জয়পুর, 24 জুলাই : কংগ্রেসের বিরুদ্ধে সচিন পাইলটের দায়ের করা মামলায় স্থিতাবস্থা জারির নির্দেশ দিল রাজস্থান হাইকোর্ট । এই মামলায় কেন্দ্রকেও পক্ষ হতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে । অ্যাডিশনাল সলিসিটার জেনেরাল কেন্দ্রের হয়ে আদালতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রাজস্থান বিধানসভার অধ্যক্ষ সি পি জোশির আইনজীবী প্রতীক কাশিলাল ।
রায়ে হাইকোর্ট জানিয়েছে, কেন্দ্রকে এই মামলায় একটি পক্ষ হিসেবে ধরে নেওয়া যেতে পারে । সচিন পাইলটের পক্ষ থেকেও আদালতে এই আবেদন করা হয়েছিল । পাশাপাশি স্থিতাবস্থা জারি করতেও নির্দেশ দেওয়া হয়েছে । যার ফলে এখন কোনওরকম ব্যবস্থা নিতে পারবেন না অধ্যক্ষ ।
সম্প্রতি সচিন পাইলট ও 18 জন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে নোটিস পাঠিয়েছিলেন রাজস্থান বিধানসভার স্পিকার । সেই নোটিসের বিরোধিতা করে রাজস্থান হাইকোর্টে যান প্রাক্তন সচিন পাইলট ও 18 জন বিধায়ক । এরপরই সুপ্রিম কোর্টে যান অধ্যক্ষ । তাঁর বক্তব্য, বিধানসভার বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না হাইকোর্ট । গতকাল তাঁর আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত । সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, সিদ্ধান্ত জানাতে পারবে রাজস্থান হাইকোর্ট । সেই মতো আজ সকালে শুনানি শুরু হয় ।