দিল্লি, 27 এপ্রিল : শীঘ্রই বাজারে আসছে 20 টাকার নোট। আজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই ঘোষণা করে । মহাত্মা গান্ধি সিরিজ়ের নতুন এই নোটে RBI-র গভর্নর শক্তিকান্ত দাসের সই থাকবে।
RBI জানিয়েছে, 20 টাকার নোটটি সবুজ-হলুদ রঙের হবে। নোটের উলটো দিকে থাকবে ইলোরার গুহাচিত্র, যা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে । তবে আগের সিরিজ়ের সমস্ত 20 টাকার নোটও বৈধ হিসেবে গণ্য হবে।
নোটটির উভয় দিকে যথাযথ কালার স্কিমের সঙ্গে নানা জ্যামিতিক নকশা থাকবে । মাপ হবে 63 mm x 129 mm। নোটের সামনে দিকে একাধিক সংখ্যা থাকবে । সংখ্যাগুলির মধ্যেই লুকিয়ে থাকবে একটি ছবি । এর একটি দেবনাগরী সংস্করণও রয়েছে । মাঝখানে থাকবে মহাত্মা গান্ধির ছবি । ছোটো ছোটো অক্ষরে লেখা থাকবে RBI, Bharat,India এবং 20 । গান্ধির ছবির বাঁদিকে থাকবে গভর্নরের সই ও RBI-র প্রতীক । ডানদিকে থাকবে 20-র ওয়াটারমার্ক সহ অশোকস্তম্ভ ।