ETV Bharat / bharat

মেয়েদের শালীনতার শিক্ষা দিলেই বন্ধ হতে পারে ধর্ষণ, বলছেন BJP বিধায়ক - হাথরসে দলিত যুবতির গণধর্ষণ

"শাসন বা তরোয়াল দিয়ে নয় । শুধু ভালো মূল্যবোধের দ্বারা এই ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব ।" মন্তব্য বালিয়ার BJP বিধায়ক সুরেন্দ্র সিংয়ের ।

controversial comment on rape case
controversial comment on rape case
author img

By

Published : Oct 4, 2020, 9:29 AM IST

Updated : Oct 4, 2020, 9:49 AM IST

বালিয়া (উত্তরপ্রদেশ), 4 অক্টোবর : ভালো মূল্যবোধের দ্বারা ধর্ষণের মতো ঘটনা বন্ধ করা সম্ভব । বললেন উত্তরপ্রদেশের বালিয়ার BJP বিধায়ক সুরেন্দ্র সিং । বলেন, মেয়েদের শালীনতা শেখানোটা অভিভাবকদের ধর্ম ।

হাথরসের গণধর্ষণ ও খুনের ঘটনায় মন্তব্য করতে গিয়ে সুরেন্দ্র সিং বলেন, "শাসন বা তরোয়াল দিয়ে নয় । শুধু ভালো মূল্যবোধের দ্বারা এই ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব । প্রত্যেক যুবতি মেয়েকে একটি সভ্য পরিবেশে বড় করা এবং তাদের শালীনতা শেখানো প্রত্যেক বাবা-মায়ের কর্তব্য ।" তিনি আরও বলেন, "যদি সুরক্ষা দেওয়া সরকারের কর্তব্য হয় তবে মেয়েদের একটি ভালো সংস্কৃতির মধ্যে বড় করা তাদের পরিবারের কর্তব্য । সরকার এবং ভালো মূল্যবোধের সমন্বয় দেশকে আরও সুন্দর করে তুলতে পারে ।"

কী বললেন বিধায়ক ?

কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের হাথরসে এক যুবতির গণধর্ষণ করা হয় । পরে দিল্লির সফদর জং হাসপাতালে তার মৃত্যু হয় । ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । এরপর থেকেই এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে । আর গতকাল এই ঘটনার তদন্তভার CBI-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

বালিয়া (উত্তরপ্রদেশ), 4 অক্টোবর : ভালো মূল্যবোধের দ্বারা ধর্ষণের মতো ঘটনা বন্ধ করা সম্ভব । বললেন উত্তরপ্রদেশের বালিয়ার BJP বিধায়ক সুরেন্দ্র সিং । বলেন, মেয়েদের শালীনতা শেখানোটা অভিভাবকদের ধর্ম ।

হাথরসের গণধর্ষণ ও খুনের ঘটনায় মন্তব্য করতে গিয়ে সুরেন্দ্র সিং বলেন, "শাসন বা তরোয়াল দিয়ে নয় । শুধু ভালো মূল্যবোধের দ্বারা এই ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব । প্রত্যেক যুবতি মেয়েকে একটি সভ্য পরিবেশে বড় করা এবং তাদের শালীনতা শেখানো প্রত্যেক বাবা-মায়ের কর্তব্য ।" তিনি আরও বলেন, "যদি সুরক্ষা দেওয়া সরকারের কর্তব্য হয় তবে মেয়েদের একটি ভালো সংস্কৃতির মধ্যে বড় করা তাদের পরিবারের কর্তব্য । সরকার এবং ভালো মূল্যবোধের সমন্বয় দেশকে আরও সুন্দর করে তুলতে পারে ।"

কী বললেন বিধায়ক ?

কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের হাথরসে এক যুবতির গণধর্ষণ করা হয় । পরে দিল্লির সফদর জং হাসপাতালে তার মৃত্যু হয় । ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । এরপর থেকেই এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে । আর গতকাল এই ঘটনার তদন্তভার CBI-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

Last Updated : Oct 4, 2020, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.