দিল্লি, 28 জুলাই : দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে সুস্থতার হারও ৷ বর্তমানে দেশে সুস্থতার হার 64.23 শতাংশ ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন সাড়ে 9 লাখেরও অধিক সংক্রমিত ৷
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 14 লাখ 83 হাজার 157 জন ৷ যার মধ্যে সুস্থ হয়েছেন 9 লাখ 52 হাজার 743 জন ৷ আর সক্রিয় সংক্রমিতের সংখ্যা 4 লাখ 96 হাজার 988 ৷
অন্যদিকে রবিবার কোরোনায় আক্রান্ত হয়েছিল প্রায় 50 হাজার ৷ যা একদিনের আক্রান্তের নিরিখে সর্বোচ্চ ৷ কিন্তু গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্তের সংখ্যা কমেছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 47 হাজার 704 ৷ নতুন করে মৃত্যু হয়েছে 654 জনের ৷
শুধু সুস্থতার হার নয় ৷ বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যাও ৷ ICMR-এর তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে 5 লাখ 28 হাজার 82 নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এই নিয়ে টানা দু'দিন দেশে 5 লাখের অধিক নমুনা পরীক্ষা করা হল ৷ এর আগে 26 জুলাই দেশে 5 লাখ 15 হাজার নমুনা পরীক্ষা করা হয়েছিল ৷ এখনও পর্যন্ত দেশে মোট 1 কোটি 73 লাখ 34 হাজার 885 নমুনা পরীক্ষা করা হয়েছে ৷
দেশে সক্রিয় সংক্রমণের নিরিখে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ মোট সক্রিয় সংক্রমণের সংখ্যা 1 লাখ 47 হাজার 896 ৷ মোট মৃত্যু হয়েছে 13 হাজার 883 জনের ৷ নতুন করে মৃত্যু হয়েছে 227 জনের ৷ সক্রিয় সংক্রমণে তামিলনাড়ুকে পিছনে ফেলেছে কর্নাটক ৷ সেখানে সক্রিয় সংক্রমণের সংখ্যা 61 হাজার 827 ৷ মোট মৃত্যু হয়েছে 1 হাজার 953 জনের ৷
সক্রিয় সংক্রমণে তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু ৷ 54 হাজার 896 ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 3 হাজর 571 জনের ৷ সক্রিয় সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে দিল্লিতে ৷ বর্তমানে রাজধানীতে কোরোনায় আক্রান্ত 10 হাজার 994 জন ৷ তবে, সক্রিয় সংক্রমণে দিল্লিকে পিছনে ফেলেছে গুজরাত ৷ সক্রিয়ভাবে সংক্রমিত 13 হাজার 146 ৷ ফলে সক্রিয় সংক্রমণের নিরীখে চতুর্থ স্থানে রয়েছে গুজরাত ৷ আর পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ৷ যদিও মৃত্যুর নিরিখে এখনও মহারাষ্ট্রের পরেই রয়েছে দিল্লি ৷ মোট মৃত্যু হয়েছে 3 হাজার 853 জনের ৷