জয়পুর, 4 জুলাই : কোরোনার চিকিৎসায় ‘পতঞ্জলি’-র আয়ুর্বেদিক ওষুধ ‘কোরোনিল’ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের জবাব চেয়ে নোটিশ দিল রাজস্থান হাইকোর্ট । একইসঙ্গে যোগগুরু বাবা রামদেবের দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি জনস্বার্থ মামলার শুনানির সময় এ'বিষয়ে আয়ুষ মন্ত্রক, ICMR এবং NIMS বিশ্ববিদ্যালয়েরও জবাব চেয়েছে প্রধান বিচারপতি ইন্দ্রজিত মহান্তি এবং বিচারক প্রকাশ গুপ্তার বেঞ্চ ।
আয়ুষ মন্ত্রকের এবং ICMR-এর কাছে যথাযোগ্য পরীক্ষার ফলাফল ও বিস্তারিত তথ্য না দিয়েই এই ওষুধ তৈরি করা হয়েছে । যোগগুরু রামদেবের কম্পানি পতঞ্জলি-র বিরুদ্ধে এমনই অভিযোগে জনস্বার্থ মামলা করেছেন এস কে সিং । রাজস্থান হাইকোর্টে আবেদনকারী আরও জানান, যারা এই ওষুধ সেবন করবেন তাঁরা COVID-19-এ সংক্রমিত হতে পারেন এবং তাঁদের মৃত্যুর ঝুঁকিও রয়েছে ।
প্রসঙ্গত, মামলাকারী এস কে সিং এর আগেও 2018 সালে পতঞ্জলি-র বিস্কিটে 100% গম থেকে তৈরি বলা হলেও তাতে মিহি ময়দা মিশ্রিত রয়েছে এই অভিযোগে একটি FIR করেছিলেন ।
ইতিমধ্যে, পতঞ্জলিকে 'কোরোনিল' বিক্রির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক । তবে কেবল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী হিসাবে ওই ওষুধ বিক্রি করা যাবে । বাবা রামদেব দাবি করেছেন, আয়ুষ মন্ত্রক তাঁকে "COVID ট্রিটমেন্ট"-এর জায়গায় "COVID ম্যানেজমেন্ট" শব্দটি ব্যবহার করতে বলেছে এবং তিনি সেই নির্দেশ পালন করেছেন ।