ETV Bharat / bharat

শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর; ঘোষণা আর্থিক সাহায্যর

দিল্লিতে কারখানায় আগুনের ঘটনায় দ্রুত পদক্ষেপ করেছে সরকার ৷ পরিস্থিতির দিকে নজর রাখছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ প্রতিটা মুহূর্তের খবর রাখছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ ঘটনাস্থানে পাঠিয়েছেন তাঁর মন্ত্রিসভার বেশ কয়েকজনকেও ৷

শোকপ্রকাশ
শোকপ্রকাশ
author img

By

Published : Dec 8, 2019, 10:39 AM IST

Updated : Dec 8, 2019, 1:24 PM IST

দিল্লি, 8 ডিসেম্বর : রবিবাসরীয় সকালে আতঙ্কে ঘুম ভাঙল আনাজ মান্ডির বাসিন্দাদের ৷ আগুনের ভয়াল গ্রাস কেড়ে নিল কম করে 35টা প্রাণ ৷ ঘটনার পরই দ্রুত পদক্ষেপ করেছে সরকার ৷ পরিস্থিতির দিকে নজর রাখছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ প্রতিটা মুহূর্তের খবর রাখছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ ঘটনাস্থানে পৌঁছেছেন তিনি নিজেও ৷ ঘটনায় মৃত ও জখমদের জন্য আর্থিক সাহায্যর কথাও ঘোষণা করেন তিনি ৷ ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে ৷

  • The fire in Delhi’s Anaj Mandi on Rani Jhansi Road is extremely horrific. My thoughts are with those who lost their loved ones. Wishing the injured a quick recovery. Authorities are providing all possible assistance at the site of the tragedy.

    — Narendra Modi (@narendramodi) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ দুর্ঘটনার খবর পাওয়ার পরই টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লিখেছেন, 'এটা একটা ভয়ঙ্কর ঘটনা ৷' মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামণা করেছেন ৷ সবরকম সরকারি সাহায্যের আশ্বাসও দিয়েছেন ৷

  • Wishing a very happy birthday to Shri Parkash Singh Badal ji, the patron of @Akali_Dal_ and one of the most senior & respected leader in our country. Badal Sahab’s struggle and devotion towards the welfare of people is an inspiration for all. I pray for his long and healthy life.

    — Amit Shah (@AmitShah) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ৷ যাতে আহতরা দ্রুত সেরে ওঠেন তার জন্য প্রার্থনাও করেছেন ৷ ঘটনার খবর পেয়েই শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ পুরো বিষয়টার উপর তিনি নজর রাখছেন বলেও জানিয়েছেন ৷ আহতদের আরোগ্য কামনা করার পাশাপাশি যে কোনও সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷

  • V v tragic news. Rescue operations going on. Firemen doing their best. Injured are being taken to hospitals. https://t.co/nWwoNB4u3Q

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ পাশাপাশি দিল্লি সরকারের তরফে মৃতদের পরিবারকে 10 লাখ টাকা করে এবং জখমদের চিকিৎসা খরচের পাশাপাশি 1 লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন ৷ দিল্লি BJP-র তরফে মৃতদের পরিবারকে 5 লাখ টাকা করে এবং জখমদের 25 হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলের তরফেও আর্থিক সাহায্য করা হবে ৷ মৃতদের পরিবারকে 2 লাখ ও জখমদের 50 হাজার টাকা করে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • PM @narendramodi announced an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to the tragic fire in Delhi.

    PM has also approved Rs. 50,000 each for those seriously injured in the fire.

    — PMO India (@PMOIndia) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 8 ডিসেম্বর : রবিবাসরীয় সকালে আতঙ্কে ঘুম ভাঙল আনাজ মান্ডির বাসিন্দাদের ৷ আগুনের ভয়াল গ্রাস কেড়ে নিল কম করে 35টা প্রাণ ৷ ঘটনার পরই দ্রুত পদক্ষেপ করেছে সরকার ৷ পরিস্থিতির দিকে নজর রাখছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ প্রতিটা মুহূর্তের খবর রাখছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ ঘটনাস্থানে পৌঁছেছেন তিনি নিজেও ৷ ঘটনায় মৃত ও জখমদের জন্য আর্থিক সাহায্যর কথাও ঘোষণা করেন তিনি ৷ ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে ৷

  • The fire in Delhi’s Anaj Mandi on Rani Jhansi Road is extremely horrific. My thoughts are with those who lost their loved ones. Wishing the injured a quick recovery. Authorities are providing all possible assistance at the site of the tragedy.

    — Narendra Modi (@narendramodi) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ দুর্ঘটনার খবর পাওয়ার পরই টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লিখেছেন, 'এটা একটা ভয়ঙ্কর ঘটনা ৷' মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামণা করেছেন ৷ সবরকম সরকারি সাহায্যের আশ্বাসও দিয়েছেন ৷

  • Wishing a very happy birthday to Shri Parkash Singh Badal ji, the patron of @Akali_Dal_ and one of the most senior & respected leader in our country. Badal Sahab’s struggle and devotion towards the welfare of people is an inspiration for all. I pray for his long and healthy life.

    — Amit Shah (@AmitShah) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ৷ যাতে আহতরা দ্রুত সেরে ওঠেন তার জন্য প্রার্থনাও করেছেন ৷ ঘটনার খবর পেয়েই শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ পুরো বিষয়টার উপর তিনি নজর রাখছেন বলেও জানিয়েছেন ৷ আহতদের আরোগ্য কামনা করার পাশাপাশি যে কোনও সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷

  • V v tragic news. Rescue operations going on. Firemen doing their best. Injured are being taken to hospitals. https://t.co/nWwoNB4u3Q

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ পাশাপাশি দিল্লি সরকারের তরফে মৃতদের পরিবারকে 10 লাখ টাকা করে এবং জখমদের চিকিৎসা খরচের পাশাপাশি 1 লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন ৷ দিল্লি BJP-র তরফে মৃতদের পরিবারকে 5 লাখ টাকা করে এবং জখমদের 25 হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলের তরফেও আর্থিক সাহায্য করা হবে ৷ মৃতদের পরিবারকে 2 লাখ ও জখমদের 50 হাজার টাকা করে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • PM @narendramodi announced an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to the tragic fire in Delhi.

    PM has also approved Rs. 50,000 each for those seriously injured in the fire.

    — PMO India (@PMOIndia) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Kolkata (WB), Dec 07 (ANI): Meghalaya Governor Tathagata Roy reacted on Hyderabad encounter in which veterinary doctor's rape and murder accused were shot dead by police, when they tried to escape. He said that kangaroo courts and encounters cannot be the standard operating procedure in dispensing criminal justice. "People should be arrested then they should be taken before the court, chargesheeted, ultimately court will handout them punishment to them which is to be carried out," said Roy.


Last Updated : Dec 8, 2019, 1:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.