ETV Bharat / bharat

ETV ভারতের অফিসে রজনীকান্ত - hyderabad

রামোজি ফিল্ম সিটিতে শুটিংয়ে এসে ETV ভারতের অফিস ঘুরে দেখলেন রজনীকান্ত ।

rajnikanth
রজনীকান্ত
author img

By

Published : Jan 5, 2020, 9:56 PM IST

Updated : Jan 5, 2020, 10:43 PM IST

হায়দরাবাদ, 5 জানুয়ারি : ETV ভারতের অফিস ঘুরে দেখলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত । হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে আজ একটি সিনেমার শুটিংয়ে এসে তিনি ETV ভারতের অফিসে আসেন । ঘুরে দেখেন বিভিন্ন ডেস্ক । জানতে চান ETV ভারতের কাজের প্রক্রিয়াও ।

ETV ভারত নিউজ় অ্যাপ 13টি ভাষায় খবর পরিবেশন করে । বাংলা ছাড়াও ইংরেজি, হিন্দি, তেলুগু, তামিল, অসমিয়া, উর্দু, কন্নড়, পঞ্জাবি, মালায়ালম, মারাঠি, গুজরাতি ও ওড়িয়ায় খবর পরিবেশিত হয় ।

কাশ্মীর থেকে কন্যাকুমারী, দেশের প্রায় সব ভাষাভাষির মানুষই এখানে একসঙ্গে কাজ করেন । যা দেখে রজনীকান্ত অভিভূত ।

দেখুন ভিডিয়ো...

হায়দরাবাদ, 5 জানুয়ারি : ETV ভারতের অফিস ঘুরে দেখলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত । হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে আজ একটি সিনেমার শুটিংয়ে এসে তিনি ETV ভারতের অফিসে আসেন । ঘুরে দেখেন বিভিন্ন ডেস্ক । জানতে চান ETV ভারতের কাজের প্রক্রিয়াও ।

ETV ভারত নিউজ় অ্যাপ 13টি ভাষায় খবর পরিবেশন করে । বাংলা ছাড়াও ইংরেজি, হিন্দি, তেলুগু, তামিল, অসমিয়া, উর্দু, কন্নড়, পঞ্জাবি, মালায়ালম, মারাঠি, গুজরাতি ও ওড়িয়ায় খবর পরিবেশিত হয় ।

কাশ্মীর থেকে কন্যাকুমারী, দেশের প্রায় সব ভাষাভাষির মানুষই এখানে একসঙ্গে কাজ করেন । যা দেখে রজনীকান্ত অভিভূত ।

দেখুন ভিডিয়ো...
Intro:Body:

Rajnikanth Raw Visuals


Conclusion:
Last Updated : Jan 5, 2020, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.