ETV Bharat / bharat

নিরাপত্তা চেয়ে নিজেদের সদর দপ্তরের সামনেই বিক্ষোভ দিল্লির পুলিশ কর্মীদের - দিল্লিতে পুলিশের অবস্থান বিক্ষোভ

অবস্থানে বিক্ষোভে সামিল এক পুলিশকর্মী বলেন, "আমরা শৃঙ্খলাবদ্ধ বাহিনীর মতো এতদিন কাজ করে আসছি ৷ সেকারণই হয়তো আমাদের দুর্বল মনে করা হচ্ছে ৷ যখন তখন আমাদের উপর আক্রমণ করা হচ্ছে ৷ আমরা আক্রান্ত হচ্ছি ৷ আমাদের নিরাপত্তাই যদি না থাকে তাহলে সাধারণ মানুষকে কীভাবে নিরাপত্তা দেব?"

পুলিশের বিক্ষোভ
author img

By

Published : Nov 5, 2019, 5:10 PM IST

Updated : Nov 5, 2019, 5:27 PM IST

দিল্লি, 5 নভেম্বর : তিস হাজ়ারি কোর্ট চত্বরে আইনজীবীদের হাতে আক্রান্ত হওয়ার জের ৷ নিরাপত্তার দাবিতে নিজেদের সদর দপ্তরের সামনেই বিক্ষোভ দেখালেন দিল্লি পুলিশের কয়েক হাজার কর্মী ৷ বিক্ষোভরত কর্মীদের শান্ত করতে আসরে নামতে হয় খোদ পুলিশ কমিশনার অমূল্য পটনায়ককে ৷ কর্মীদের অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করার অনুরোধ করেন তিনি ৷ বলেন, কাজে ফিরতে ৷ গোটা বিষয়টি তিনি খতিয়ে দেখবেন ৷

ঘটনার সূত্রপাত গত শনিবার ৷ সেদিন তিস হাজ়ারি কোর্ট চত্বরে গাড়ি পার্কিং ঘিরে পুলিশ কর্মীদের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষ হয় ৷ সংঘর্ষে দু'পক্ষের লোক জখম হয় ৷ পুলিশের তরফে দাবি করা হয়, তাদের একাধিক জন জখম হয়েছেন ৷ সুবিচার চেয়ে আজ সকাল থেকে ITO এলাকায় জমায়েত করেন কয়েকহাজার পুলিশকর্মী ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীদের ভিড় বাড়তে শুরু করে ৷

অবস্থানে বিক্ষোভে সামিল এক পুলিশকর্মী বলেন, "আমরা শৃঙ্খলাবদ্ধ বাহিনীর মতো এতদিন কাজ করে আসছি ৷ সেকারণই হয়তো আমাদের দুর্বল মনে করা হচ্ছে ৷ যখন তখন আমাদের উপর আক্রমণ করা হচ্ছে ৷ আমরা আক্রান্ত হচ্ছি ৷ আমাদের নিরাপত্তাই যদি না থাকে তাহলে সাধারণ মানুষকে কীভাবে নিরাপত্তা দেব?"

court
অবস্থান বিক্ষোভ পুলিশ কর্মীদের

দুষ্কৃতীদের হাতে মার খাওয়ায় পুলিশের চাকরির মর্যাদা নষ্ট হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন একাধিক জন ৷ যেমন এক মহিলা পুলিশ কনস্টেবল বলেন, "অনেক স্বপ্ন নিয়ে এই পেশা বেছে নিয়েছিলাম ৷ পুলিশের উর্দি পড়লে একসময় কাজে উৎসাহ পেতাম ৷ এখন গায়ে খাঁকি পড়তেই ভয় লাগছে ৷ আমরা নিরাপদ নই ৷"

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েতের চেহারা আরও বড় আকার ধারণ করে ৷ প্ল্যাকার্ড, পোস্টার হাতে পথে নামেন পুলিশকর্মীরা ৷ "আমরা বিচার চাই ৷ আমরা নিরাপদ নই ৷ কেন আমাদের উপর হামলা হল তার জবাব দিতে হবে ৷" এসব লেখা পোস্টার দেখা যায় জমায়েতকারীদের হাতে ৷

delhi
"আমরা বিচার চাই", দিল্লিতে প্রতিবাদ পুলিশ কর্মীদের

এদিকে এতজন কর্মী একসঙ্গে অবস্থান-বিক্ষোভ শুরু করায় বিপাকে পড়ে পুলিশ প্রশাসন ৷ সাধারণ কর্মীদের দাবি মেনে বিক্ষোভরত কর্মীদের সামনে আসেন পুলিশ কমিশনার অমূল্য পটনায়ক ৷ তিনি বলেন, "সরকার ও সাধারণ মানুষ আমাদের উপর ভরসা করে ৷ আমরা আইন রক্ষা করি ৷ আমাদের কাজ করে যাওয়া উচিত ৷ দিল্লি হাইকোর্টের নির্দেশে তিস হাজ়ারি কোর্টের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত বসেছে ৷ সুতরাং হাইকোর্টের নির্দেশের অপেক্ষা আমাদের করতে হবে ৷ আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কাজে ফিরুন ৷ নিজেদের দায়িত্ব পালন করুন ৷ দিল্লি পুলিশের ঐতিহ্য বজায় রাখুন ৷ আপনাদের অভাব-অভিযোগ খতিয়ে দেখব ৷ আশ্বাস দিচ্ছি, আমরা সাধ্যমতো চেষ্টা করে আপনাদের দাবি পূরণ করব ৷ "

india gate
চলছে বিক্ষোভ

কিন্তু, পুলিশ কমিশনারের আশ্বাসে জমায়েত প্রত্যাহার করেননি পুলিশকর্মীরা ৷ তাঁরা বিক্ষোভ চালাতে থাকেন ৷ এবারে আসরে নামেন দিল্লির পুলিশের জয়েন্ট কমিশনার রাজেশ খুরানা ৷ তিনিও পুলিশকর্মীদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ করেন ৷

এরইমধ্যে ইন্ডিয়া গেটের সামনে প্রতিবাদ শুরু করেন পুলিশকর্মীদের একাংশ ৷ শোনা যায়, তিস হাজ়ারি কোর্টের ঘটনায় আক্রান্ত পুলিশকর্মীদের পরিবারের লোকজনও সেই বিক্ষোভে অংশ নিয়েছেন ৷

দিল্লি, 5 নভেম্বর : তিস হাজ়ারি কোর্ট চত্বরে আইনজীবীদের হাতে আক্রান্ত হওয়ার জের ৷ নিরাপত্তার দাবিতে নিজেদের সদর দপ্তরের সামনেই বিক্ষোভ দেখালেন দিল্লি পুলিশের কয়েক হাজার কর্মী ৷ বিক্ষোভরত কর্মীদের শান্ত করতে আসরে নামতে হয় খোদ পুলিশ কমিশনার অমূল্য পটনায়ককে ৷ কর্মীদের অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করার অনুরোধ করেন তিনি ৷ বলেন, কাজে ফিরতে ৷ গোটা বিষয়টি তিনি খতিয়ে দেখবেন ৷

ঘটনার সূত্রপাত গত শনিবার ৷ সেদিন তিস হাজ়ারি কোর্ট চত্বরে গাড়ি পার্কিং ঘিরে পুলিশ কর্মীদের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষ হয় ৷ সংঘর্ষে দু'পক্ষের লোক জখম হয় ৷ পুলিশের তরফে দাবি করা হয়, তাদের একাধিক জন জখম হয়েছেন ৷ সুবিচার চেয়ে আজ সকাল থেকে ITO এলাকায় জমায়েত করেন কয়েকহাজার পুলিশকর্মী ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীদের ভিড় বাড়তে শুরু করে ৷

অবস্থানে বিক্ষোভে সামিল এক পুলিশকর্মী বলেন, "আমরা শৃঙ্খলাবদ্ধ বাহিনীর মতো এতদিন কাজ করে আসছি ৷ সেকারণই হয়তো আমাদের দুর্বল মনে করা হচ্ছে ৷ যখন তখন আমাদের উপর আক্রমণ করা হচ্ছে ৷ আমরা আক্রান্ত হচ্ছি ৷ আমাদের নিরাপত্তাই যদি না থাকে তাহলে সাধারণ মানুষকে কীভাবে নিরাপত্তা দেব?"

court
অবস্থান বিক্ষোভ পুলিশ কর্মীদের

দুষ্কৃতীদের হাতে মার খাওয়ায় পুলিশের চাকরির মর্যাদা নষ্ট হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন একাধিক জন ৷ যেমন এক মহিলা পুলিশ কনস্টেবল বলেন, "অনেক স্বপ্ন নিয়ে এই পেশা বেছে নিয়েছিলাম ৷ পুলিশের উর্দি পড়লে একসময় কাজে উৎসাহ পেতাম ৷ এখন গায়ে খাঁকি পড়তেই ভয় লাগছে ৷ আমরা নিরাপদ নই ৷"

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েতের চেহারা আরও বড় আকার ধারণ করে ৷ প্ল্যাকার্ড, পোস্টার হাতে পথে নামেন পুলিশকর্মীরা ৷ "আমরা বিচার চাই ৷ আমরা নিরাপদ নই ৷ কেন আমাদের উপর হামলা হল তার জবাব দিতে হবে ৷" এসব লেখা পোস্টার দেখা যায় জমায়েতকারীদের হাতে ৷

delhi
"আমরা বিচার চাই", দিল্লিতে প্রতিবাদ পুলিশ কর্মীদের

এদিকে এতজন কর্মী একসঙ্গে অবস্থান-বিক্ষোভ শুরু করায় বিপাকে পড়ে পুলিশ প্রশাসন ৷ সাধারণ কর্মীদের দাবি মেনে বিক্ষোভরত কর্মীদের সামনে আসেন পুলিশ কমিশনার অমূল্য পটনায়ক ৷ তিনি বলেন, "সরকার ও সাধারণ মানুষ আমাদের উপর ভরসা করে ৷ আমরা আইন রক্ষা করি ৷ আমাদের কাজ করে যাওয়া উচিত ৷ দিল্লি হাইকোর্টের নির্দেশে তিস হাজ়ারি কোর্টের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত বসেছে ৷ সুতরাং হাইকোর্টের নির্দেশের অপেক্ষা আমাদের করতে হবে ৷ আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কাজে ফিরুন ৷ নিজেদের দায়িত্ব পালন করুন ৷ দিল্লি পুলিশের ঐতিহ্য বজায় রাখুন ৷ আপনাদের অভাব-অভিযোগ খতিয়ে দেখব ৷ আশ্বাস দিচ্ছি, আমরা সাধ্যমতো চেষ্টা করে আপনাদের দাবি পূরণ করব ৷ "

india gate
চলছে বিক্ষোভ

কিন্তু, পুলিশ কমিশনারের আশ্বাসে জমায়েত প্রত্যাহার করেননি পুলিশকর্মীরা ৷ তাঁরা বিক্ষোভ চালাতে থাকেন ৷ এবারে আসরে নামেন দিল্লির পুলিশের জয়েন্ট কমিশনার রাজেশ খুরানা ৷ তিনিও পুলিশকর্মীদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ করেন ৷

এরইমধ্যে ইন্ডিয়া গেটের সামনে প্রতিবাদ শুরু করেন পুলিশকর্মীদের একাংশ ৷ শোনা যায়, তিস হাজ়ারি কোর্টের ঘটনায় আক্রান্ত পুলিশকর্মীদের পরিবারের লোকজনও সেই বিক্ষোভে অংশ নিয়েছেন ৷

New Delhi, Nov 04 (ANI): Lawyers of Supreme Court on November 04 also raised their voices against the Delhi Police over attack on lawyers at Tis Hazari Court. Lawyers demanded enforcement of Lawyers Protection Act and arrest of police officials who were indulged in the scuffle. Scuffle broke out between Delhi Police and lawyers at Tis Hazari Court on November 02. Several vehicles were set ablaze during the scuffle. Building has also been damaged in premises of Tis Hazari Court. A police van was also set on fire. According to police officials, scuffle between police and lawyers was over parking.
Last Updated : Nov 5, 2019, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.