ETV Bharat / bharat

কুমারস্বামীর পদত্যাগ বা বিধানসভায় আস্থাভোট চাই: ইয়েদুরাপ্পা - Yeddyurappa

কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর অবিলম্বে পদত্যাগ দাবি করেন BJP নেতা B S ইয়েদুরাপ্পা ।

কুমারস্বামীর পদত্যাগ বা অবিলম্বে কর্ণাটক বিধানসভায় আস্থাভোট, দাবি ইয়েদুরাপ্পার
author img

By

Published : Jul 14, 2019, 11:22 PM IST

Updated : Jul 15, 2019, 3:24 PM IST

বেঙ্গালুরু, 14 জুলাই : টালমাটাল কর্নাটক । এই পরিস্থিতিতে কর্নাটকের মুখ্যমন্ত্রী H D কুমারস্বামীর পদত্যাগের দাবি জানালেন BJP নেতা B S ইয়েদুরাপ্পা। তাঁর দাবি বর্তমান কংগ্রেস-JD(S) দলের জোট সরকারের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই । গত 10 দিনে বিধায়কদের ইস্তফার জেরে ছত্রভঙ্গ অবস্থা কংগ্রেস-JD(S) জোট সরকারের ।

ইয়েদুরাপ্পা বলেন, "মুখ্যমন্ত্রী যদি সৎ হন এবং গণতান্ত্রিক ব্যবস্থার কথা ভাবেন তাহলে তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত অথবা বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব আনা উচিত । আগামীকাল বিজ়নেস অ্যাডভাইজ়ারি কমিটির মিটিং-এ আমি তাঁকে এই পরামর্শই দেব । "

এর আগেই গত শুক্রবার কুমারস্বামী জানিয়েছিলেন তিনি বিধানসভায় আস্থা ভোটে যেতে চান । অধ্যক্ষকে আস্থা ভোটের জন্য সময় নির্দিষ্ট করার কথাও জানিয়েছিলেন । তিনি বলেন, "আমি সবকিছুর জন্যই প্রস্তুত । " উল্লেখ্য, এর আগেই কুমারস্বামী তাঁর পদত্যাগের সমস্ত জল্পনাই উড়িয়ে দিয়েছেন ।

তবে একটি বেসরকারি সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বুধবার আস্থা ভোটের প্রস্তাব দেওয়া হয়েছে । কিন্তু প্রধান বিরোধীদল BJP সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত না থাকায় এখনও চূড়ান্ত দিনক্ষণ নির্দিষ্ট হয়নি ।

এখনও পর্যন্ত জোট সরকারের 16 জন বিধায়ক ও 2 জন নির্দল বিধায়ক ইস্তফা দিয়েছেন । যদি তাঁদের ইস্তফাপত্র গৃহীত হয় তাহলে 118 থেকে নেমে 100 হবে বিধানসভায় জোট সরকারের বিধায়ক সংখ্যা । অন্যদিকে 2 জন নির্দল বিধায়কের সমর্থনে BJP-র বিধায়ক সংখ্যা 107 জন । যদিও বিধায়কদের ইস্তফা গ্রহণ করেননি অধ্যক্ষ রমেশ কুমার । অন্যদিকে সুপ্রিম কোর্ট এই ইশুতে আগামী মঙ্গলবার ফের শুনানি হবে বলে জানিয়েছে । ততদিন পর্যন্ত রাজ্যে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

বেঙ্গালুরু, 14 জুলাই : টালমাটাল কর্নাটক । এই পরিস্থিতিতে কর্নাটকের মুখ্যমন্ত্রী H D কুমারস্বামীর পদত্যাগের দাবি জানালেন BJP নেতা B S ইয়েদুরাপ্পা। তাঁর দাবি বর্তমান কংগ্রেস-JD(S) দলের জোট সরকারের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই । গত 10 দিনে বিধায়কদের ইস্তফার জেরে ছত্রভঙ্গ অবস্থা কংগ্রেস-JD(S) জোট সরকারের ।

ইয়েদুরাপ্পা বলেন, "মুখ্যমন্ত্রী যদি সৎ হন এবং গণতান্ত্রিক ব্যবস্থার কথা ভাবেন তাহলে তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত অথবা বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব আনা উচিত । আগামীকাল বিজ়নেস অ্যাডভাইজ়ারি কমিটির মিটিং-এ আমি তাঁকে এই পরামর্শই দেব । "

এর আগেই গত শুক্রবার কুমারস্বামী জানিয়েছিলেন তিনি বিধানসভায় আস্থা ভোটে যেতে চান । অধ্যক্ষকে আস্থা ভোটের জন্য সময় নির্দিষ্ট করার কথাও জানিয়েছিলেন । তিনি বলেন, "আমি সবকিছুর জন্যই প্রস্তুত । " উল্লেখ্য, এর আগেই কুমারস্বামী তাঁর পদত্যাগের সমস্ত জল্পনাই উড়িয়ে দিয়েছেন ।

তবে একটি বেসরকারি সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বুধবার আস্থা ভোটের প্রস্তাব দেওয়া হয়েছে । কিন্তু প্রধান বিরোধীদল BJP সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত না থাকায় এখনও চূড়ান্ত দিনক্ষণ নির্দিষ্ট হয়নি ।

এখনও পর্যন্ত জোট সরকারের 16 জন বিধায়ক ও 2 জন নির্দল বিধায়ক ইস্তফা দিয়েছেন । যদি তাঁদের ইস্তফাপত্র গৃহীত হয় তাহলে 118 থেকে নেমে 100 হবে বিধানসভায় জোট সরকারের বিধায়ক সংখ্যা । অন্যদিকে 2 জন নির্দল বিধায়কের সমর্থনে BJP-র বিধায়ক সংখ্যা 107 জন । যদিও বিধায়কদের ইস্তফা গ্রহণ করেননি অধ্যক্ষ রমেশ কুমার । অন্যদিকে সুপ্রিম কোর্ট এই ইশুতে আগামী মঙ্গলবার ফের শুনানি হবে বলে জানিয়েছে । ততদিন পর্যন্ত রাজ্যে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

Kathmandu (Nepal), July 14 (ANI): The death toll from the Nepal floods caused by the monsoon rains on Saturday reached 28 with over 16 persons still missing. Heavy monsoon rains for the past few days have left many settlements at high risk of floods and landslides in several places in Nepal. Transportation has also been disrupted in all major highways. Rain-fed rivers have also started to erode embankments putting nearby settlements at high risk of flooding. The Meteorological Forecasting Division in its special bulletin has warned of widespread rain from moderate to heavy scale likely to continue till Sunday. It has mentioned that the monsoon trough is presently based in the vicinity of Terai of eastern Nepal and hilly territory of western Nepal. On Sunday, complete cloudy condition is likely over most of the country and widespread rain is expected and heavy rain is likely to occur particularly at some places of eastern and central regions and at few places of western region, as per the bulletin. Whereas on Monday, widespread rain from moderate to heavy scale has been forecast and extremely heavy rain is likely to hit few places of eastern region and some parts of western hilly region.
Last Updated : Jul 15, 2019, 3:24 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.