চিত্রকূট, 14 অক্টোবর : প্রথমে গণধর্ষণ । তারপর পরিবারের সদস্যদের হুমকি । আজ সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয় নাবালিকার । ধর্ষণের পর থেকেই মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিলেন । তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের । মধ্যপ্রদেশের খারোদ কেমহা পূর্ব গ্রামের ঘটনা ।
কয়েকিদন আগে ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে । এরপরই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি । শেষে চূড়ান্ত পদক্ষেপ করেন বলে স্থানীয় সূত্রে খবর । আজ সকালে তাঁর ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । সেই সময়ে তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছিলেন না ।
8 অক্টোবর কয়েকজন যুবক তাঁকে জোর করে তুলে নিয়ে যায় । একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ । শৌচকর্ম সেড়ে বাড়ি ফিরছিলেন নাবালিকা । গুরুতর আহত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করা হয় ।
তিনি আত্মহত্যা করার পর গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে । ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।