ETV Bharat / bharat

কনে ছাড়া বিয়েতে মাতল গুজরাতের বারত পরিবার, কেন... - groom

বিয়ের অনুষ্ঠান । আনন্দ, হুল্লোড সবই হল । কিন্তু, অন্য বিয়ের সঙ্গে এই বিয়ের পার্থক্য এক জায়গায় । বিয়ে হল পাত্রী ছাড়া ।

ছেলেকে বরণ করছে মা
author img

By

Published : May 16, 2019, 1:06 AM IST

Updated : May 16, 2019, 7:01 AM IST

আহমেদাবাদ, 16 মে : যেকোনও বিয়ের অনুষ্ঠানে সে যেতে ভালোবাসে । আর নাচেও ভালো । তাই গ্রামের কোনও বিয়ের অনুষ্ঠান হলেই তার ডাক পড়ে । হইচই-আনন্দে সকলকে মাতিয়ে রাখতে তার জুড়ি নেই । কিন্তু, মনে একটা ব্যথা ছিল । ইচ্ছা হত, নিজের বিয়ের অনুষ্ঠানেও যদি আনন্দ করতে পারতাম । তবে সেটা সম্ভব ছিল না । কারণ, তার মতো বিশেষ ভাবে সক্ষমের জন্য কনে পাওয়া যে দুষ্কর । তবে, ইচ্ছাপূরণে ত্রুটি রাখেননি পরিবারের সদস্যরা । কনে ছাড়াই বিয়ে হল বছর সাতাশের জয় বারতের । উৎসবে মাতল গোটা গ্রাম ।

গুজরাতের হিম্মতনগরের চামপলানার গ্রাম । সরকারি বাসের কনডাক্টর বিষ্ণু বারতের চার সন্তান । বড় ছেলে অজয় ছোটো থেকেই বিশেষ ভাবে সক্ষম । তাকে বিশেষভাবে সক্ষমদের স্কুলে ভরতি করা হয় । কিন্তু, পরিবারের অবস্থা স্বচ্ছল না হওয়ায় ছাড়িয়ে দেওয়া হয় স্কুল থেকে । যদিও অজয় ছোটো থেকেই খুব বুদ্ধিমান । বড় হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু গুণ আয়ত্ব করে ফেলে সে । ভালো নাচতে পারে । হইচই, আনন্দ, মজা করে সবাইকে মাতিয়ে রাখতে পারে । গ্রামের বিয়ের অনুষ্ঠান হলেই ডাক পড়ে অজয়ের ।

দেখুন ভিডিয়ো

তবে মনে একটি দুঃখ ছিল, সকলের বিয়েতে আনন্দ করি, নিজের বিয়েতেও যদি তা করা যেত । কিন্তু, বাধ সেধেছিল কনে খোঁজা । তার মতো বিশেষ ভাবে সক্ষমের জন্য কনে পাওয়া যে দুষ্কর । তবে অনেক ভেবে সমাধান খুঁজে বের করেন পরিবারের লোকেরা । শুরু হয় বিয়ের অনুষ্ঠানের তোড়জোড় ।

বন্ধুবান্ধব, অতিথিদের শুরু হয় নিমন্ত্রণপত্র বিলি । আয়োজন করা হয় সংগীতের । চলতি মাসের 10 তারিখ ধুমধাম করে হয় বিয়ে । তবে কনে ছাড়াই । অজয়ের এক কাকা বলেন, "অজয় সবকিছুর জন্যই আমাদের উপর নির্ভরশীল । তাই কনে পাওয়াও মুশকিল । তবে ভবিষ্যতে যদি সত্যি ওর বিয়ে হয় আমাদের মতো খুশি কেউ হবে না ।"

অজয়ের দাদা হাসমুখ বারত বলেন, "আমরা ওকে চিরকাল খুশি দেখতে চাই । নিজের বিয়েতে অজয়ের এই আনন্দ আমাদের সারা জীবন মনে থাকবে ।"

আহমেদাবাদ, 16 মে : যেকোনও বিয়ের অনুষ্ঠানে সে যেতে ভালোবাসে । আর নাচেও ভালো । তাই গ্রামের কোনও বিয়ের অনুষ্ঠান হলেই তার ডাক পড়ে । হইচই-আনন্দে সকলকে মাতিয়ে রাখতে তার জুড়ি নেই । কিন্তু, মনে একটা ব্যথা ছিল । ইচ্ছা হত, নিজের বিয়ের অনুষ্ঠানেও যদি আনন্দ করতে পারতাম । তবে সেটা সম্ভব ছিল না । কারণ, তার মতো বিশেষ ভাবে সক্ষমের জন্য কনে পাওয়া যে দুষ্কর । তবে, ইচ্ছাপূরণে ত্রুটি রাখেননি পরিবারের সদস্যরা । কনে ছাড়াই বিয়ে হল বছর সাতাশের জয় বারতের । উৎসবে মাতল গোটা গ্রাম ।

গুজরাতের হিম্মতনগরের চামপলানার গ্রাম । সরকারি বাসের কনডাক্টর বিষ্ণু বারতের চার সন্তান । বড় ছেলে অজয় ছোটো থেকেই বিশেষ ভাবে সক্ষম । তাকে বিশেষভাবে সক্ষমদের স্কুলে ভরতি করা হয় । কিন্তু, পরিবারের অবস্থা স্বচ্ছল না হওয়ায় ছাড়িয়ে দেওয়া হয় স্কুল থেকে । যদিও অজয় ছোটো থেকেই খুব বুদ্ধিমান । বড় হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু গুণ আয়ত্ব করে ফেলে সে । ভালো নাচতে পারে । হইচই, আনন্দ, মজা করে সবাইকে মাতিয়ে রাখতে পারে । গ্রামের বিয়ের অনুষ্ঠান হলেই ডাক পড়ে অজয়ের ।

দেখুন ভিডিয়ো

তবে মনে একটি দুঃখ ছিল, সকলের বিয়েতে আনন্দ করি, নিজের বিয়েতেও যদি তা করা যেত । কিন্তু, বাধ সেধেছিল কনে খোঁজা । তার মতো বিশেষ ভাবে সক্ষমের জন্য কনে পাওয়া যে দুষ্কর । তবে অনেক ভেবে সমাধান খুঁজে বের করেন পরিবারের লোকেরা । শুরু হয় বিয়ের অনুষ্ঠানের তোড়জোড় ।

বন্ধুবান্ধব, অতিথিদের শুরু হয় নিমন্ত্রণপত্র বিলি । আয়োজন করা হয় সংগীতের । চলতি মাসের 10 তারিখ ধুমধাম করে হয় বিয়ে । তবে কনে ছাড়াই । অজয়ের এক কাকা বলেন, "অজয় সবকিছুর জন্যই আমাদের উপর নির্ভরশীল । তাই কনে পাওয়াও মুশকিল । তবে ভবিষ্যতে যদি সত্যি ওর বিয়ে হয় আমাদের মতো খুশি কেউ হবে না ।"

অজয়ের দাদা হাসমুখ বারত বলেন, "আমরা ওকে চিরকাল খুশি দেখতে চাই । নিজের বিয়েতে অজয়ের এই আনন্দ আমাদের সারা জীবন মনে থাকবে ।"


Kolkata, May 15 (ANI): West Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday trained guns on Prime Minister Narendra Modi and asked how he can take care of the country when he cannot even take care of his wife. Accusing the BJP of inciting violence during chief Amit Shah's roadshow in Kolkata, Banerjee said the party had brought goons from Uttar Pradesh, Rajasthan and other places to create violence.
Last Updated : May 16, 2019, 7:01 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.