ETV Bharat / bharat

খোলা কুয়োয় পড়ল শিশু, উদ্ধারে সেনা ও SDRF - নিওয়ারি

একটি কুয়ো লোহার পাত দিয়ে আলগাভাবে ঢেকে রাখা হয়েছিল। গতকাল চার বছরের ওই শিশু প্রহ্লাদ জমিতে খেলছিল ৷ সেই সময় কুয়োর মুখ থেকে লোহার সেই ঢাকাটি খুলে ফেলে সে এবং কুয়োয় পড়ে যায় ৷

rescue-continues-to-save-five-year-old-prahlada-who-fell-in-a-borewell-in-niwari
মধ্য়প্রদেশে চাষের ক্ষেতে খোড়া কুয়োয় পড়ল শিশু, উদ্ধারে সেনা ও SDRF
author img

By

Published : Nov 5, 2020, 3:00 PM IST

নিওয়ারি (মধ্য়প্রদেশ), 5 নভেম্বর : খোলা কুয়োয় পড়ে গেল 4 বছরের এক শিশু ৷ বুধবার ঘটনাটি ঘটেছে মধ্য়প্রদেশের পৃথ্বীপুরের সেতুপুরা গ্রামে ৷ গতকাল থেকে রাজ্য়ের বিপর্যয় মোকাবিলা দল ও সেনা যৌথভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে ৷

নিওয়ারির ASP প্রতিভা ত্রিপাঠী জানান, শিশুটিকে দ্রুত উদ্ধার করা সম্ভব হবে ৷ পুলিশের তরফে পাওয়া তথ্য় অনুযায়ী, একটি কুয়ো লোহার পাত দিয়ে আলগাভাবে ঢেকে রাখা হয়েছিল। গতকাল চার বছরের ওই শিশু প্রহ্লাদ জমিতে খেলছিল ৷ সেই সময় কুয়োর মুখ থেকে লোহার সেই ঢাকাটি খুলে ফেলে সে এবং কুয়োয় পড়ে যায় ৷

এই ঘটনায় মধ্য়প্রদেশের মুখ্য়মন্ত্রী পরিবারের পাশে থেকে তাদের আশ্বস্ত করেছেন ৷ শিশুটিকে নিরাপদে বের করে আনা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি ৷ টুইটারে লেখেন, প্রশাসনের সঙ্গে সেনাও যৌথভাবে নিরীহ প্রহ্লাদকে উদ্ধারের কাজ করছে ৷ তিনি আশাবাদী, দ্রুত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে ৷ ঈশ্বর তাকে দীর্ঘায়ু দিক ৷ তার জন্য় প্রার্থনা করি ৷

  • ओरछा के सेतपुरा गांव में बोरवेल में गिरे मासूम प्रह्लाद को बचाने के लिए स्थानीय प्रशासन के साथ सेना बचाव कार्य में जुटी है।

    मुझे विश्वास है कि शीघ्र प्रह्लाद को सकुशल बाहर निकाल लिया जायेगा। ईश्वर बच्चे को दीर्घायु प्रदान करें, आप और हम सब मिलकर प्रार्थना करें।

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) November 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিওয়ারি (মধ্য়প্রদেশ), 5 নভেম্বর : খোলা কুয়োয় পড়ে গেল 4 বছরের এক শিশু ৷ বুধবার ঘটনাটি ঘটেছে মধ্য়প্রদেশের পৃথ্বীপুরের সেতুপুরা গ্রামে ৷ গতকাল থেকে রাজ্য়ের বিপর্যয় মোকাবিলা দল ও সেনা যৌথভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে ৷

নিওয়ারির ASP প্রতিভা ত্রিপাঠী জানান, শিশুটিকে দ্রুত উদ্ধার করা সম্ভব হবে ৷ পুলিশের তরফে পাওয়া তথ্য় অনুযায়ী, একটি কুয়ো লোহার পাত দিয়ে আলগাভাবে ঢেকে রাখা হয়েছিল। গতকাল চার বছরের ওই শিশু প্রহ্লাদ জমিতে খেলছিল ৷ সেই সময় কুয়োর মুখ থেকে লোহার সেই ঢাকাটি খুলে ফেলে সে এবং কুয়োয় পড়ে যায় ৷

এই ঘটনায় মধ্য়প্রদেশের মুখ্য়মন্ত্রী পরিবারের পাশে থেকে তাদের আশ্বস্ত করেছেন ৷ শিশুটিকে নিরাপদে বের করে আনা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি ৷ টুইটারে লেখেন, প্রশাসনের সঙ্গে সেনাও যৌথভাবে নিরীহ প্রহ্লাদকে উদ্ধারের কাজ করছে ৷ তিনি আশাবাদী, দ্রুত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে ৷ ঈশ্বর তাকে দীর্ঘায়ু দিক ৷ তার জন্য় প্রার্থনা করি ৷

  • ओरछा के सेतपुरा गांव में बोरवेल में गिरे मासूम प्रह्लाद को बचाने के लिए स्थानीय प्रशासन के साथ सेना बचाव कार्य में जुटी है।

    मुझे विश्वास है कि शीघ्र प्रह्लाद को सकुशल बाहर निकाल लिया जायेगा। ईश्वर बच्चे को दीर्घायु प्रदान करें, आप और हम सब मिलकर प्रार्थना करें।

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) November 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.