ETV Bharat / bharat

রোগীর পেটে ব্যথা, অস্ত্রোপচার করে চমকে গেলেন চিকিৎসকরা - Himachal pradesh

এক ব্যক্তির পাকস্থলী থেকে অস্ত্রোপচার করে 8টি চামচ, 2টি স্ক্রু ড্রাইভার, একটি সবজি কাটার ছুরি ও 2টি ব্রাশ বের করেন চিকিৎসকরা ।

হাসপাতালে চিকিৎসাধীন মান্ডি
author img

By

Published : May 25, 2019, 10:58 AM IST

হিমাচলপ্রদেশ, 25 মে: মানুষের পেটে চামচ, স্ক্রু , ছুরি ও স্ক্রু ড্রাইভার ! অস্ত্রোপচারের পর একের পর এক ধাতব বস্তু এক ব্যক্তির পেট থেকে বের করলেন চিকিৎসকরা । হিমাচলপ্রদেশের লালবাহাদুর শাস্ত্রী মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা ।

জানা গেছে, বছর 35-র ওই ব্যক্তির নাম মাণ্ডি । অস্ত্রোপচার করে তাঁর পাকস্থলী থেকে 8টি চামচ, 2টি স্ক্রু ড্রাইভার, একটি ছুরি ও 2টি ব্রাশ বের করেন চিকিৎসকরা । পেটে ব্যথা নিয়ে হাসপাতালে গতকালই ভরতি হন মাণ্ডি ।

হাসপাতালের চিকিৎসক নিখিল বলেন, গতকালই ওই ব্যক্তি হাসপাতালে ভরতি হন । পরীক্ষা করে তাঁর পাকস্থলীর ভেতর ধাতব বস্তুগুলো দেখতে পাই । এরপরই সার্জেনদের একটি টিম তৈরি করে ওই ব্যক্তির পেটে অস্ত্রোপচার করে ধাতব বস্তুগুলো বের করা হয় । চিকিৎসক জানান, সাধারণত সুস্থ মানুষের পক্ষে এ ধরনের ধাতব বস্তু খাওয়া সহজ নয় । ওই ব্যক্তি মানসিক অসুস্থতার কারণেই একাজ করেছেন বলে মনে করা হচ্ছে ।

হিমাচলপ্রদেশ, 25 মে: মানুষের পেটে চামচ, স্ক্রু , ছুরি ও স্ক্রু ড্রাইভার ! অস্ত্রোপচারের পর একের পর এক ধাতব বস্তু এক ব্যক্তির পেট থেকে বের করলেন চিকিৎসকরা । হিমাচলপ্রদেশের লালবাহাদুর শাস্ত্রী মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা ।

জানা গেছে, বছর 35-র ওই ব্যক্তির নাম মাণ্ডি । অস্ত্রোপচার করে তাঁর পাকস্থলী থেকে 8টি চামচ, 2টি স্ক্রু ড্রাইভার, একটি ছুরি ও 2টি ব্রাশ বের করেন চিকিৎসকরা । পেটে ব্যথা নিয়ে হাসপাতালে গতকালই ভরতি হন মাণ্ডি ।

হাসপাতালের চিকিৎসক নিখিল বলেন, গতকালই ওই ব্যক্তি হাসপাতালে ভরতি হন । পরীক্ষা করে তাঁর পাকস্থলীর ভেতর ধাতব বস্তুগুলো দেখতে পাই । এরপরই সার্জেনদের একটি টিম তৈরি করে ওই ব্যক্তির পেটে অস্ত্রোপচার করে ধাতব বস্তুগুলো বের করা হয় । চিকিৎসক জানান, সাধারণত সুস্থ মানুষের পক্ষে এ ধরনের ধাতব বস্তু খাওয়া সহজ নয় । ওই ব্যক্তি মানসিক অসুস্থতার কারণেই একাজ করেছেন বলে মনে করা হচ্ছে ।

Guwahati (Assam), May 25 (ANI): Boxer Mary Kom and Shivva Thapa won Gold medals in 51kg women's category and 60 kg men's category respectively at the second India Open boxing tournament, which concluded yesterday. The tournament was held Karmabir Nabin Chandra Bordoloi AC Indoor Stadium in Assam.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.