ETV Bharat / bharat

ইমরান চাইলে পাকিস্তানে সেনা পাঠিয়ে জঙ্গি দমন করব : রাজনাথ - ইমরান চাইলে পাকিস্তানে সেনা পাঠিয়ে জঙ্গি দমন করব

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চাইলে সে দেশে সেনা পাঠিয়ে জঙ্গি দমন করব ৷ বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

রাজনাথ
author img

By

Published : Oct 13, 2019, 8:41 PM IST

কারনাল (হরিয়ানা), 13 অক্টোবর : পরপর দু'বার সীমান্ত টপকে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা ৷ এবার পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করতে যে দিল্লি সবরকমভাবে প্রস্তুত সে কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের গলায় ৷ কার্যত হুঁশিয়ারির সুরে বললেন, পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করতে সবরকমভাবে তৈরি সেনাবাহিনী ৷ শুধু ইমরান খানের অনুমতি পেলেই ঝাঁপিয়ে পড়বেন সেনারা ৷

সার্জিকাল স্ট্রাইক বা বালাকোট এয়ার স্ট্রাইকের স্মৃতি এখনও টাটকা ৷ জঙ্গি মোকাবিলায় পাকিস্তানের সদিচ্ছা নিয়ে প্রশ্ন নিয়ে উঠছে বারবার ৷ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়েছে ইমরান খান প্রশাসনের ৷ মার্কিন মুলুক থেকে আর্থিক সাহায্য অনেক ক্ষেত্রে কাটছাট হয়েছে ৷ রাষ্ট্রসংঘ বারবার সতর্ক করেছে ৷ বিশ্বমঞ্চে যখন সন্ত্রাস দমন ইশুতে পাকিস্তানের উপর চাপ বাড়ছে, তখনই ইমরান খান প্রশাসনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল দিল্লি ৷ প্রতিরক্ষার মন্ত্রীর কথায়, "যদি ইসলামাবাদ চায়, তাহলে যে কোনও প্রকার সাহায্য করতে প্রস্তুত দিল্লি ৷ সেনা দিয়ে বা অস্ত্র দিয়ে সবরকম সাহায্য করবে ভারত ৷ "

সন্ত্রাসবাদ ইশুতে ভারত-পাকিস্তান চাপানউতোর দিনদিন চরমে উঠেছে ৷ নওয়াজ় শরিফের প্রধানমন্ত্রিত্বের আমল থেকেই বারবার বৈঠকে বসার সবরকম প্রস্তার উড়িয়ে দিয়েছে দিল্লি ৷ উলটে দিল্লির দাবি, আগে সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ করুক ইসলামাবাদ ৷ তারপর পরবর্তী ভাবনাচিন্তা ৷ সীমান্ত সন্ত্রাসের পাশাপাশি জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া, কাশ্মীরে উগ্র জাতীয়তাবাদকে ইশু করে পরিস্থিতি তপ্ত করার মতো অভিযোগও রয়েছে ইসলামাবাদের বিরুদ্ধে ৷ নওয়াজ় শরিফ পরবর্তী প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে সন্ত্রাস ইশুতে কার্যকর পদক্ষেপ করবে এমন ভাবনাচিন্তা করেছিল মোদি প্রশাসন ৷ কিন্তু, দিন যত এগিয়েছে স্বপ্নের সঙ্গে বাস্তব যে কতটা তফাত, তা স্পষ্ট হয়েছে ৷ যে ইমরান প্রশাসনের দিকে তাকিয়েছিল দিল্লি, সেখান থেকেই কার্যত হতাশা ফিরেছে ৷ জঙ্গি দমনে পাকিস্তান যে আগের তিমিরেই রয়েছে তা বারবার সামনে এসেছে ৷ আর এবার তাই পাকিস্তানে ঢুকে জঙ্গি দমনের কথা কেন্দ্রীয় মন্ত্রীর মুখে ৷

এতদিন সেনাবাহিনীর তরফে পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করার কথা শোনা গেছিল ৷ এবার সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর মুখে শোনা গেল একই কথা ৷ তবে কিছুটা রক্ষণাত্মক ভূমিকায় এবং কূটনৈতিক সম্পর্ককে সম্মান জানিয়ে ৷ পাকিস্তান চাইলে ভারত যে জঙ্গি দমনে সব রকম সাহায্য করতে প্রস্তুত সে কথাই বুঝিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ সন্দেহ নেই, কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য নিঃসন্দেহে কূটনৈতিকভাবে দু'দেশের মধ্যে চাপানউতোর আরও বাড়াবে ৷ যেভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংসের ইঙ্গিত দিলেন তা যে ইসলামাবাদ ভালো চোখে দেখবে না, তাতে কোনও সন্দেহ নেই ৷

রাফাল ইশুতেও এদিন মুখ খোলেন রাজনাথ ৷ কংগ্রেসকে একপ্রকার পাকিস্তানের সাহায্যকারী রূপে বর্ণনা করেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ রাজনাথের দাবি, যেভাবে রাফাল ইশুতে কংগ্রেস বিরোধিতা করেছে তাতে পরোক্ষে হাত শক্ত হয়েছে ইসলামাবাদের ৷ তাঁর কথায়, রাফাল যুদ্ধবিমান আরও আগে হাতে আসলে ভারতে বসেই পাকিস্তানের যে কোনওরকম জঙ্গি কার্যকলাপ ধ্বংস করে দেওয়া যেত ৷ অতি দ্রুত জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ করা যেত ৷ কিন্তু, রাফাল নিয়ে কংগ্রেসের বিরোধিতা এবং পূর্বতন মনমোহন সরকারের ধীরে চলো নীতির জন্যই পরিস্থিতি এত কঠিন হয়েছে ৷

সন্ত্রাস, জঙ্গিবাদের ইশুর পাশাপাশি ইমরান খানের ভূমিকারও তীব্র সমালোচনা করেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ যেভাবে ইমরান খান বা তাঁর প্রশাসন কাশ্মীরের বিষয়, বিশেষ করে সেখানে 370 ও 35A ধারা রদ করার বিষয়ে বারবার সরব হয়েছে, তা যে দিল্লি যে ভালো চোখে নেয়নি বা নিচ্ছে না, সে কথাও ফের একবার বুঝিয়ে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ আন্তর্জাতিক মঞ্চে বিরোধিতার মুখে পড়েও কাশ্মীর নিয়ে বারবার উসকানিমূলক মন্তব্য করতে শোনা গেছে ইমরান খান ও তাঁর প্রশাসনের শীর্ষকর্তাদের ৷ সেই প্রসঙ্গ তুলে রাজনাথ সিংয়ের হুঁশিয়ারি, কোনও চাপের কাছেই ভারত মাথা নত করবে না ৷ কাশ্মীর ভারতের অংশ ছিল , ভারতের ছিল, ভারতের থাকবে ৷ পাকিস্তানে এই বিষয়টি নিয়ে অকারণে উসকানিমূলক মন্তব্য করে পরিস্থিতি জটিল করার চেষ্টা করবে ৷ যা কোনওভাবেই দিল্লি মেনে নেবে না ৷

কারনাল (হরিয়ানা), 13 অক্টোবর : পরপর দু'বার সীমান্ত টপকে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা ৷ এবার পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করতে যে দিল্লি সবরকমভাবে প্রস্তুত সে কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের গলায় ৷ কার্যত হুঁশিয়ারির সুরে বললেন, পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করতে সবরকমভাবে তৈরি সেনাবাহিনী ৷ শুধু ইমরান খানের অনুমতি পেলেই ঝাঁপিয়ে পড়বেন সেনারা ৷

সার্জিকাল স্ট্রাইক বা বালাকোট এয়ার স্ট্রাইকের স্মৃতি এখনও টাটকা ৷ জঙ্গি মোকাবিলায় পাকিস্তানের সদিচ্ছা নিয়ে প্রশ্ন নিয়ে উঠছে বারবার ৷ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়েছে ইমরান খান প্রশাসনের ৷ মার্কিন মুলুক থেকে আর্থিক সাহায্য অনেক ক্ষেত্রে কাটছাট হয়েছে ৷ রাষ্ট্রসংঘ বারবার সতর্ক করেছে ৷ বিশ্বমঞ্চে যখন সন্ত্রাস দমন ইশুতে পাকিস্তানের উপর চাপ বাড়ছে, তখনই ইমরান খান প্রশাসনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল দিল্লি ৷ প্রতিরক্ষার মন্ত্রীর কথায়, "যদি ইসলামাবাদ চায়, তাহলে যে কোনও প্রকার সাহায্য করতে প্রস্তুত দিল্লি ৷ সেনা দিয়ে বা অস্ত্র দিয়ে সবরকম সাহায্য করবে ভারত ৷ "

সন্ত্রাসবাদ ইশুতে ভারত-পাকিস্তান চাপানউতোর দিনদিন চরমে উঠেছে ৷ নওয়াজ় শরিফের প্রধানমন্ত্রিত্বের আমল থেকেই বারবার বৈঠকে বসার সবরকম প্রস্তার উড়িয়ে দিয়েছে দিল্লি ৷ উলটে দিল্লির দাবি, আগে সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ করুক ইসলামাবাদ ৷ তারপর পরবর্তী ভাবনাচিন্তা ৷ সীমান্ত সন্ত্রাসের পাশাপাশি জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া, কাশ্মীরে উগ্র জাতীয়তাবাদকে ইশু করে পরিস্থিতি তপ্ত করার মতো অভিযোগও রয়েছে ইসলামাবাদের বিরুদ্ধে ৷ নওয়াজ় শরিফ পরবর্তী প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে সন্ত্রাস ইশুতে কার্যকর পদক্ষেপ করবে এমন ভাবনাচিন্তা করেছিল মোদি প্রশাসন ৷ কিন্তু, দিন যত এগিয়েছে স্বপ্নের সঙ্গে বাস্তব যে কতটা তফাত, তা স্পষ্ট হয়েছে ৷ যে ইমরান প্রশাসনের দিকে তাকিয়েছিল দিল্লি, সেখান থেকেই কার্যত হতাশা ফিরেছে ৷ জঙ্গি দমনে পাকিস্তান যে আগের তিমিরেই রয়েছে তা বারবার সামনে এসেছে ৷ আর এবার তাই পাকিস্তানে ঢুকে জঙ্গি দমনের কথা কেন্দ্রীয় মন্ত্রীর মুখে ৷

এতদিন সেনাবাহিনীর তরফে পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করার কথা শোনা গেছিল ৷ এবার সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর মুখে শোনা গেল একই কথা ৷ তবে কিছুটা রক্ষণাত্মক ভূমিকায় এবং কূটনৈতিক সম্পর্ককে সম্মান জানিয়ে ৷ পাকিস্তান চাইলে ভারত যে জঙ্গি দমনে সব রকম সাহায্য করতে প্রস্তুত সে কথাই বুঝিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ সন্দেহ নেই, কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য নিঃসন্দেহে কূটনৈতিকভাবে দু'দেশের মধ্যে চাপানউতোর আরও বাড়াবে ৷ যেভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংসের ইঙ্গিত দিলেন তা যে ইসলামাবাদ ভালো চোখে দেখবে না, তাতে কোনও সন্দেহ নেই ৷

রাফাল ইশুতেও এদিন মুখ খোলেন রাজনাথ ৷ কংগ্রেসকে একপ্রকার পাকিস্তানের সাহায্যকারী রূপে বর্ণনা করেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ রাজনাথের দাবি, যেভাবে রাফাল ইশুতে কংগ্রেস বিরোধিতা করেছে তাতে পরোক্ষে হাত শক্ত হয়েছে ইসলামাবাদের ৷ তাঁর কথায়, রাফাল যুদ্ধবিমান আরও আগে হাতে আসলে ভারতে বসেই পাকিস্তানের যে কোনওরকম জঙ্গি কার্যকলাপ ধ্বংস করে দেওয়া যেত ৷ অতি দ্রুত জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ করা যেত ৷ কিন্তু, রাফাল নিয়ে কংগ্রেসের বিরোধিতা এবং পূর্বতন মনমোহন সরকারের ধীরে চলো নীতির জন্যই পরিস্থিতি এত কঠিন হয়েছে ৷

সন্ত্রাস, জঙ্গিবাদের ইশুর পাশাপাশি ইমরান খানের ভূমিকারও তীব্র সমালোচনা করেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ যেভাবে ইমরান খান বা তাঁর প্রশাসন কাশ্মীরের বিষয়, বিশেষ করে সেখানে 370 ও 35A ধারা রদ করার বিষয়ে বারবার সরব হয়েছে, তা যে দিল্লি যে ভালো চোখে নেয়নি বা নিচ্ছে না, সে কথাও ফের একবার বুঝিয়ে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ আন্তর্জাতিক মঞ্চে বিরোধিতার মুখে পড়েও কাশ্মীর নিয়ে বারবার উসকানিমূলক মন্তব্য করতে শোনা গেছে ইমরান খান ও তাঁর প্রশাসনের শীর্ষকর্তাদের ৷ সেই প্রসঙ্গ তুলে রাজনাথ সিংয়ের হুঁশিয়ারি, কোনও চাপের কাছেই ভারত মাথা নত করবে না ৷ কাশ্মীর ভারতের অংশ ছিল , ভারতের ছিল, ভারতের থাকবে ৷ পাকিস্তানে এই বিষয়টি নিয়ে অকারণে উসকানিমূলক মন্তব্য করে পরিস্থিতি জটিল করার চেষ্টা করবে ৷ যা কোনওভাবেই দিল্লি মেনে নেবে না ৷

Bengaluru, Oct 13 (ANI): Congress workers protest in Bengaluru against the Enforcement Directorate (ED) and Income Tax department's raids on Congress leaders. They also opposed suicide of personal assistant to Karnataka Congress leader G Paramaeshwara, hours after the conclusion of I-T raids at the residence of the former CM. Karnataka Congress leader G Parameshwara's personal assistant NS Ramesh committed suicide allegedly on October 12.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.