দিল্লি, 8 ডিসেম্বর : রবিবাসরীয় সকালে আতঙ্কে ঘুম ভাঙল আনাজ মান্ডির বাসিন্দাদের ৷ আগুনের ভয়াল গ্রাস কেড়ে নিল কম করে 35টা প্রাণ ৷ ঘটনার পরই দ্রুত পদক্ষেপ করেছে সরকার ৷ পরিস্থিতির দিকে নজর রাখছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ প্রতিটা মুহূর্তের খবর রাখছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ ঘটনাস্থানে পৌঁছেছেন তিনি নিজেও ৷ ঘটনায় মৃত ও জখমদের জন্য আর্থিক সাহায্যর কথাও ঘোষণা করেন তিনি ৷ ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে ৷
-
The fire in Delhi’s Anaj Mandi on Rani Jhansi Road is extremely horrific. My thoughts are with those who lost their loved ones. Wishing the injured a quick recovery. Authorities are providing all possible assistance at the site of the tragedy.
— Narendra Modi (@narendramodi) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The fire in Delhi’s Anaj Mandi on Rani Jhansi Road is extremely horrific. My thoughts are with those who lost their loved ones. Wishing the injured a quick recovery. Authorities are providing all possible assistance at the site of the tragedy.
— Narendra Modi (@narendramodi) December 8, 2019The fire in Delhi’s Anaj Mandi on Rani Jhansi Road is extremely horrific. My thoughts are with those who lost their loved ones. Wishing the injured a quick recovery. Authorities are providing all possible assistance at the site of the tragedy.
— Narendra Modi (@narendramodi) December 8, 2019
আজ দুর্ঘটনার খবর পাওয়ার পরই টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লিখেছেন, 'এটা একটা ভয়ঙ্কর ঘটনা ৷' মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামণা করেছেন ৷ সবরকম সরকারি সাহায্যের আশ্বাসও দিয়েছেন ৷
-
Wishing a very happy birthday to Shri Parkash Singh Badal ji, the patron of @Akali_Dal_ and one of the most senior & respected leader in our country. Badal Sahab’s struggle and devotion towards the welfare of people is an inspiration for all. I pray for his long and healthy life.
— Amit Shah (@AmitShah) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Wishing a very happy birthday to Shri Parkash Singh Badal ji, the patron of @Akali_Dal_ and one of the most senior & respected leader in our country. Badal Sahab’s struggle and devotion towards the welfare of people is an inspiration for all. I pray for his long and healthy life.
— Amit Shah (@AmitShah) December 8, 2019Wishing a very happy birthday to Shri Parkash Singh Badal ji, the patron of @Akali_Dal_ and one of the most senior & respected leader in our country. Badal Sahab’s struggle and devotion towards the welfare of people is an inspiration for all. I pray for his long and healthy life.
— Amit Shah (@AmitShah) December 8, 2019
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ৷ যাতে আহতরা দ্রুত সেরে ওঠেন তার জন্য প্রার্থনাও করেছেন ৷ ঘটনার খবর পেয়েই শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ পুরো বিষয়টার উপর তিনি নজর রাখছেন বলেও জানিয়েছেন ৷ আহতদের আরোগ্য কামনা করার পাশাপাশি যে কোনও সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷
-
V v tragic news. Rescue operations going on. Firemen doing their best. Injured are being taken to hospitals. https://t.co/nWwoNB4u3Q
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">V v tragic news. Rescue operations going on. Firemen doing their best. Injured are being taken to hospitals. https://t.co/nWwoNB4u3Q
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 8, 2019V v tragic news. Rescue operations going on. Firemen doing their best. Injured are being taken to hospitals. https://t.co/nWwoNB4u3Q
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 8, 2019
ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ পাশাপাশি দিল্লি সরকারের তরফে মৃতদের পরিবারকে 10 লাখ টাকা করে এবং জখমদের চিকিৎসা খরচের পাশাপাশি 1 লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন ৷ দিল্লি BJP-র তরফে মৃতদের পরিবারকে 5 লাখ টাকা করে এবং জখমদের 25 হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলের তরফেও আর্থিক সাহায্য করা হবে ৷ মৃতদের পরিবারকে 2 লাখ ও জখমদের 50 হাজার টাকা করে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
-
PM @narendramodi announced an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to the tragic fire in Delhi.
— PMO India (@PMOIndia) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
PM has also approved Rs. 50,000 each for those seriously injured in the fire.
">PM @narendramodi announced an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to the tragic fire in Delhi.
— PMO India (@PMOIndia) December 8, 2019
PM has also approved Rs. 50,000 each for those seriously injured in the fire.PM @narendramodi announced an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to the tragic fire in Delhi.
— PMO India (@PMOIndia) December 8, 2019
PM has also approved Rs. 50,000 each for those seriously injured in the fire.