ETV Bharat / bharat

কেন্দ্রকে ২৮ হাজার কোটি টাকা অন্তবর্তীকালীন সাহায্য RBI-র - Narendra Modi

লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারকে ২৮ হাজার কোটি টাকা সাহায্য RBI-র

রিজ়ার্ভ ব্যাঙ্ক
author img

By

Published : Feb 18, 2019, 7:59 PM IST

দিল্লি, ১৮ ফেব্রুয়ারি : লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারকে ২৮ হাজার কোটি টাকা দিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। আজ একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়।

রিজ়ার্ভ ব্যাঙ্কের বোর্ড এই অন্তবর্তীকালীন সাহায্যের অনুমোদন করে। এর ফলে পরপর দু'বছর কেন্দ্রীয় সরকারকে অন্তবর্তীকালীন সাহায্য দিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে বিবৃতিতে বলা হয়, "কয়েকটি অডিট রিভিউের ভিত্তি করে ও বর্তমানের অর্থনৈতিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে এই অর্থ দেওয়া হয়েছে।"

রাজনৈতিক মহলের অভিমত, লোকসভা ভোটের আগে বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিতে অর্থ বরাদ্দের জন্য সরকারের আরও নগদ টাকার দরকার ছিল। সেজন্য এই অন্তবর্তীকালীন সাহায্য দেওয়া হল।

দিল্লি, ১৮ ফেব্রুয়ারি : লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারকে ২৮ হাজার কোটি টাকা দিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। আজ একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়।

রিজ়ার্ভ ব্যাঙ্কের বোর্ড এই অন্তবর্তীকালীন সাহায্যের অনুমোদন করে। এর ফলে পরপর দু'বছর কেন্দ্রীয় সরকারকে অন্তবর্তীকালীন সাহায্য দিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে বিবৃতিতে বলা হয়, "কয়েকটি অডিট রিভিউের ভিত্তি করে ও বর্তমানের অর্থনৈতিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে এই অর্থ দেওয়া হয়েছে।"

রাজনৈতিক মহলের অভিমত, লোকসভা ভোটের আগে বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিতে অর্থ বরাদ্দের জন্য সরকারের আরও নগদ টাকার দরকার ছিল। সেজন্য এই অন্তবর্তীকালীন সাহায্য দেওয়া হল।


Jammu, Feb 18 (ANI): The curfew continued in Jammu for the fourth day on Monday. The curfew was imposed in Jammu following Pulwama attack on February 14. Security forces continued patrolling on the roads. The curfew was imposed after scores of people thronged the streets and blocked the Jammu-Pathankot national highway to stage protest over Pulwama attack.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.