ETV Bharat / bharat

স্বাধীনতা দিবসের পর বিধিনিষেধ শিথিল হবে : সত্যপাল মালিক - Jammu and Kashmir governor

15 অগাস্টের পর সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের উপর কড়াকড়ি শিথিল করা হবে । জানান জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক ।

সত্যপাল মালিক
author img

By

Published : Aug 14, 2019, 10:10 AM IST

শ্রীনগর, 14 অগাস্ট : স্বাধীনতা দিবসের পরেই শিথিল করা হবে কাশ্মীরে নিরাপত্তা জনিত বিধিনিষেধ । গতকাল এই কথা জানান জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক । পাশাপাশি রাহুল গান্ধির সমালোচনা করলেন ।

কাশ্মীরে জারি করা নিরাপত্তা জনিত বিধিনিষেধের বিষয়ে রাজ্যপাল বলেন, "15 অগাস্টের পর সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের উপর কড়াকড়ি শিথিল করা হবে । টেলিফোন ব্যবস্থা ও ইন্টারনেট চালু করতে আরও 7 থেকে 10 দিন লাগবে । এখানের পরিস্থিতির পর্যালোচনা করে আমরা বুঝতে পেরেছি যে শত্রুপক্ষের জন্য ইন্টারনেট ও টেলিফোন ব্যবস্থাই সব থেকে বড় অস্ত্র । আমাদের জন্য জনগণের জীবন সব থেকে বেশি মূল্যবান । তাই আমরা ইন্টারনেট পরিষেবা চালু করে শত্রুপক্ষের হাতে অস্ত্র তুলে দিতে চাই না ।"

এদিকে দু'দিন আগে রাহুল গান্ধিকে কাশ্মীরে এসে পরিস্থিতি পর্যালোচনা করার আহ্বান জানিয়েছিলেন সত্যপাল মালিক । এর জন্য তিনি রাহুলকে বিমান পাঠাবেন বলেও জানিয়েছিলেন । তার উত্তরে রাহুল বলেছিলেন, তাঁকে বিমান নয়, আসা যাওয়ার স্বাধীনতা দেওয়া হোক ।

সেই প্রসঙ্গে মালিক বলেন, "আসলে রাহুল গান্ধি এখানকার পরিস্থিতির বিষয়ে অবগত নন । তাই আমি তাঁকে এখানে এসে পরিস্থিতি দেখে যেতে বলেছিলাম । কিন্তু তার জন্য তিনি শর্ত রেখেছেন । তিনি প্রতিনিধি দল নিয়ে আসতে চেয়েছেন ৷ আটক রাজনীতিবিদদের সঙ্গে দেখা করতে চান ৷ এটা কি সম্ভব ? আমি কোনওদিনই তাঁকে কোনও শর্তের সঙ্গে এখানে আসার আমন্ত্রণ জানাইনি । তাই আমন্ত্রণ আমি ফিরিয়ে নিচ্ছি । এখানে গত এক সপ্তাহে 20টিরও বেশি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এসেছেন । রাহুল গান্ধির উচিত তাঁদের সঙ্গে কথা বলে কাশ্মীরের পরিস্থিতির ব্যাপারে তাঁর ভালো করে জেনে নিয়ে কথা বলা উচিত ।"

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অমিত শাহর শ্রীনগর সফরের সম্ভাবনা উড়িয়ে দেন সত্যপাল মালিক ।

শ্রীনগর, 14 অগাস্ট : স্বাধীনতা দিবসের পরেই শিথিল করা হবে কাশ্মীরে নিরাপত্তা জনিত বিধিনিষেধ । গতকাল এই কথা জানান জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক । পাশাপাশি রাহুল গান্ধির সমালোচনা করলেন ।

কাশ্মীরে জারি করা নিরাপত্তা জনিত বিধিনিষেধের বিষয়ে রাজ্যপাল বলেন, "15 অগাস্টের পর সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের উপর কড়াকড়ি শিথিল করা হবে । টেলিফোন ব্যবস্থা ও ইন্টারনেট চালু করতে আরও 7 থেকে 10 দিন লাগবে । এখানের পরিস্থিতির পর্যালোচনা করে আমরা বুঝতে পেরেছি যে শত্রুপক্ষের জন্য ইন্টারনেট ও টেলিফোন ব্যবস্থাই সব থেকে বড় অস্ত্র । আমাদের জন্য জনগণের জীবন সব থেকে বেশি মূল্যবান । তাই আমরা ইন্টারনেট পরিষেবা চালু করে শত্রুপক্ষের হাতে অস্ত্র তুলে দিতে চাই না ।"

এদিকে দু'দিন আগে রাহুল গান্ধিকে কাশ্মীরে এসে পরিস্থিতি পর্যালোচনা করার আহ্বান জানিয়েছিলেন সত্যপাল মালিক । এর জন্য তিনি রাহুলকে বিমান পাঠাবেন বলেও জানিয়েছিলেন । তার উত্তরে রাহুল বলেছিলেন, তাঁকে বিমান নয়, আসা যাওয়ার স্বাধীনতা দেওয়া হোক ।

সেই প্রসঙ্গে মালিক বলেন, "আসলে রাহুল গান্ধি এখানকার পরিস্থিতির বিষয়ে অবগত নন । তাই আমি তাঁকে এখানে এসে পরিস্থিতি দেখে যেতে বলেছিলাম । কিন্তু তার জন্য তিনি শর্ত রেখেছেন । তিনি প্রতিনিধি দল নিয়ে আসতে চেয়েছেন ৷ আটক রাজনীতিবিদদের সঙ্গে দেখা করতে চান ৷ এটা কি সম্ভব ? আমি কোনওদিনই তাঁকে কোনও শর্তের সঙ্গে এখানে আসার আমন্ত্রণ জানাইনি । তাই আমন্ত্রণ আমি ফিরিয়ে নিচ্ছি । এখানে গত এক সপ্তাহে 20টিরও বেশি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এসেছেন । রাহুল গান্ধির উচিত তাঁদের সঙ্গে কথা বলে কাশ্মীরের পরিস্থিতির ব্যাপারে তাঁর ভালো করে জেনে নিয়ে কথা বলা উচিত ।"

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অমিত শাহর শ্রীনগর সফরের সম্ভাবনা উড়িয়ে দেন সত্যপাল মালিক ।

Mansarovar (Tibet Autonomous Region), Aug 13 (ANI): The 13th batch of Pilgrims for Kailash Mansarovar yatra conducted Yagna near Mansarovar lake. The batch started their Yatra on 30th July."This is very auspicious day for all of us, as Monday is considered very auspicious day in context of Lord Shiva. We carried out a small Yagna for wellbeing of our families and batch-mates," told Liaison Officer Surinder Grover to ANI. 28 batches comprising of 50 pilgrims each are participating in the Kailash Mansarovar pilgrimage through a treacherous route that crosses the territorial boundaries of India, Nepal, and China this year. According to the Hinduism, the Mansarovar lake was first created in the mind of Brahma after which it manifested on Earth. Hence it is called "Manasa sarovaram", which is a combination of the Sanskrit words for "mind" and "lake". The lake is also supposed to be the summer abode of the hamsa.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.