ETV Bharat / bharat

ভারত-নেপালের "রোটি-বেটি"-র সম্পর্ক কেউ ভাঙতে পারবে না : রাজনাথ সিং

আমরা নেপালের সঙ্গে সামাজিক, ভৌগলিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কে যুক্ত ৷ নেপালের সঙ্গে আমাদের রোটি-বেটির সম্পর্ক ৷ ভারত ও নেপালের মধ্যে যদি কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে ৷ আজ এমনই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

রাজনাথ সিং
রাজনাথ সিং
author img

By

Published : Jun 15, 2020, 1:18 PM IST

দিল্লি, 15 জুন : ভারত-নেপাল সম্পর্ক সাধারণ নয় ৷ বিশ্বে এমন কোনও শক্তি নেই যা এই সম্পর্ককে ভাঙতে পারে ৷ "রোটি-বেটি" দুই দেশের সম্পর্ককে বেঁধে রেখেছে ৷ আজ এমনই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

কিছুদিন আগেই ভারতীয় ভূখণ্ডের অন্তর্গত কালাপানি, লিপুলেখ পাস ও লিম্পিয়াধুরা এলাকাকে নিজেদের সীমানার অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছিল নেপাল । গতকাল সেই মানচিত্রে সিলমোহর দেয় নেপালের পার্লামেন্ট । এই বিষয়ে ভার্চুয়াল সভা করে রাজনাথ সিং বলেন, "ভারত ও নেপালের মধ্যে যদি কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে ৷"

প্রতিরক্ষামন্ত্রী জাহির করে বলেন, "রাস্তা নিয়ে প্রতিবেশী রাষ্ট্র নেপালের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে ৷ লিপুলেখে বর্ডার রোড অর্গ্যানাইজ়েশন (BRO) তরফে যে রাস্তা তৈরি করা হয়েছে তা ভারতের সীমান্তের ভিতরে রয়েছে ৷"

গতকালই নেপালের ভারতের ভূখণ্ড-সহ নতুন মানচিত্রে সিলমোহর দেয় নেপাল পার্লামেন্টের লোয়ার হাউজ় ৷ ভারতের তরফে এই মানচিত্রকে খারিজ করে বলা হয়েছে, এটি একটি "ইউনিল্যাটরাল অ্যাক্ট ৷" যার কোনও ঐতিহাসিক প্রমাণ নেই ৷

ভারতের তরফে তিব্বত সীমান্তে লিপুলেখ ও উত্তরাখণ্ডের সংযোগকারী 80 কিলোমিটার রাস্তা উদ্বোধন করেছিল ৷ তারপরই মে মাসে নতুন মানচিত্র প্রকাশ করা হয় নেপালের তরফে ৷

রাজনাথ সিং বলেন, " আমরা নেপালের সঙ্গে সামাজিক, ভৌগলিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কে যুক্ত ৷ নেপালের সঙ্গে আমাদের রোটি-বেটির সম্পর্ক ৷ আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, নেপাল ও ভারতীয়দের মধ্যে কোনও তিক্ততা নেই ৷ এটা একটা গভীর সম্পর্ক ৷ আলোচনার মাধ্যমে ইশুগুলিকে আমরা সমাধান করে ফেলব ৷"

দিল্লি, 15 জুন : ভারত-নেপাল সম্পর্ক সাধারণ নয় ৷ বিশ্বে এমন কোনও শক্তি নেই যা এই সম্পর্ককে ভাঙতে পারে ৷ "রোটি-বেটি" দুই দেশের সম্পর্ককে বেঁধে রেখেছে ৷ আজ এমনই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

কিছুদিন আগেই ভারতীয় ভূখণ্ডের অন্তর্গত কালাপানি, লিপুলেখ পাস ও লিম্পিয়াধুরা এলাকাকে নিজেদের সীমানার অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছিল নেপাল । গতকাল সেই মানচিত্রে সিলমোহর দেয় নেপালের পার্লামেন্ট । এই বিষয়ে ভার্চুয়াল সভা করে রাজনাথ সিং বলেন, "ভারত ও নেপালের মধ্যে যদি কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে ৷"

প্রতিরক্ষামন্ত্রী জাহির করে বলেন, "রাস্তা নিয়ে প্রতিবেশী রাষ্ট্র নেপালের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে ৷ লিপুলেখে বর্ডার রোড অর্গ্যানাইজ়েশন (BRO) তরফে যে রাস্তা তৈরি করা হয়েছে তা ভারতের সীমান্তের ভিতরে রয়েছে ৷"

গতকালই নেপালের ভারতের ভূখণ্ড-সহ নতুন মানচিত্রে সিলমোহর দেয় নেপাল পার্লামেন্টের লোয়ার হাউজ় ৷ ভারতের তরফে এই মানচিত্রকে খারিজ করে বলা হয়েছে, এটি একটি "ইউনিল্যাটরাল অ্যাক্ট ৷" যার কোনও ঐতিহাসিক প্রমাণ নেই ৷

ভারতের তরফে তিব্বত সীমান্তে লিপুলেখ ও উত্তরাখণ্ডের সংযোগকারী 80 কিলোমিটার রাস্তা উদ্বোধন করেছিল ৷ তারপরই মে মাসে নতুন মানচিত্র প্রকাশ করা হয় নেপালের তরফে ৷

রাজনাথ সিং বলেন, " আমরা নেপালের সঙ্গে সামাজিক, ভৌগলিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কে যুক্ত ৷ নেপালের সঙ্গে আমাদের রোটি-বেটির সম্পর্ক ৷ আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, নেপাল ও ভারতীয়দের মধ্যে কোনও তিক্ততা নেই ৷ এটা একটা গভীর সম্পর্ক ৷ আলোচনার মাধ্যমে ইশুগুলিকে আমরা সমাধান করে ফেলব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.