ETV Bharat / bharat

রাম মন্দির ও 370 ধারা প্রত্যাহার নিয়ে বিরোধীদের আক্রমণ রবিশংকর প্রসাদের - তেজস্বী যাদব

রাম মন্দির তৈরি হচ্ছে ৷ তবে এতে কিছু মানুষের সমস্য়া হচ্ছে ৷ তাদের ধারা 370 প্রত্য়াহার নিয়েও সমস্য়া রয়েছে ৷ বলেন রবিশংকর প্রসাদ ।

ravi-shankar-prasad-stresses-bjps-dedication-to-protect-national-interests
বিহার নির্বাচনে NDA-র হাতিয়ার ‘রাম মন্দির’ ও ‘370 ধারা বিলোপ’!
author img

By

Published : Oct 26, 2020, 10:15 PM IST

ঔরঙ্গাবাদ(বিহার), 26 অক্টোবর : বিহার নির্বাচনের আর দু’দিন বাকি ৷ তার আগে শেষ মুহূর্তের প্রচারে BJP নেতা রবিশংকর প্রসাদের কথায় উঠে এল 370 ধারা বিলোপ এবং রাম মন্দির নির্মাণের প্রসঙ্গ ৷ তিনি বলেন, রাম মন্দির তৈরি হচ্ছে ৷ তবে এতে কিছু মানুষের সমস্য়া হচ্ছে ৷ তাদের ধারা 370 প্রত্য়াহার নিয়েও সমস্য়া রয়েছে ৷ তাদের উদ্দেশে তিনি বলেন, দেশের সর্বত্র তেরঙ্গা উড়বে ৷ কোনও আলাদা চিহ্ন বা জমিদারি থাকবে না ৷

লালুপ্রসাদ যাদব ও রাবরি দেবীর প্রসঙ্গ টেনেও আক্রমণ করেন রবিশংকর প্রসাদ ৷ বলেন, বিহারের প্রধান বিরোধী দলের নেতার নির্বাচনী প্রচারে তাঁর বাবা ও মায়ের ছবি নেই ৷ কেন তেজস্বী যাদব তাঁর মা-বাবার ছবি নির্বাচনী প্রচারে ব্য়বহার করেননি । তিনি আরও বলেন, লালু ও রাবরি দেবীর ছবি প্রচারে ব্যবহার করলে সাড়ে সাত বছরের রাজত্বে হওয়া অপহরণ, লুট এবং তোলাবাজির ছবি প্রকাশ্য়ে এসে যাবে ৷ এরপর NDA-র শাসনে বিহারের সমূহ উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি ৷ বলেন, বিহারের নীতীশ কুমারের সরকার সেখানে কাজ করছেন এবং কেন্দ্র তাঁদের পিছন থেকে সহযোগিতা করে চলেছে ৷ তাঁর দাবি, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এও বলেছেন যে বিহারের উন্নতি না হলে দেশের উন্নতি কখনই সম্ভব নয় ৷

28 অক্টোবর এবং 3 ও 7 নভেম্বর তিন দফায় বিহারের নির্বাচন হবে ৷ ফলপ্রকাশ হবে 10 নভেম্বর ৷

ঔরঙ্গাবাদ(বিহার), 26 অক্টোবর : বিহার নির্বাচনের আর দু’দিন বাকি ৷ তার আগে শেষ মুহূর্তের প্রচারে BJP নেতা রবিশংকর প্রসাদের কথায় উঠে এল 370 ধারা বিলোপ এবং রাম মন্দির নির্মাণের প্রসঙ্গ ৷ তিনি বলেন, রাম মন্দির তৈরি হচ্ছে ৷ তবে এতে কিছু মানুষের সমস্য়া হচ্ছে ৷ তাদের ধারা 370 প্রত্য়াহার নিয়েও সমস্য়া রয়েছে ৷ তাদের উদ্দেশে তিনি বলেন, দেশের সর্বত্র তেরঙ্গা উড়বে ৷ কোনও আলাদা চিহ্ন বা জমিদারি থাকবে না ৷

লালুপ্রসাদ যাদব ও রাবরি দেবীর প্রসঙ্গ টেনেও আক্রমণ করেন রবিশংকর প্রসাদ ৷ বলেন, বিহারের প্রধান বিরোধী দলের নেতার নির্বাচনী প্রচারে তাঁর বাবা ও মায়ের ছবি নেই ৷ কেন তেজস্বী যাদব তাঁর মা-বাবার ছবি নির্বাচনী প্রচারে ব্য়বহার করেননি । তিনি আরও বলেন, লালু ও রাবরি দেবীর ছবি প্রচারে ব্যবহার করলে সাড়ে সাত বছরের রাজত্বে হওয়া অপহরণ, লুট এবং তোলাবাজির ছবি প্রকাশ্য়ে এসে যাবে ৷ এরপর NDA-র শাসনে বিহারের সমূহ উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি ৷ বলেন, বিহারের নীতীশ কুমারের সরকার সেখানে কাজ করছেন এবং কেন্দ্র তাঁদের পিছন থেকে সহযোগিতা করে চলেছে ৷ তাঁর দাবি, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এও বলেছেন যে বিহারের উন্নতি না হলে দেশের উন্নতি কখনই সম্ভব নয় ৷

28 অক্টোবর এবং 3 ও 7 নভেম্বর তিন দফায় বিহারের নির্বাচন হবে ৷ ফলপ্রকাশ হবে 10 নভেম্বর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.