বেঙ্গালুরু, 14 জুলাই : টালমাটাল কর্নাটক । এই পরিস্থিতিতে কর্নাটকের মুখ্যমন্ত্রী H D কুমারস্বামীর পদত্যাগের দাবি জানালেন BJP নেতা B S ইয়েদুরাপ্পা। তাঁর দাবি বর্তমান কংগ্রেস-JD(S) দলের জোট সরকারের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই । গত 10 দিনে বিধায়কদের ইস্তফার জেরে ছত্রভঙ্গ অবস্থা কংগ্রেস-JD(S) জোট সরকারের ।
ইয়েদুরাপ্পা বলেন, "মুখ্যমন্ত্রী যদি সৎ হন এবং গণতান্ত্রিক ব্যবস্থার কথা ভাবেন তাহলে তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত অথবা বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব আনা উচিত । আগামীকাল বিজ়নেস অ্যাডভাইজ়ারি কমিটির মিটিং-এ আমি তাঁকে এই পরামর্শই দেব । "
এর আগেই গত শুক্রবার কুমারস্বামী জানিয়েছিলেন তিনি বিধানসভায় আস্থা ভোটে যেতে চান । অধ্যক্ষকে আস্থা ভোটের জন্য সময় নির্দিষ্ট করার কথাও জানিয়েছিলেন । তিনি বলেন, "আমি সবকিছুর জন্যই প্রস্তুত । " উল্লেখ্য, এর আগেই কুমারস্বামী তাঁর পদত্যাগের সমস্ত জল্পনাই উড়িয়ে দিয়েছেন ।
তবে একটি বেসরকারি সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বুধবার আস্থা ভোটের প্রস্তাব দেওয়া হয়েছে । কিন্তু প্রধান বিরোধীদল BJP সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত না থাকায় এখনও চূড়ান্ত দিনক্ষণ নির্দিষ্ট হয়নি ।
এখনও পর্যন্ত জোট সরকারের 16 জন বিধায়ক ও 2 জন নির্দল বিধায়ক ইস্তফা দিয়েছেন । যদি তাঁদের ইস্তফাপত্র গৃহীত হয় তাহলে 118 থেকে নেমে 100 হবে বিধানসভায় জোট সরকারের বিধায়ক সংখ্যা । অন্যদিকে 2 জন নির্দল বিধায়কের সমর্থনে BJP-র বিধায়ক সংখ্যা 107 জন । যদিও বিধায়কদের ইস্তফা গ্রহণ করেননি অধ্যক্ষ রমেশ কুমার । অন্যদিকে সুপ্রিম কোর্ট এই ইশুতে আগামী মঙ্গলবার ফের শুনানি হবে বলে জানিয়েছে । ততদিন পর্যন্ত রাজ্যে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।