ETV Bharat / bharat

রাজ্যসভায় আজ শেষ দিন 11 সাংসদের

নভেম্বরে রাজ্যসভার সাংসদ পদে মেয়াদ শেষ হচ্ছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী, সমাজবাদী পার্টির নেতা রাম গোপাল যাদব, BSP নেতা বীর সিং, কংগ্রেস নেতা রাজ বব্বর সহ 11 জনের ।

Venkaiya Naidu
Venkaiya Naidu
author img

By

Published : Sep 23, 2020, 3:18 PM IST

দিল্লি, 23 সেপ্টেম্বর : নভেম্বরে মেয়াদ শেষ হচ্ছে । কিন্তু, আজ রাজ্যসভার অধিবেশনের শেষ দিন । মেয়াদ শেষের আগে 11 সাংসদের আজই শেষ দিন সংসদে । আজ রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের 11 জন সদস্যের নাম ঘোষণা করেন । এবছর নভেম্বরে তাঁরা অবসর নেবেন । তিনি বলেন, "আমরা এই সাংসদদের মনে রাখব । তাঁদের অভাব বোধ করব ।"

নভেম্বরে রাজ্যসভার সাংসদ পদে মেয়াদ শেষ হচ্ছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী, সমাজবাদী পার্টির নেতা রাম গোপাল যাদব, BSP নেতা বীর সিং, কংগ্রেস নেতা রাজ বব্বরের। এছাড়াও রয়েছেন সমাজবাদী পার্টির নেতা জাভেদ আলি খান, রবি প্রকাশ বর্মা ও চন্দ্রপাল সিং যাদব এবং রয়েছেন কংগ্রেসের পি এল পুনিয়া, BSP নেতা রাজারাম, BJP নেতা নীরজ শেখর, অরুণ সিং । বুধবার বর্ষাকালীন অধিবেশনেই তাঁদের বিদায় জানানো হয় । তবে বিরোধীরা অধিবেশন বয়কট করায় SP, BSP এবং কংগ্রেসের কোনও সাংসদ আজ রাজ্যসভায় উপস্থিত ছিলেন না।

আজ নীরজ শেখর বলেন, " ছোটো বয়সে আমি আমার বাবার (প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখর) হাত ধরে সংসদে এসেছিলাম । রাজ্যসভা ও লোকসভা ঘুরে দেখতাম । সেই সময় এত নিরাপত্তা ছিল না। তাই আমরা সংসদ চত্বরে খেলেও বেড়াতাম । তারপর একজন সাংসদ হিসেবে আমার এখানে আসা । "

উল্লেখ্য, এবছর 14 সেপ্টেম্বর থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হয় । আজ রাজ্যসভার অধিবেশন শেষ হয় ।

দিল্লি, 23 সেপ্টেম্বর : নভেম্বরে মেয়াদ শেষ হচ্ছে । কিন্তু, আজ রাজ্যসভার অধিবেশনের শেষ দিন । মেয়াদ শেষের আগে 11 সাংসদের আজই শেষ দিন সংসদে । আজ রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের 11 জন সদস্যের নাম ঘোষণা করেন । এবছর নভেম্বরে তাঁরা অবসর নেবেন । তিনি বলেন, "আমরা এই সাংসদদের মনে রাখব । তাঁদের অভাব বোধ করব ।"

নভেম্বরে রাজ্যসভার সাংসদ পদে মেয়াদ শেষ হচ্ছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী, সমাজবাদী পার্টির নেতা রাম গোপাল যাদব, BSP নেতা বীর সিং, কংগ্রেস নেতা রাজ বব্বরের। এছাড়াও রয়েছেন সমাজবাদী পার্টির নেতা জাভেদ আলি খান, রবি প্রকাশ বর্মা ও চন্দ্রপাল সিং যাদব এবং রয়েছেন কংগ্রেসের পি এল পুনিয়া, BSP নেতা রাজারাম, BJP নেতা নীরজ শেখর, অরুণ সিং । বুধবার বর্ষাকালীন অধিবেশনেই তাঁদের বিদায় জানানো হয় । তবে বিরোধীরা অধিবেশন বয়কট করায় SP, BSP এবং কংগ্রেসের কোনও সাংসদ আজ রাজ্যসভায় উপস্থিত ছিলেন না।

আজ নীরজ শেখর বলেন, " ছোটো বয়সে আমি আমার বাবার (প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখর) হাত ধরে সংসদে এসেছিলাম । রাজ্যসভা ও লোকসভা ঘুরে দেখতাম । সেই সময় এত নিরাপত্তা ছিল না। তাই আমরা সংসদ চত্বরে খেলেও বেড়াতাম । তারপর একজন সাংসদ হিসেবে আমার এখানে আসা । "

উল্লেখ্য, এবছর 14 সেপ্টেম্বর থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হয় । আজ রাজ্যসভার অধিবেশন শেষ হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.