হিমাচলপ্রদেশ, 25 মে: মানুষের পেটে চামচ, স্ক্রু , ছুরি ও স্ক্রু ড্রাইভার ! অস্ত্রোপচারের পর একের পর এক ধাতব বস্তু এক ব্যক্তির পেট থেকে বের করলেন চিকিৎসকরা । হিমাচলপ্রদেশের লালবাহাদুর শাস্ত্রী মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা ।
জানা গেছে, বছর 35-র ওই ব্যক্তির নাম মাণ্ডি । অস্ত্রোপচার করে তাঁর পাকস্থলী থেকে 8টি চামচ, 2টি স্ক্রু ড্রাইভার, একটি ছুরি ও 2টি ব্রাশ বের করেন চিকিৎসকরা । পেটে ব্যথা নিয়ে হাসপাতালে গতকালই ভরতি হন মাণ্ডি ।
হাসপাতালের চিকিৎসক নিখিল বলেন, গতকালই ওই ব্যক্তি হাসপাতালে ভরতি হন । পরীক্ষা করে তাঁর পাকস্থলীর ভেতর ধাতব বস্তুগুলো দেখতে পাই । এরপরই সার্জেনদের একটি টিম তৈরি করে ওই ব্যক্তির পেটে অস্ত্রোপচার করে ধাতব বস্তুগুলো বের করা হয় । চিকিৎসক জানান, সাধারণত সুস্থ মানুষের পক্ষে এ ধরনের ধাতব বস্তু খাওয়া সহজ নয় । ওই ব্যক্তি মানসিক অসুস্থতার কারণেই একাজ করেছেন বলে মনে করা হচ্ছে ।