ETV Bharat / bharat

3 এপ্রিল পর্যন্ত 50 হাজার টাকার বেশি তুলতে পারবেন না ইয়েস ব্যাঙ্ক গ্রাহকরা - RBI

এখন থেকে 3 এপ্রিল পর্যন্ত সবমিলিয়ে 50 হাজার টাকার বেশি তোলা যাবে না ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৷

Yes Bank
ছবি
author img

By

Published : Mar 6, 2020, 10:01 AM IST

Updated : Mar 6, 2020, 4:23 PM IST

দিল্লি, 6 মার্চ : এখন থেকে 3 এপ্রিল পর্যন্ত সবমিলিয়ে 50 হাজার টাকার বেশি তোলা যাবে না ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৷ গতকালই রিজ়ার্ভ ব্যাঙ্কের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে ৷ তবে আপৎকালীন স্বাস্থ্য পরিষেবা, উচ্চ শিক্ষা, বিবাহের মতো জরুরি পরিস্থিতিতে ছাড় পাবেন গ্রাহকরা ৷ আগামী 3 এপ্রিল পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে বলে জানিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷

RBI অন্য এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েস ব্যাঙ্কের বকেয়া টাকা মন্দার কথা মাথায় রেখে ব্যাঙ্কের বোর্ডকেও 30 দিনের জন্য থামিয়ে দেওয়া হয়েছে ৷ ইয়েস ব্যাঙ্ক বর্তমানে আর্থিক ঘাটতির মধ্যে দিয়ে যাচ্ছে ৷ শোনা যাচ্ছিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় একটি সংস্থা ইয়েস ব্যাঙ্কের মালিকানা কিনে নেবে ৷ কেন্দ্র ইতিমধ্যে সেই পরিকল্পনায় সায় দিয়েছে বলেও জানা য়ায় ৷ এরপরই গতকাল রিজ়ার্ভ ব্যাঙ্ক নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, 3 এপ্রিল পর্যন্ত 50 হাজার টাকার বেশি তোলা যাবে না ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৷

বিবৃতিতে জানানো হয়েছে, "ইয়েস ব্যাঙ্ক লিমিটেডের আর্থিক পরিস্থিতি দীর্ঘদিন ধরে নিম্নমুখী ৷ ব্যাঙ্ক আর্থিক মূলধন জোগাড় করতে অনবরত ব্যর্থ হচ্ছে ৷ লোন ঠিকভাবে পাচ্ছে না ৷" অর্থনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই দীর্ঘদিনের বেহাল আর্থিক দশার জন্য ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের টাকা তোলার উপর নির্দেশিকা জারি করল রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷

দিল্লি, 6 মার্চ : এখন থেকে 3 এপ্রিল পর্যন্ত সবমিলিয়ে 50 হাজার টাকার বেশি তোলা যাবে না ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৷ গতকালই রিজ়ার্ভ ব্যাঙ্কের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে ৷ তবে আপৎকালীন স্বাস্থ্য পরিষেবা, উচ্চ শিক্ষা, বিবাহের মতো জরুরি পরিস্থিতিতে ছাড় পাবেন গ্রাহকরা ৷ আগামী 3 এপ্রিল পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে বলে জানিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷

RBI অন্য এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েস ব্যাঙ্কের বকেয়া টাকা মন্দার কথা মাথায় রেখে ব্যাঙ্কের বোর্ডকেও 30 দিনের জন্য থামিয়ে দেওয়া হয়েছে ৷ ইয়েস ব্যাঙ্ক বর্তমানে আর্থিক ঘাটতির মধ্যে দিয়ে যাচ্ছে ৷ শোনা যাচ্ছিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় একটি সংস্থা ইয়েস ব্যাঙ্কের মালিকানা কিনে নেবে ৷ কেন্দ্র ইতিমধ্যে সেই পরিকল্পনায় সায় দিয়েছে বলেও জানা য়ায় ৷ এরপরই গতকাল রিজ়ার্ভ ব্যাঙ্ক নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, 3 এপ্রিল পর্যন্ত 50 হাজার টাকার বেশি তোলা যাবে না ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৷

বিবৃতিতে জানানো হয়েছে, "ইয়েস ব্যাঙ্ক লিমিটেডের আর্থিক পরিস্থিতি দীর্ঘদিন ধরে নিম্নমুখী ৷ ব্যাঙ্ক আর্থিক মূলধন জোগাড় করতে অনবরত ব্যর্থ হচ্ছে ৷ লোন ঠিকভাবে পাচ্ছে না ৷" অর্থনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই দীর্ঘদিনের বেহাল আর্থিক দশার জন্য ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের টাকা তোলার উপর নির্দেশিকা জারি করল রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷

Last Updated : Mar 6, 2020, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.