ETV Bharat / bharat

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পথে নামছে DMK : স্ট্যালিন - Protest Against CAA

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে DMK প্রধান স্ট্য়ালিন জানান 23 ডিসেম্বর দলের তরফে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মিছিল করা হবে ৷

Rally against Citizenship Amendment Act by DMK president MK Stalin in Chennai
স্ট্যালিন
author img

By

Published : Dec 18, 2019, 1:43 PM IST

চেন্নাই, 18 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এবার পথে নামতে চলেছে DMK সুপ্রিমো MK স্ট্যালিন ৷ আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান 23 ডিসেম্বর দলের তরফে প্রতিবাদ মিছিল করা হবে ৷

স্ট্যালিন বলেন, "নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আমাদের একটি দলীয় বৈঠক ছিল ৷ আইনটি প্রত্যাহারের জন্য আমরা একটি বিধি পাশ করেছি ৷ চেন্নাইতে আমরা এর প্রতিবাদে 23 তারিখ মিছিল করব ৷ "

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ প্রদর্শন শুরু হয় অসম ও ত্রিপুরায় ৷ এরপর পশ্চিমবঙ্গে এই আইনের প্রতিবাদে দফায় দফায় রেল অবরোধ, পথ অবরোধ করে বিক্ষোভকারীরা ৷ কয়েকটি জায়গায় স্টেশনে ভাঙচুর চালানো হয় ৷ রাস্তায় টায়ার জ্বালিয়ে, বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা ৷ বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে দিল্লি ও উত্তরপ্রদেশেও ৷ সেখানে পুলিশকে লক্ষ্য করে পাথর-ইট ছোড়ে বিক্ষোভকারীরা ৷ স্কুলবাস সহ অন্যান্য বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ আইনের প্রতিবাদে কলকাতায় পথে নামে শাসকদল তৃণমূল ৷ মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার এই আইনের বিরুদ্ধে পথে নামতে চলেছে DMK ৷

চেন্নাই, 18 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এবার পথে নামতে চলেছে DMK সুপ্রিমো MK স্ট্যালিন ৷ আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান 23 ডিসেম্বর দলের তরফে প্রতিবাদ মিছিল করা হবে ৷

স্ট্যালিন বলেন, "নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আমাদের একটি দলীয় বৈঠক ছিল ৷ আইনটি প্রত্যাহারের জন্য আমরা একটি বিধি পাশ করেছি ৷ চেন্নাইতে আমরা এর প্রতিবাদে 23 তারিখ মিছিল করব ৷ "

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ প্রদর্শন শুরু হয় অসম ও ত্রিপুরায় ৷ এরপর পশ্চিমবঙ্গে এই আইনের প্রতিবাদে দফায় দফায় রেল অবরোধ, পথ অবরোধ করে বিক্ষোভকারীরা ৷ কয়েকটি জায়গায় স্টেশনে ভাঙচুর চালানো হয় ৷ রাস্তায় টায়ার জ্বালিয়ে, বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা ৷ বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে দিল্লি ও উত্তরপ্রদেশেও ৷ সেখানে পুলিশকে লক্ষ্য করে পাথর-ইট ছোড়ে বিক্ষোভকারীরা ৷ স্কুলবাস সহ অন্যান্য বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ আইনের প্রতিবাদে কলকাতায় পথে নামে শাসকদল তৃণমূল ৷ মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার এই আইনের বিরুদ্ধে পথে নামতে চলেছে DMK ৷

Nagpur (Maharashtra), Dec 18 (ANI): Nagpur Mayor Sandip Joshi had a narrow escape after two bike-borne miscreants fired three bullets at him on December 18. While speaking to ANI, Nagpur Mayor, Sandip Joshi said, "I was out with my family. While I was returning two people came in a vehicle and fired bullets on my vehicle, thrice." "I had received threats earlier. Police says this might be in connection with encroachment in the city," he added. Nagpur police has now provided police security cover to Sandip Joshi.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.