ETV Bharat / bharat

প্রতিশ্রুতি পূরণ করায় পৌরভোটেও জয়, বললেন কে টি রামা রাও - ইনফরমেশন ও টেকনোলজি

বিরোধী দলগুলির তীব্র প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও পৌরভোটে তেলাঙ্গায় ফের গোলাপী ঝড় । জয়ের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে ETV ভারতকে তেলাঙ্গানা রাষ্ট্র সমিতির সেকেন্ড ইন কমান্ড কে টি রামা রাও বলেন, "ক্ষমতায় আসার আগে দল যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তা রেখেছে । যতটা বাকি আছে, সেটাও পূরণ করার চেষ্টা চলছে । তারই ফল আজকের এই জয় । দলের প্রতি আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ ।"

কে টি রামা রাও
কে টি রামা রাও
author img

By

Published : Jan 25, 2020, 7:22 PM IST

Updated : Jan 25, 2020, 11:20 PM IST

হায়দরাবাদ, 25 জানুয়ারি : ইতিহাস বার বার সাক্ষী থেকেছে । বিনা যুদ্ধে সূচ্যগ্র জমিও যে তিনি ছাড়েন না, তা আগেও দেখা গেছে । এবারও তার ব্যতিক্রম হল না । তেলাঙ্গানা পৌরভোটে প্রতিপক্ষকে কার্যত পর্যদুস্ত করে 120টির মধ্যে 107 টি পৌরসভাতেই জয় পেল তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি ।

দু'বার বিধানসভা জয়, তারপর গ্রাম পঞ্চায়েতে জয়ের পর এবার আবার পৌরভোটেও দলের বিজয়রথের যাত্রা অব্যাহত । বিরোধী দলগুলির তীব্র প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও পৌরভোটে তেলাঙ্গায় ফের গোলাপী ঝড় । জয়ের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে ETV ভারতকে তেলাঙ্গানা রাষ্ট্র সমিতির সেকেন্ড ইন কমান্ড কে টি রামা রাও বলেন, "ক্ষমতায় আসার আগে দল যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তা রেখেছে । যতটা বাকি আছে, সেটাও পূরণ করার চেষ্টা চলছে । তারই ফল আজকের এই জয় । দলের প্রতি আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ ।"

লড়াইটা শুরু হয়েছিল বছর ছয়েক আগে । সে সময় সবেমাত্র অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়েছে তেলাঙ্গানা । একের পর এক পরীক্ষা ছিল সামনে । চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বে তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি সেই পরীক্ষাগুলিতে এখনও পর্যন্ত সফলভাবে উত্তীর্ণ । দেশজুড়ে গেরুয়া ঝড়ের মাঝেও তেলাঙ্গানায় গত লোকসভা ভোটে উড়েছে গোলাপী পতাকা । লোকসভা নির্বাচনের আগে পাঁচ বিধায়ক তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি থেকে BJP-তে যোগ দিলেও তাতে ফলাফলে প্রভাব পড়েনি ।

বারবার দলের এই জয় কোন পথে ? KTR -এর কথায়, "হায়দরাবাদের মতো শহরে শুধু দেশ থেকে নয়, দেশের বাইরে থেকেও লোকজন আসে । তাদের নিরাপত্তা, চাকরি, পড়াশোনা এই সব বিষয় সুনিশ্চিত করা একটা চ্যালেঞ্জ । KCR-এর অনুপ্রেরণায় দল এগোচ্ছে । হায়দরাবাদে ইনফরমেশন ও টেকনোলজি অনেকটাই উন্নত । ইনফরমেশন ও টেকনোলজি বিভাগের মন্ত্রী হিসেবে আমার দায়িত্বও অনেক ।"

দেখুন কী বললেন কে টি রামা রাও

হায়দরাবাদের বানজারা হিলসে TRS-এর সদর দপ্তরের সামনের পরিবেশ আজ কালীপুজোর মতোই । আতসবাজি, রোশনাই আর আলো জানান দিচ্ছিল জিতেছে TRS । ফেডেরাল ফ্রণ্টে TRS-এর যোগদান নিয়ে প্রশ্ন করায় KTR-এর উত্তর, "সময় অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে । এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না ।"

হায়দরাবাদ, 25 জানুয়ারি : ইতিহাস বার বার সাক্ষী থেকেছে । বিনা যুদ্ধে সূচ্যগ্র জমিও যে তিনি ছাড়েন না, তা আগেও দেখা গেছে । এবারও তার ব্যতিক্রম হল না । তেলাঙ্গানা পৌরভোটে প্রতিপক্ষকে কার্যত পর্যদুস্ত করে 120টির মধ্যে 107 টি পৌরসভাতেই জয় পেল তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি ।

দু'বার বিধানসভা জয়, তারপর গ্রাম পঞ্চায়েতে জয়ের পর এবার আবার পৌরভোটেও দলের বিজয়রথের যাত্রা অব্যাহত । বিরোধী দলগুলির তীব্র প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও পৌরভোটে তেলাঙ্গায় ফের গোলাপী ঝড় । জয়ের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে ETV ভারতকে তেলাঙ্গানা রাষ্ট্র সমিতির সেকেন্ড ইন কমান্ড কে টি রামা রাও বলেন, "ক্ষমতায় আসার আগে দল যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তা রেখেছে । যতটা বাকি আছে, সেটাও পূরণ করার চেষ্টা চলছে । তারই ফল আজকের এই জয় । দলের প্রতি আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ ।"

লড়াইটা শুরু হয়েছিল বছর ছয়েক আগে । সে সময় সবেমাত্র অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়েছে তেলাঙ্গানা । একের পর এক পরীক্ষা ছিল সামনে । চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বে তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি সেই পরীক্ষাগুলিতে এখনও পর্যন্ত সফলভাবে উত্তীর্ণ । দেশজুড়ে গেরুয়া ঝড়ের মাঝেও তেলাঙ্গানায় গত লোকসভা ভোটে উড়েছে গোলাপী পতাকা । লোকসভা নির্বাচনের আগে পাঁচ বিধায়ক তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি থেকে BJP-তে যোগ দিলেও তাতে ফলাফলে প্রভাব পড়েনি ।

বারবার দলের এই জয় কোন পথে ? KTR -এর কথায়, "হায়দরাবাদের মতো শহরে শুধু দেশ থেকে নয়, দেশের বাইরে থেকেও লোকজন আসে । তাদের নিরাপত্তা, চাকরি, পড়াশোনা এই সব বিষয় সুনিশ্চিত করা একটা চ্যালেঞ্জ । KCR-এর অনুপ্রেরণায় দল এগোচ্ছে । হায়দরাবাদে ইনফরমেশন ও টেকনোলজি অনেকটাই উন্নত । ইনফরমেশন ও টেকনোলজি বিভাগের মন্ত্রী হিসেবে আমার দায়িত্বও অনেক ।"

দেখুন কী বললেন কে টি রামা রাও

হায়দরাবাদের বানজারা হিলসে TRS-এর সদর দপ্তরের সামনের পরিবেশ আজ কালীপুজোর মতোই । আতসবাজি, রোশনাই আর আলো জানান দিচ্ছিল জিতেছে TRS । ফেডেরাল ফ্রণ্টে TRS-এর যোগদান নিয়ে প্রশ্ন করায় KTR-এর উত্তর, "সময় অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে । এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না ।"

Intro:Body:

KTR


Conclusion:
Last Updated : Jan 25, 2020, 11:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.