কর্মীদের দাবি মেনে বিক্ষোভরত কর্মীদের সামনে আসেন পুলিশ কমিশনার অমূল্য পটনায়ক ৷ তিনি বলেন, "সরকার ও সাধারণ মানুষ আমাদের উপর ভরসা করে ৷ আমরা আইন রক্ষা করি ৷ আমাদের কাজ করে যাওয়া উচিত ৷ দিল্লি হাইকোর্টের নির্দেশে তিস হাজ়ারি কোর্টের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত বসেছে ৷ সুতরাং হাইকোর্টের নির্দেশের অপেক্ষা আমাদের করতে হবে ৷ আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কাজে ফিরুন ৷ নিজেদের দায়িত্ব পালন করুন ৷ দিল্লি পুলিশের ঐতিহ্য বজায় রাখুন ৷ আপনাদের অভাব-অভিযোগ খতিয়ে দেখব ৷ আশ্বাস দিচ্ছি, আমরা সাধ্যমতো চেষ্টা করে আপনাদের দাবি পূরণ করব ৷ "
![india gate](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4968665_wb_ggg.jpg)
কিন্তু, পুলিশ কমিশনারের আশ্বাসে জমায়েত প্রত্যাহার করেননি পুলিশকর্মীরা ৷ তাঁরা বিক্ষোভ চালাতে থাকেন ৷ এবারে আসরে নামেন দিল্লির পুলিশের জয়েন্ট কমিশনার রাজেশ খুরানা ৷ তিনিও পুলিশকর্মীদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ করেন ৷
এরইমধ্যে ইন্ডিয়া গেটের সামনে প্রতিবাদ শুরু করেন পুলিশকর্মীদের একাংশ ৷ শোনা যায়, তিস হাজ়ারি কোর্টের ঘটনায় আক্রান্ত পুলিশকর্মীদের পরিবারের লোকজনও সেই বিক্ষোভে অংশ নিয়েছেন ৷