ETV Bharat / bharat

"কিছু শক্তি ভুল ধারণা তৈরির চেষ্টা করছে", "অন্নদাতা"-দের বার্তা রাজনাথের - Rajnath Singh talks about ongoing farmer's protest

"কৃষকদের কাছে আমার একটাই অনুরোধ, ধারাবাহিক আলোচনা করুন । কেবল 'হ্যাঁ' বা 'না', এমন উত্তর দিয়ে এই ধরনের সমস্যার সমাধান হতে পারে না ।" বললেন রাজনাথ সিং ।

Rajnath Singh
Rajnath Singh
author img

By

Published : Dec 30, 2020, 9:13 AM IST

দিল্লি, 30 ডিসেম্বর : "কৃষকদের বিরুদ্ধে এসব মিথ্যে অভিযোগ করা উচিত নয় । আমরা তাঁদের গভীর শ্রদ্ধা করি । তাঁরাই আমাদের অন্নদাতা ।" কৃষকদের 'নকশাল' ও 'খলিস্তানি' বলা প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআই-কে সাক্ষাৎকারে এমনই বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।

দেশজুড়ে কৃষক বিক্ষোভ নিয়ে আজ সাক্ষাৎকারে মুখ খোলেন প্রতিরক্ষা মন্ত্রী । কথা বলার সময়ে তাঁর সামনে রাখা ছিল স্বামী বিবেকানন্দের একটি মূর্তি । কৃষক আন্দোলন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "কিছু শক্তি কৃষকদের মধ্য়ে ভুল ধারণা তৈরি করার চেষ্টা করছে । আমরা বেশ কয়েকটি কৃষক সংগঠনের সঙ্গে কথাও বলেছি । কৃষকদের কাছে আমার একটাই অনুরোধ, ধারাবাহিক আলোচনা করুন । কেবল 'হ্যাঁ' বা 'না', এমন উত্তর দিয়ে এই ধরনের সমস্যার সমাধান হতে পারে না । আমরা নিশ্চয়ই দ্রুত এর সমাধানে আসতে পারব ।"

রাজনাথ সিং আরও বলেন, "আমি যে কোনও দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তাঁদের মন্তব্য করা উচিত নয় । ভারতের বাইরের কোনও হস্তক্ষেপের প্রয়োজন নেই । এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় । আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনও দেশের মন্তব্য করার অধিকার নেই ।"

প্রতিরক্ষা মন্ত্রীর কথায়, "আমাদের শিখ ভাইরা সর্বদা ভারতের সংস্কৃতি রক্ষা করেছে । দেশের আত্মসম্মান রক্ষায় তাঁদের অবদান স্মরণীয় । তাঁদের অখণ্ডতা নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না ।" তিনি বলেন, "কৃষকদের প্রতি সংবেদনশীল না হওয়ার প্রশ্নই আসে না । আমাদের কৃষকরা বিক্ষোভ করছেন । বিষয়টি নিয়ে শুধু আমিই না, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উদ্বিগ্ন ।"

আরও পড়ুন : কৃষকদের লাভ না হলে এক বছর পর আইন সংশোধন : রাজনাথ

দিল্লি, 30 ডিসেম্বর : "কৃষকদের বিরুদ্ধে এসব মিথ্যে অভিযোগ করা উচিত নয় । আমরা তাঁদের গভীর শ্রদ্ধা করি । তাঁরাই আমাদের অন্নদাতা ।" কৃষকদের 'নকশাল' ও 'খলিস্তানি' বলা প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআই-কে সাক্ষাৎকারে এমনই বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।

দেশজুড়ে কৃষক বিক্ষোভ নিয়ে আজ সাক্ষাৎকারে মুখ খোলেন প্রতিরক্ষা মন্ত্রী । কথা বলার সময়ে তাঁর সামনে রাখা ছিল স্বামী বিবেকানন্দের একটি মূর্তি । কৃষক আন্দোলন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "কিছু শক্তি কৃষকদের মধ্য়ে ভুল ধারণা তৈরি করার চেষ্টা করছে । আমরা বেশ কয়েকটি কৃষক সংগঠনের সঙ্গে কথাও বলেছি । কৃষকদের কাছে আমার একটাই অনুরোধ, ধারাবাহিক আলোচনা করুন । কেবল 'হ্যাঁ' বা 'না', এমন উত্তর দিয়ে এই ধরনের সমস্যার সমাধান হতে পারে না । আমরা নিশ্চয়ই দ্রুত এর সমাধানে আসতে পারব ।"

রাজনাথ সিং আরও বলেন, "আমি যে কোনও দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তাঁদের মন্তব্য করা উচিত নয় । ভারতের বাইরের কোনও হস্তক্ষেপের প্রয়োজন নেই । এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় । আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনও দেশের মন্তব্য করার অধিকার নেই ।"

প্রতিরক্ষা মন্ত্রীর কথায়, "আমাদের শিখ ভাইরা সর্বদা ভারতের সংস্কৃতি রক্ষা করেছে । দেশের আত্মসম্মান রক্ষায় তাঁদের অবদান স্মরণীয় । তাঁদের অখণ্ডতা নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না ।" তিনি বলেন, "কৃষকদের প্রতি সংবেদনশীল না হওয়ার প্রশ্নই আসে না । আমাদের কৃষকরা বিক্ষোভ করছেন । বিষয়টি নিয়ে শুধু আমিই না, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উদ্বিগ্ন ।"

আরও পড়ুন : কৃষকদের লাভ না হলে এক বছর পর আইন সংশোধন : রাজনাথ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.