দিল্লি, 17 সেপ্টেম্বর : একদিন আগেই দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 50 লাখ ছাড়িয়েছে । 24 ঘণ্টার মধ্যে ফের রেকর্ড সংক্রমণ । গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 97 হাজার 894 জন । যার ফলে মোট আক্রান্তের সংখ্যা 51 লাখ ছাড়িয়ে গেল ।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 51 লাখ 18 হাজার 253 । সংক্রমণের নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত । পাশাপাশি এই প্রথম দেশের সক্রিয় আক্রান্তের সংখ্যা 10 লাখের গণ্ডি পার করল । সংখ্যাটা 10 লাখ 9 হাজার 976 জন ।
গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 হাজার 132 জনের । এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 83 হাজার 198 জনের ।
দেশে সংক্রমণের নিরিখে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র । সেখানে আক্রান্তের সংখ্যা 11 লাখ ছাড়িয়ে গেছে । মহারাষ্ট্রে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 11 লাখ 21 হাজার 221 । সংক্রমণের নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু । এই দুই রাজ্যে কোরোনায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে 5 লাখ 92 হাজার 760 জন এবং 5 লাখ 19 হাজার 860 জন ৷