দিল্লি, 2 ডিসেম্বর: হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে ৷ প্রতিবাদে ফুঁসছে দেশ ৷ আজ দিনভর সংসদের দুই কক্ষই তপ্ত রইল এই ইশুতেই ৷ লোকসভায় আজ এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বিরোধীদের মধ্যে ৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে আইন আরও কঠোরতর করা যায় কি না, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখতে প্রস্তুত কেন্দ্র ৷
রঙ্গা রেড্ডি জেলার শাদনগরে মহিলা পশু চিকিৎসকের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে গত সপ্তাহে ৷ ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয় যুবতিকে ৷ এই প্রসঙ্গেই সংসদের জিরো আওয়ারে বক্তব্য পেশ করেন প্রতিরক্ষামন্ত্রী ৷ তিনি বলেন, এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করি ৷ এ জাতীয় অপরাধের ক্ষেত্রে আইন আরও কঠোর করা যায় কি না, সে বিষয়ে সংসদে আলোচনা করতে রাজি রয়েছেন সবাই এমনটাও মন্তব্য করেন রাজনাথ ৷
2012 সালের 16 ডিসেম্বর নির্ভয়ার ধর্ষণের পর আইনে বদল এসেছিল ৷ কিন্তু লাভ হয়নি তাতেও ৷ কমেনি ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ ৷ এদিন বিরোধীদের প্রত্যেকেই সরব হন এই ইশুতে ৷ এরপরই রাজনাথ বলেন, সংসদ উদ্বিগ্ন ৷ নারী নির্যাতন রুখতে কঠোরতর আইন আনতে রাজি সরকার ৷ আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংও এই একই বিষয়কে সামনে রেখে উচ্চকক্ষে 267 ধারা অনুযায়ী বাণিজ্য নোটিশের ওপর নিষেধাজ্ঞা আনেন । তৃণমূল কংগ্রেস, RSP, শিবসেনা, কংগ্রেসের তরফেও গণধর্ষণ ও খুনের ঘটনা ঘটায় লোকসভায় স্থগিতাদেশ নিয়ে আসতে বলা হয় ।
আরও পড়ুন : অপরাধীদের ক্ষমার প্রশ্নই নেই, পশু চিকিৎসক ধর্ষণ প্রসঙ্গে মন্তব্য বেঙ্কাইয়ার
শুধুমাত্র আইন এনেই ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধকে রোখা যাবে না, একসঙ্গে এর জন্য লড়াই করতে হবে, এমনই মন্তব্য করেন গুলাম নবি আজাদ ৷ সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে প্রকাশ্যে গণপিটুনিই উপযুক্ত শাস্তি৷ জয়া বলেন, তিনি কারও নাম নিতে চান না ৷ তবে সরকারের কি এক্ষেত্রে কোনও দায়বদ্ধতা থাকে না? তৃণমূল কংগ্রেস সাংসদ মিমিও চক্রবর্তী সমর্থন করেন জয়াকে ৷ তিনি বলেন, আদালতে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই ৷ সুরক্ষারও প্রয়োজন নেই ধর্ষকদের ৷ মুহূর্তের মধ্যে শাস্তিপ্রদান করা উচিত ৷ মিমির কথায়, শুধু ধর্ষণ নয়, খারাপ উদ্দেশ্য নিয়ে কোনও মহিলার দিকে তাকাতেও যাতে 100 বার ভাবতে হয়, আইন এমন কঠোরতর হওয়া উচিত ৷
সংসদের উচ্চকক্ষে মহিলা সুরক্ষা নিয়েই আলোচনা হয় আজ ৷ এদিকে রাজ্যসভায় কংগ্রেস সাংসদ অমী যাজ্ঞিক বলেন, বিচারব্যবস্থা, আইন ও অন্য সিস্টেমকে একসঙ্গে কাজ করতে হবে ৷ সমাজের সংস্কারের জন্য এটাই প্রয়োজন ৷ আপৎকালীন ভিত্তিতে এটি সম্পন্ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি ৷ AIADMK সাংসদ বিজিলা সত্যনান্থ বলেন, 31 ডিসেম্বরের আগে অপরাধীর ফাঁসি হোক ৷ মহিলা ও শিশুদের জন্য এই দেশ সুরক্ষিত নয় বলেও মন্তব্য করেন বিজিলা ৷ রাজ্যসভার BJP সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় বলেন, প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানোই ধর্ষণের ক্ষেত্রে একমাত্র শাস্তি হতে পারে ৷
তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, নির্ভয়া আইনের পরেও এজাতীয় ঘটনা কমেনি ৷ হায়দরাবাদের নারকীয় ঘটনাই তার প্রমাণ৷ কংগ্রেসের উত্তম কুমার রেড্ডিও প্রতিবাদ জানানা এদিন ৷ DMK সাংসদ টিআর বালু তামিলনাড়ু ধর্ষণের প্রসঙ্গে উল্লেখ করেন ৷ BJD-এর পিনাকী মিশ্র বলেন, প্রাণদণ্ডের শাস্তি দিতে দেরি হচ্ছে নির্ভয়া মামলাতেও ৷ ফাস্ট ট্র্যাক আদালত গড়েও লাভ হচ্ছে না ৷ কারণ ফাঁসির সাজার সময়টাই তো পিছিয়ে যাচ্ছে ৷