ETV Bharat / bharat

অত্যন্ত সংকটজনক অরুণ জেটলি, হাসপাতালে একাধিক নেতা-মন্ত্রী - জেটলিকে দেখতে AIIMS-এ রাজনাথ ; আসতে পারেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ

ক্রমেই অবনতি হচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির শারীরিক অবস্থা ৷ চিকিৎসকরা সারাক্ষণ তাঁকে পর্যবেক্ষণ করছেন ৷ রবিবার সারাদিন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকে জেটলিকে দেখতে AIIMS-এ আসেন ৷

অরুণ জেটলি
author img

By

Published : Aug 18, 2019, 8:54 PM IST

Updated : Aug 19, 2019, 7:54 AM IST

দিল্লি, 18 অগাস্ট : অত্যন্ত সংকটজনক প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির শারীরির অবস্থা ৷ চিকিৎসকরা সারাক্ষণ তাঁকে পর্যবেক্ষণ করছেন ৷ কিন্তু, AIIMS-র তরফে জানানো হয়েছে ক্রমাগত অবনতি হচ্ছে জেটলির শারীরিক অবস্থা ৷ অসুস্থ জেটলিকে দেখতে রবিবার সকালে AIIMS-এ আসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ পরে পূর্ব দিল্লির BJP সাংসদ গৌতম গম্ভীর প্রাক্তন হাসপাতালে আসেন ৷ সারাদিনই বিভিন্ন রাজনৈতিক নেতারা দেখতে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে ৷

আরও পড়ুন : অসুস্থ জেটলিকে দেখতে AIIMS-এ ভাগবত

আজ তাঁকে দেখতে AIIMS-এসেছিলেন RSS চালক মোহন ভাগবত ৷ এসেছিলেন BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায় ৷ গতকাল হাসপাতালে এসেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং ৷ এসেছিলেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতীও ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে আজ হাসপাতালের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : দ্রুত সুস্থ হয়ে উঠুন জেটলি, AIIMS-এ গিয়ে বললেন মুকুল

9 অগাস্ট শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দিল্লির AIIMS-এ ভরতি করা হয় অরুণ জেটলিকে ৷ সেখানে তিনি একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন ৷ এই চিকিৎসক দলে রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট, নেফরোলজিস্ট , কার্ডিওলজিস্ট ৷ কার্ডিও-নিউরো বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি ।

আরও পড়ুন : অসুস্থ জেটলিকে দেখতে AIIMS-এ কেন্দ্রীয় মন্ত্রীরা, এলেন মায়াবতীও

দীর্ঘদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি । ডায়াবিটিসের সমস্যা রয়েছে তাঁর । অর্থমন্ত্রী থাকাকালীন গতবছর কিডনি প্রতিস্থাপন হয়েছে । যে কারণে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটের সময় সংসদে দেখা যায়নি তাঁকে । শারীরিক অসুস্থতার কারণে মে মাসেও এক বার AIIMS-এ ভরতি করা হয়েছিল । সেই থেকে সক্রিয় রাজনীতিতে সে ভাবে আর দেখা যায়নি । লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নিতে রাজি হননি জেটলি । প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন অসুস্থতার কথা ৷ মন্ত্রিসভায় না রাখার অনুরোধও জানিয়েছিলেন ৷

দিল্লি, 18 অগাস্ট : অত্যন্ত সংকটজনক প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির শারীরির অবস্থা ৷ চিকিৎসকরা সারাক্ষণ তাঁকে পর্যবেক্ষণ করছেন ৷ কিন্তু, AIIMS-র তরফে জানানো হয়েছে ক্রমাগত অবনতি হচ্ছে জেটলির শারীরিক অবস্থা ৷ অসুস্থ জেটলিকে দেখতে রবিবার সকালে AIIMS-এ আসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ পরে পূর্ব দিল্লির BJP সাংসদ গৌতম গম্ভীর প্রাক্তন হাসপাতালে আসেন ৷ সারাদিনই বিভিন্ন রাজনৈতিক নেতারা দেখতে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে ৷

আরও পড়ুন : অসুস্থ জেটলিকে দেখতে AIIMS-এ ভাগবত

আজ তাঁকে দেখতে AIIMS-এসেছিলেন RSS চালক মোহন ভাগবত ৷ এসেছিলেন BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায় ৷ গতকাল হাসপাতালে এসেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং ৷ এসেছিলেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতীও ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে আজ হাসপাতালের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : দ্রুত সুস্থ হয়ে উঠুন জেটলি, AIIMS-এ গিয়ে বললেন মুকুল

9 অগাস্ট শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দিল্লির AIIMS-এ ভরতি করা হয় অরুণ জেটলিকে ৷ সেখানে তিনি একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন ৷ এই চিকিৎসক দলে রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট, নেফরোলজিস্ট , কার্ডিওলজিস্ট ৷ কার্ডিও-নিউরো বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি ।

আরও পড়ুন : অসুস্থ জেটলিকে দেখতে AIIMS-এ কেন্দ্রীয় মন্ত্রীরা, এলেন মায়াবতীও

দীর্ঘদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি । ডায়াবিটিসের সমস্যা রয়েছে তাঁর । অর্থমন্ত্রী থাকাকালীন গতবছর কিডনি প্রতিস্থাপন হয়েছে । যে কারণে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটের সময় সংসদে দেখা যায়নি তাঁকে । শারীরিক অসুস্থতার কারণে মে মাসেও এক বার AIIMS-এ ভরতি করা হয়েছিল । সেই থেকে সক্রিয় রাজনীতিতে সে ভাবে আর দেখা যায়নি । লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নিতে রাজি হননি জেটলি । প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন অসুস্থতার কথা ৷ মন্ত্রিসভায় না রাখার অনুরোধও জানিয়েছিলেন ৷

Paro (Bhutan), Aug 18 (ANI): Prime Minister of Bhutan Lotay Tshering held a press conference in Paro and discussed Prime Minister Narendra Modi's visit to the country. Terming the visit as successful, Lotay Tshering said, "We are happy to report that Narendra Modi visited us for 2 days. It was a successful visit. Successful as we all are very happy,we could give what he wanted,we could get what we wanted,mainly in terms of heart to heart connection." He further added, "We did not have any dialogue on Doklam this time because we don't have issues on Doklam this time. Everything is normalised. We always believed that the 3 countries involved in Doklam will come to a logical conclusion."
Last Updated : Aug 19, 2019, 7:54 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.