ETV Bharat / bharat

চাকরি ও পদোন্নতিতে সংরক্ষণ মৌলিক অধিকার নয় : সুপ্রিম কোর্ট - SC ST Reservation

পদোন্নতিতে তপসিলি জাতি বা উপজাতির ভিত্তিতে সংরক্ষণ গোটাটাই রাজ্যের এক্তিয়ারভুক্ত ৷ আজ এমনই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷

Supreme Court
ফাইল ছবি
author img

By

Published : Feb 9, 2020, 11:02 PM IST

দিল্লি, 9 ফেব্রুয়ারি : সরকারি চাকরি ও পদোন্নতিতে সংরক্ষণ মৌলিক অধিকার নয় ৷ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ কোনও রাজ্যে সরকারি চাকরির পদোন্নতিতে তপসিলি জাতি বা উপজাতির ভিত্তিতে সংরক্ষণ থাকবে কি না, সেই বিষয়ে আদালত কিছু বলতে পারে না ৷ এটি গোটাটাই রাজ্যের সিদ্ধান্তের উপর নির্ভরশীল বলে আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷

উত্তরাখণ্ডের পূর্ত দপ্তরের সহকারি সিভিল ইঞ্জিনিয়রের পদের পদোন্নতি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল৷ সেই আবেদনের প্রেক্ষিতেই, সংরক্ষণ কোনও মৌলিক অধিকার নয় বলে আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷

সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি হেমন্ত গুপ্তের বেঞ্চ জানিয়ে দেয়, সংরক্ষণের ব্যবস্থা রাখতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই ৷ এটি কোনও মৌলিক অধিকার নয়৷ সংরক্ষণ প্রয়োজন কি না, তা একমাত্র রাজ্যই ঠিক করবে।

এর আগে 2012 সালে উত্তরাখণ্ড হাইকোর্ট তপসিলি জাতি বা উপজাতির সংরক্ষণের পক্ষে রায় দিয়েছিল ৷ উত্তরাখণ্ড হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আজ রায় জানাল সুপ্রিম কোর্ট ৷

দিল্লি, 9 ফেব্রুয়ারি : সরকারি চাকরি ও পদোন্নতিতে সংরক্ষণ মৌলিক অধিকার নয় ৷ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ কোনও রাজ্যে সরকারি চাকরির পদোন্নতিতে তপসিলি জাতি বা উপজাতির ভিত্তিতে সংরক্ষণ থাকবে কি না, সেই বিষয়ে আদালত কিছু বলতে পারে না ৷ এটি গোটাটাই রাজ্যের সিদ্ধান্তের উপর নির্ভরশীল বলে আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷

উত্তরাখণ্ডের পূর্ত দপ্তরের সহকারি সিভিল ইঞ্জিনিয়রের পদের পদোন্নতি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল৷ সেই আবেদনের প্রেক্ষিতেই, সংরক্ষণ কোনও মৌলিক অধিকার নয় বলে আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷

সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি হেমন্ত গুপ্তের বেঞ্চ জানিয়ে দেয়, সংরক্ষণের ব্যবস্থা রাখতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই ৷ এটি কোনও মৌলিক অধিকার নয়৷ সংরক্ষণ প্রয়োজন কি না, তা একমাত্র রাজ্যই ঠিক করবে।

এর আগে 2012 সালে উত্তরাখণ্ড হাইকোর্ট তপসিলি জাতি বা উপজাতির সংরক্ষণের পক্ষে রায় দিয়েছিল ৷ উত্তরাখণ্ড হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আজ রায় জানাল সুপ্রিম কোর্ট ৷

New Delhi, Feb 09 (ANI): Election commission on Delhi assembly elections 2020 stated that Police administration should have been more vigilant during election. "Some incidents occurred that made Election Commission feel that Police administration should have been more vigilant, that is why EC took cognizance of the matter," said Delhi CEO.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.