ETV Bharat / bharat

বাদল অধিবেশনের প্রথম দিনই ডেপুটি চেয়ারম্যান নির্বাচন রাজ্যসভায়

রাজ্যসভার বাদল অধিবেশনের প্রথম দিনেই হতে চলেছে ডেপুটি চেয়ারম্যান নির্বাচন ৷ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল হিসাবে থাকবে RJD ও NDA । ৷

author img

By

Published : Sep 14, 2020, 1:19 PM IST

rajya sabha to elect deputy chairman
ডেপুটি চেয়ারম্যান নির্বাচন

দিল্লি , 14 সেপ্টেম্বর : বাদল অধিবেশনের প্রথম দিনে ডেপুটি চেয়ারম্যান নির্বাচন রাজ্যসভায় ৷ NDA-র তরফ থেকে প্রার্থী হচ্ছেন হরিবংশ নারায়ণ সিং ৷ অন্যদিকে , RJD-র তরফ থেকে প্রার্থী হচ্ছেন মনোজ ঝা ৷ BJP-র প্রধান জে পি নাড্ডা NDA-র সিং সমর্থনে প্রথম পদক্ষেপ করবেন ৷ অন্যদিকে , বিরোধী দলকে সমর্থন করবেন গুলাম নবি আজাদ ৷ সেক্ষেত্রে প্রয়োজনে ভোটগ্রহণ করা হতে পারে ৷

সংসদের উচ্চ কক্ষটি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও অমর সিং-সহ আরও প্রাক্তন সাংসদদের প্রতি শ্রদ্ধা জানাবে ৷ রাজ্যসভায় সরকার বিল হিসাবে চারটি অর্ডিন্যান্স উপস্থাপিত করবে ৷

স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন যে পরিস্থিতিতে এপিডেমিক জিজ়িজ়েস (সংশোধন) অর্ডিন্যান্স , 2020 দ্বারা তত্ক্ষণাৎ আইন প্রণয়নের প্রয়োজন হয়েছিল তা বর্ণনা করবেন , এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রীর বেতন ও ভাতা সংক্রান্ত অর্ডিন্যান্স দ্বারা ততক্ষণাৎ আইন প্রণয়নের প্রয়োজনীয় পরিস্থিতি সম্পর্কে বিবৃতি দেবেন । তাছাড়া মেডিকেল সংক্রান্ত অর্ডিন্যান্স নিয়েও বলা হবে ৷

আজ থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন ৷ চলবে 1 অক্টোবর পর্যন্ত ৷ প্রথম দিন লোকসভার অধিবেশন সকাল 9 টা থেকে দুপুর 1টা পর্যন্ত ৷ যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ৷ আর রাজ্যসভার অধিবেশন বসবে বিকেল 3টে থেকে সন্ধে 7টা পর্যন্ত ৷ বাকি দিনগুলিতে রাজ্যসভায় কার্যক্রম চলবে সকাল 9 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত ৷ লোকসভা বৈঠকের সময় বিকেল 3 টা থেকে সন্ধে 7 টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ৷ উভয় কক্ষের অধিবেশনের জন্য চার ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে।

দিল্লি , 14 সেপ্টেম্বর : বাদল অধিবেশনের প্রথম দিনে ডেপুটি চেয়ারম্যান নির্বাচন রাজ্যসভায় ৷ NDA-র তরফ থেকে প্রার্থী হচ্ছেন হরিবংশ নারায়ণ সিং ৷ অন্যদিকে , RJD-র তরফ থেকে প্রার্থী হচ্ছেন মনোজ ঝা ৷ BJP-র প্রধান জে পি নাড্ডা NDA-র সিং সমর্থনে প্রথম পদক্ষেপ করবেন ৷ অন্যদিকে , বিরোধী দলকে সমর্থন করবেন গুলাম নবি আজাদ ৷ সেক্ষেত্রে প্রয়োজনে ভোটগ্রহণ করা হতে পারে ৷

সংসদের উচ্চ কক্ষটি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও অমর সিং-সহ আরও প্রাক্তন সাংসদদের প্রতি শ্রদ্ধা জানাবে ৷ রাজ্যসভায় সরকার বিল হিসাবে চারটি অর্ডিন্যান্স উপস্থাপিত করবে ৷

স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন যে পরিস্থিতিতে এপিডেমিক জিজ়িজ়েস (সংশোধন) অর্ডিন্যান্স , 2020 দ্বারা তত্ক্ষণাৎ আইন প্রণয়নের প্রয়োজন হয়েছিল তা বর্ণনা করবেন , এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রীর বেতন ও ভাতা সংক্রান্ত অর্ডিন্যান্স দ্বারা ততক্ষণাৎ আইন প্রণয়নের প্রয়োজনীয় পরিস্থিতি সম্পর্কে বিবৃতি দেবেন । তাছাড়া মেডিকেল সংক্রান্ত অর্ডিন্যান্স নিয়েও বলা হবে ৷

আজ থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন ৷ চলবে 1 অক্টোবর পর্যন্ত ৷ প্রথম দিন লোকসভার অধিবেশন সকাল 9 টা থেকে দুপুর 1টা পর্যন্ত ৷ যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ৷ আর রাজ্যসভার অধিবেশন বসবে বিকেল 3টে থেকে সন্ধে 7টা পর্যন্ত ৷ বাকি দিনগুলিতে রাজ্যসভায় কার্যক্রম চলবে সকাল 9 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত ৷ লোকসভা বৈঠকের সময় বিকেল 3 টা থেকে সন্ধে 7 টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ৷ উভয় কক্ষের অধিবেশনের জন্য চার ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.