ETV Bharat / bharat

সরকারকে 1.76 লাখ কোটি টাকা হস্তান্তরের সিদ্ধান্ত RBI-র

author img

By

Published : Aug 27, 2019, 4:48 PM IST

Updated : Aug 27, 2019, 5:33 PM IST

2018-19 আর্থিক বছরের উদবৃত্ত বাবদ 1,23,414 কোটি টাকা এবং মূলধন খাত থেকে আরও 52,637 কোটি টাকা সরকারকে দিতে চলেছে RBI । গতকাল RBI-এর গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে কেন্দ্রীয় পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

সরকারকে 1.76 লাখ কোটি টাকা হস্তান্তরের সিদ্ধান্ত RBI-র

মুম্বই, 27 অগাস্ট : 2018-19 আর্থিক বছরের উদবৃত্তসহ সংরক্ষিত মূলধন খাতে থাকা অর্থ সরকারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) । বিপুল এই অর্থের পরিমাণ 1.76 লাখ কোটি টাকা । যার মধ্যে 2018-19 আর্থিক বছরের উদবৃত্ত বাবদ 1,23,414 কোটি টাকা এবং মূলধন খাত থেকে আরও 52,637 কোটি টাকা সরকারকে দিতে চলেছে RBI । গতকাল RBI-এর গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে কেন্দ্রীয় পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় । RBI জুন-জুলাই মাসকে নিজেদের আর্থিক বছর হিসাবে ঘোষণা করেছে । বার্ষিক অ্যাকাউন্টের হিসাব চূড়ান্ত হলে অগাস্টে আর্থিক বছরের উদবৃত্ত ঘোষণা করা হয় ।

গত কয়েক বছরে দেশের অর্থনীতির গতি অনেকটা নেমে গেছে । দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ গত সপ্তাহে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক বৈঠকে দেশের অর্থনীতির খতিয়ান তুলে ধরেন । অর্থনীতিকে চাঙ্গা করতে নানা পরিকল্পনার কথা ঘোষণা করেন । যদিও দেশের GDP-র অবস্থা খারাপ, এই কথা মানতে রাজি হননি । তাঁর ব্যাখ্যা ছিল, বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোতেও মন্দা চলছে । সেই প্রেক্ষিতে ভারতের বৃদ্ধির হার ভালো । পাশাপাশি জানিয়েছিলেন, আগামী দিনেও অর্থনৈতিক সংস্কারের পথেই থাকবে সরকার । তবে আর্থিক বৃদ্ধির হার বাড়াতে ও বাজারে নগদের প্রবাহ বাড়াতে RBI-এর দ্বারস্থ হয় সরকার ।

2013-14 আর্থিক বছর থেকে RBI তাদের মোট লাভের 99.99 শতাংশ সরকারের হাতে তুলে দিচ্ছে
2013-14 আর্থিক বছর থেকে RBI তাদের মোট লাভের 99.99 শতাংশ সরকারের হাতে তুলে দিচ্ছে

এই সমস্যা সমাধানের জন্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে রিজ়ার্ভ ব্যাঙ্কের অতিরিক্ত অর্থনৈতিক মূলধন কাঠামো (EECF) পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল । প্রাক্তন RBI গভর্নর বিমল জালানের নেতৃত্বাধীন সেই কমিটির রিপোর্ট সম্প্রতি রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নরের কাছে জমা পড়ে । সেই কমিটির সুপারিশ মতোই অতিরিক্ত লভ্যাংশের পাশাপাশি মূলধনও সরকারকে হস্তান্তর করার সিদ্ধান্ত নিল RBI । রিজ়ার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছিল যে, মোট অঙ্কের অন্তত 5.5 শতাংশ থেকে 6.8 শতাংশ পর্যন্ত রিয়েলাইজ়ড ইক্যুইটি হিসেবে থাকা জরুরি । বিমল জালানের নেতৃত্বাধীন কমিটি সুপারিশ করেছিল,6.5-5.5 শতাংশের মধ্যে রাখতে হবে রিয়েলাইজ়ড ইক্যুইটি । সব দিক খতিয়ে দেখার পরই শেষমেশ কমিটির সমস্ত সুপারিশ মেনে নিয়েছে RBI ।

চলতি বছরের মার্চ মাসে RBI-র উদবৃত্ত খাত থেকে 28 কোটি টাকা ইতিমধ্যেই সরকারকে হস্তান্তরিত করেছে RBI । সাধারণত প্রতি আর্থিক বছর শেষে অতিরিক্ত লভ্যাংশের অর্থ সরকারের হাতে তুলে দেয় RBI । 2013-14 আর্থিক বছর থেকে RBI তাদের মোট লাভের 99.99 শতাংশ সরকারের হাতে তুলে দিচ্ছিল । সেই মতো আরও 90 কোটি টাকা সরকারকে হস্তান্তর করার কথা ছিল RBI-র । তবে জালানের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ মতো লভ্যাংশ বাবদ 95,414 কোটি টাকা সরকারকে দেবে RBI । তিন থেকে পাঁচ দফায় এই অর্থ সরকারকে হস্তান্তর করবে RBI ।

এদিকে, লভ্যাংশ বাবদ 95,414 কোটি টাকা ছাড়াও মূলধন তহবিল থেকে 52,637 কোটি টাকা সরকারকে দিতে চলেছে RBI । উল্লেখ্য, এই মূলধন হস্তান্তর নিয়ে দ্বন্দ্ব চলছিল প্রাক্তন RBI গভর্নর উর্জিত প্যাটেল ও সরকারের মধ্যে । শেষ পর্যন্ত পদত্যাগ করেন উর্জিত প্যাটেল । সেই সময়েও RBI-র অতিরিক্ত সঞ্চয় উন্নয়নের কাজে লাগতে পারে বলে তা হস্তান্তর করতে বলেছিল সরকার । তবে ব্যাঙ্কের যুক্তি ছিল, আপতকালীন তহবিল হিসাবে ওই টাকা রাখা হয়েছে । তা দেওয়া যাবে না । অবশ্য উর্জিতের পদত্যাগের পর নিযুক্ত হওয়া গভর্নর শক্তিকান্ত দাস সরকারকে সেই তহবিল হস্তান্তরের সিদ্ধান্ত নিলেন ।

কেন্দ্রীয় ব্যাঙ্কের 578তম কেন্দ্রীয় পর্ষদের বৈঠকে শক্তিকান্ত দাস ছাড়াও উপস্থিত ছিলেন তিন ডেপুটি গভর্নর, অর্থ সচিব অতনু চক্রবর্তী এবং পর্ষদের অন্য তিন সদস্য- এস গুরুমূর্তি, এন চন্দ্রশেখরন, মণীশ সাভারওয়াল ।

এদিকে এই অর্থ হস্তান্তর নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । সরকারকে এই বিষয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাহুল টুইট করেন, "প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী নিজেদের তৈরি করা আর্থিক সংকটের মোকাবিলা কী ভাবে করবেন বুঝে উঠতে পারছেন না ৷ RBI-থেকে চুরি কাজে আসবে না ৷ এযেন গুলি লেগে জখম ব্যক্তির ডিসপেনসরি থেকে ব্যান্ডঅ্যাড চুরি করে ক্ষতস্থানে লাগানোর মতো ৷"

মুম্বই, 27 অগাস্ট : 2018-19 আর্থিক বছরের উদবৃত্তসহ সংরক্ষিত মূলধন খাতে থাকা অর্থ সরকারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) । বিপুল এই অর্থের পরিমাণ 1.76 লাখ কোটি টাকা । যার মধ্যে 2018-19 আর্থিক বছরের উদবৃত্ত বাবদ 1,23,414 কোটি টাকা এবং মূলধন খাত থেকে আরও 52,637 কোটি টাকা সরকারকে দিতে চলেছে RBI । গতকাল RBI-এর গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে কেন্দ্রীয় পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় । RBI জুন-জুলাই মাসকে নিজেদের আর্থিক বছর হিসাবে ঘোষণা করেছে । বার্ষিক অ্যাকাউন্টের হিসাব চূড়ান্ত হলে অগাস্টে আর্থিক বছরের উদবৃত্ত ঘোষণা করা হয় ।

গত কয়েক বছরে দেশের অর্থনীতির গতি অনেকটা নেমে গেছে । দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ গত সপ্তাহে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক বৈঠকে দেশের অর্থনীতির খতিয়ান তুলে ধরেন । অর্থনীতিকে চাঙ্গা করতে নানা পরিকল্পনার কথা ঘোষণা করেন । যদিও দেশের GDP-র অবস্থা খারাপ, এই কথা মানতে রাজি হননি । তাঁর ব্যাখ্যা ছিল, বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোতেও মন্দা চলছে । সেই প্রেক্ষিতে ভারতের বৃদ্ধির হার ভালো । পাশাপাশি জানিয়েছিলেন, আগামী দিনেও অর্থনৈতিক সংস্কারের পথেই থাকবে সরকার । তবে আর্থিক বৃদ্ধির হার বাড়াতে ও বাজারে নগদের প্রবাহ বাড়াতে RBI-এর দ্বারস্থ হয় সরকার ।

2013-14 আর্থিক বছর থেকে RBI তাদের মোট লাভের 99.99 শতাংশ সরকারের হাতে তুলে দিচ্ছে
2013-14 আর্থিক বছর থেকে RBI তাদের মোট লাভের 99.99 শতাংশ সরকারের হাতে তুলে দিচ্ছে

এই সমস্যা সমাধানের জন্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে রিজ়ার্ভ ব্যাঙ্কের অতিরিক্ত অর্থনৈতিক মূলধন কাঠামো (EECF) পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল । প্রাক্তন RBI গভর্নর বিমল জালানের নেতৃত্বাধীন সেই কমিটির রিপোর্ট সম্প্রতি রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নরের কাছে জমা পড়ে । সেই কমিটির সুপারিশ মতোই অতিরিক্ত লভ্যাংশের পাশাপাশি মূলধনও সরকারকে হস্তান্তর করার সিদ্ধান্ত নিল RBI । রিজ়ার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছিল যে, মোট অঙ্কের অন্তত 5.5 শতাংশ থেকে 6.8 শতাংশ পর্যন্ত রিয়েলাইজ়ড ইক্যুইটি হিসেবে থাকা জরুরি । বিমল জালানের নেতৃত্বাধীন কমিটি সুপারিশ করেছিল,6.5-5.5 শতাংশের মধ্যে রাখতে হবে রিয়েলাইজ়ড ইক্যুইটি । সব দিক খতিয়ে দেখার পরই শেষমেশ কমিটির সমস্ত সুপারিশ মেনে নিয়েছে RBI ।

চলতি বছরের মার্চ মাসে RBI-র উদবৃত্ত খাত থেকে 28 কোটি টাকা ইতিমধ্যেই সরকারকে হস্তান্তরিত করেছে RBI । সাধারণত প্রতি আর্থিক বছর শেষে অতিরিক্ত লভ্যাংশের অর্থ সরকারের হাতে তুলে দেয় RBI । 2013-14 আর্থিক বছর থেকে RBI তাদের মোট লাভের 99.99 শতাংশ সরকারের হাতে তুলে দিচ্ছিল । সেই মতো আরও 90 কোটি টাকা সরকারকে হস্তান্তর করার কথা ছিল RBI-র । তবে জালানের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ মতো লভ্যাংশ বাবদ 95,414 কোটি টাকা সরকারকে দেবে RBI । তিন থেকে পাঁচ দফায় এই অর্থ সরকারকে হস্তান্তর করবে RBI ।

এদিকে, লভ্যাংশ বাবদ 95,414 কোটি টাকা ছাড়াও মূলধন তহবিল থেকে 52,637 কোটি টাকা সরকারকে দিতে চলেছে RBI । উল্লেখ্য, এই মূলধন হস্তান্তর নিয়ে দ্বন্দ্ব চলছিল প্রাক্তন RBI গভর্নর উর্জিত প্যাটেল ও সরকারের মধ্যে । শেষ পর্যন্ত পদত্যাগ করেন উর্জিত প্যাটেল । সেই সময়েও RBI-র অতিরিক্ত সঞ্চয় উন্নয়নের কাজে লাগতে পারে বলে তা হস্তান্তর করতে বলেছিল সরকার । তবে ব্যাঙ্কের যুক্তি ছিল, আপতকালীন তহবিল হিসাবে ওই টাকা রাখা হয়েছে । তা দেওয়া যাবে না । অবশ্য উর্জিতের পদত্যাগের পর নিযুক্ত হওয়া গভর্নর শক্তিকান্ত দাস সরকারকে সেই তহবিল হস্তান্তরের সিদ্ধান্ত নিলেন ।

কেন্দ্রীয় ব্যাঙ্কের 578তম কেন্দ্রীয় পর্ষদের বৈঠকে শক্তিকান্ত দাস ছাড়াও উপস্থিত ছিলেন তিন ডেপুটি গভর্নর, অর্থ সচিব অতনু চক্রবর্তী এবং পর্ষদের অন্য তিন সদস্য- এস গুরুমূর্তি, এন চন্দ্রশেখরন, মণীশ সাভারওয়াল ।

এদিকে এই অর্থ হস্তান্তর নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । সরকারকে এই বিষয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাহুল টুইট করেন, "প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী নিজেদের তৈরি করা আর্থিক সংকটের মোকাবিলা কী ভাবে করবেন বুঝে উঠতে পারছেন না ৷ RBI-থেকে চুরি কাজে আসবে না ৷ এযেন গুলি লেগে জখম ব্যক্তির ডিসপেনসরি থেকে ব্যান্ডঅ্যাড চুরি করে ক্ষতস্থানে লাগানোর মতো ৷"

Mangaluru (Karnataka), Aug 27 (ANI): Karnataka Chief Minister BS Yediyurappa's cabinet will have three deputy chief ministers in the state. While speaking to ANI, on this issue, Congress Leader Ivan D'Souza said, "In the history of Karnataka, we have never seen 3 deputy chief ministers. This is not BS Yediyurappas's decision but the direction has come from RSS. This government is not pro people, this is the government, which has against the verdict of the people."
Last Updated : Aug 27, 2019, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.