আলাপ্পুজ়া, 17 নভেম্বর : রামোজি গ্রুপের ইনাডু ত্রাণ তহবিল থেকে কেরালার বন্যাপীড়িতদের জন্য 121টি বাড়ি বানানো হয়েছিল ৷ ডিসেম্বরের 8 তারিখে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আলাপ্পুজ়ায় ওই 121টি বাড়ির চাবি বন্যা দুর্গতদের হাতে তুলে দেবেন ৷
এই বিশাল সংখ্যক বাড়ির নির্মাণের দায়িত্বে ছিল কুদুম্বশ্রী ৷ মহিলাদের দ্বারা পরিচালিত এই স্বনির্ভর গোষ্ঠী নির্ধারিত সময়ের আগেই বাড়ি নির্মাণের কাজ শেষ করে দিয়েছিল ৷ কুদুম্বশ্রীর 55টি শাখার 250-এরও বেশি সদস্যের মিলিত মঞ্চ নির্মাশ্রী বন্যা দুর্গতদের জন্য বাড়িগুলি নির্মাণ করেছে ৷ প্রকল্পটি বন্যাদুর্গতদের জন্য এখনও পর্যন্ত সবথেকে কম সময়ে বাড়ি নির্মাণের সাফল্য অর্জন করেছে ৷ কুদুম্বশ্রীর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছে 'আই অ্যাম ফর আলেপ্পি' নামের স্বেচ্ছাসেবী দল ৷ আলাপ্পুজ়া পুনর্গঠনের কাজে সোশাল মিডিয়ার মাধ্যমে উঠে আসা এই স্বেচ্ছাসেবী দলের ভূমিকাও ছিল চোখে পড়ার মতো ৷ মিলিত প্রচেষ্টায় মাত্র 80 দিনের মধ্যে 121টি বাড়ি নির্মাণ করা সম্ভব হয়েছে ৷
আগামী দিনে বন্যার হাত থেকে সুরক্ষা করার মতোই বানানো হয়েছে বাড়িগুলিকে ৷ অতিরিক্ত জেলা কালেক্টর ভিআর কৃষ্ঞা তেজার পরামর্শ অনুযায়ী বাড়িগুলিকে মাটি থেকে 1.5 মিটার উঁচুতে বানানো হয়েছে ৷ এতে ভবিষ্যতে আবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে বাড়িটি প্লাবিত হওয়ার সম্ভাবনা কমবে বলে মনে করা হচ্ছে ৷ উন্নত প্রযুক্তি ও অধিক গুণমান সম্পন্ন কাঁচামাল দিয়ে এই বাড়িগুলি বানানো হয়েছে ৷
বন্যাদুর্গতদের হাতে চাবি তুলে দেওয়ার দিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের একাধিক মন্ত্রী, রাজনীতিবিদ এবং চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্টজন ৷