ETV Bharat / bharat

শীঘ্রই আসছে নতুন 20 টাকার নোট - government

বাজারে আসছে 20 টাকার নোট। আজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই ঘোষণা করে ।

20 টাকার নোট
author img

By

Published : Apr 27, 2019, 12:11 PM IST

দিল্লি, 27 এপ্রিল : শীঘ্রই বাজারে আসছে 20 টাকার নোট। আজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই ঘোষণা করে । মহাত্মা গান্ধি সিরিজ়ের নতুন এই নোটে RBI-র গভর্নর শক্তিকান্ত দাসের সই থাকবে।

RBI জানিয়েছে, 20 টাকার নোটটি সবুজ-হলুদ রঙের হবে। নোটের উলটো দিকে থাকবে ইলোরার গুহাচিত্র, যা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে । তবে আগের সিরিজ়ের সমস্ত 20 টাকার নোটও বৈধ হিসেবে গণ্য হবে।

নোটটির উভয় দিকে যথাযথ কালার স্কিমের সঙ্গে নানা জ্যামিতিক নকশা থাকবে । মাপ হবে 63 mm x 129 mm। নোটের সামনে দিকে একাধিক সংখ্যা থাকবে । সংখ্যাগুলির মধ্যেই লুকিয়ে থাকবে একটি ছবি । এর একটি দেবনাগরী সংস্করণও রয়েছে । মাঝখানে থাকবে মহাত্মা গান্ধির ছবি । ছোটো ছোটো অক্ষরে লেখা থাকবে RBI, Bharat,India এবং 20 । গান্ধির ছবির বাঁদিকে থাকবে গভর্নরের সই ও RBI-র প্রতীক । ডানদিকে থাকবে 20-র ওয়াটারমার্ক সহ অশোকস্তম্ভ ।

দিল্লি, 27 এপ্রিল : শীঘ্রই বাজারে আসছে 20 টাকার নোট। আজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই ঘোষণা করে । মহাত্মা গান্ধি সিরিজ়ের নতুন এই নোটে RBI-র গভর্নর শক্তিকান্ত দাসের সই থাকবে।

RBI জানিয়েছে, 20 টাকার নোটটি সবুজ-হলুদ রঙের হবে। নোটের উলটো দিকে থাকবে ইলোরার গুহাচিত্র, যা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে । তবে আগের সিরিজ়ের সমস্ত 20 টাকার নোটও বৈধ হিসেবে গণ্য হবে।

নোটটির উভয় দিকে যথাযথ কালার স্কিমের সঙ্গে নানা জ্যামিতিক নকশা থাকবে । মাপ হবে 63 mm x 129 mm। নোটের সামনে দিকে একাধিক সংখ্যা থাকবে । সংখ্যাগুলির মধ্যেই লুকিয়ে থাকবে একটি ছবি । এর একটি দেবনাগরী সংস্করণও রয়েছে । মাঝখানে থাকবে মহাত্মা গান্ধির ছবি । ছোটো ছোটো অক্ষরে লেখা থাকবে RBI, Bharat,India এবং 20 । গান্ধির ছবির বাঁদিকে থাকবে গভর্নরের সই ও RBI-র প্রতীক । ডানদিকে থাকবে 20-র ওয়াটারমার্ক সহ অশোকস্তম্ভ ।


Visakhapatnam (AP) Apr 26 (ANI): Andhra Pradesh Director General of Police (DGP) RP Thakur flagged off 'Shakthi' police team in Visakhapatnam. The 'Shakthi' team comprising woman ASIs, head constables, police constables and home guards have been provided with two-wheelers and four-wheelers. The team has been provided 25 vehicles, including two four-wheelers. While speaking to ANI, Andhra Pradesh Director General of Police (DGP) RP Thakur said, "This is mainly for the protection of women. All teams are women team from driver to security, we want to control any offence against women, create feeling among the women that they are safe. If they have any problem it can be informed to them and prompt action will be taken."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.