ETV Bharat / bharat

রাজস্থানে পুলিশকে আক্রমণের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে

author img

By

Published : Sep 26, 2020, 8:21 PM IST

2018 সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থীরা তাঁদের দাবি আদায়ের জন্য প্রতিবাদ জানাচ্ছেন । তপশিলি ভুক্ত আসনসহ 1167টি আসন ভরতির দাবি জানিয়ে আসছেন তাঁরা ।

Aa
Aa

উদয়পুর, 26 সেপ্টেম্বর: রাজস্থান সরকারের কাছে তপশিলি ভুক্ত (ST) ও সাধারণের জন্য সংরক্ষিত মোট 1,167টি আসন পূরণের দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হয়েছে 2018 সালের শিক্ষক নিয়োগের প্রার্থীরা । বিক্ষোভ সামাল দিতে গেলে পুলিশকর্মীদের উপরও আক্রমণ চালানো হয় বলে অভিযোগ ।

19 দিন আগে উদয়পুর-দুঙ্গারপুর সীমান্তের কাছে শুরু হয় এই বিক্ষোভ । বর্তমানে এই আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছে । উত্তেজিত জনতা অতিথি হোটেল ভাঙচুর করে । বিক্ষোভকারীরা পুলিশের উপস্থিতিতেই হোটেলে ভাঙচুর, লুটপাট চালায় । আগুন ধরিয়ে দেওয়া হয় হোটেলে । বাধা দিতে গেলে পুলিশকর্মীদের উপরও আক্রমণ চালানো হয় বলে অভিযোগ । পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় । ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির অনুমান করা হচ্ছে । কয়েকজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন । তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।

2018 সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থীরা 15 দিনের বেশি সময় ধরে তাঁদের দাবি আদায়ের জন্য প্রতিবাদ জানাচ্ছেন । তপশিলি ভুক্ত ও সাধারণদের জন্য সংরক্ষিত মোট 1,167টি আসন পূরণ করার দাবি জানিয়ে আসছেন তাঁরা । বৃহস্পতিবার আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে । ঘটনায় এখনও পর্যন্ত 700জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ।

উদয়পুর, 26 সেপ্টেম্বর: রাজস্থান সরকারের কাছে তপশিলি ভুক্ত (ST) ও সাধারণের জন্য সংরক্ষিত মোট 1,167টি আসন পূরণের দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হয়েছে 2018 সালের শিক্ষক নিয়োগের প্রার্থীরা । বিক্ষোভ সামাল দিতে গেলে পুলিশকর্মীদের উপরও আক্রমণ চালানো হয় বলে অভিযোগ ।

19 দিন আগে উদয়পুর-দুঙ্গারপুর সীমান্তের কাছে শুরু হয় এই বিক্ষোভ । বর্তমানে এই আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছে । উত্তেজিত জনতা অতিথি হোটেল ভাঙচুর করে । বিক্ষোভকারীরা পুলিশের উপস্থিতিতেই হোটেলে ভাঙচুর, লুটপাট চালায় । আগুন ধরিয়ে দেওয়া হয় হোটেলে । বাধা দিতে গেলে পুলিশকর্মীদের উপরও আক্রমণ চালানো হয় বলে অভিযোগ । পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় । ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির অনুমান করা হচ্ছে । কয়েকজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন । তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।

2018 সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থীরা 15 দিনের বেশি সময় ধরে তাঁদের দাবি আদায়ের জন্য প্রতিবাদ জানাচ্ছেন । তপশিলি ভুক্ত ও সাধারণদের জন্য সংরক্ষিত মোট 1,167টি আসন পূরণ করার দাবি জানিয়ে আসছেন তাঁরা । বৃহস্পতিবার আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে । ঘটনায় এখনও পর্যন্ত 700জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.