ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত রস্টার মাস্টার, 3 মে পর্যন্ত বন্ধ রাজস্থান হাইকোর্ট - corona news update

3 মে পর্যন্ত বন্ধ খাকছে রাজস্থান হাইকোর্ট । অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় মামলা ছাড়া সবই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Rajasthan
রাজস্থান
author img

By

Published : Apr 26, 2020, 11:36 AM IST

জয়পুর, 26 এপ্রিল : কোরোনায় আক্রান্ত রাজস্থান হাইকোর্টের মাস্টার । এর জেরে আগামী 3 মে পর্যন্ত বন্ধ থাকছে রাজস্থান হাইকোর্ট ।

হাইকোর্টের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় মামলা ছাড়া হাইকোর্টে আগামী 3 মে পর্যন্ত সমস্ত কাজ বন্ধ থাকবে । বিচার চলাকালীন বিচারপতিদের নিকটে বসে থাকা হাইকোর্টের রস্টার মাস্টারের COVID 19 পজ়িটিভ ধরা পড়েছে ।

তবে, হাইকোর্টে যে বিচারপতিদের সঙ্গে ওই ব্যক্তি কাজ করেছেন তাঁদের কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । উল্লেখ্য, রাজস্থানে এই মুহূর্তে কোরোনা আক্রান্তের সংখ্যা 2 হাজার 83 । মৃত্যু হয়েছে 33 জনের । লকডাউন জারি রয়েছে রাজস্থানের প্রায় সব এলাকাতেই ।

জয়পুর, 26 এপ্রিল : কোরোনায় আক্রান্ত রাজস্থান হাইকোর্টের মাস্টার । এর জেরে আগামী 3 মে পর্যন্ত বন্ধ থাকছে রাজস্থান হাইকোর্ট ।

হাইকোর্টের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় মামলা ছাড়া হাইকোর্টে আগামী 3 মে পর্যন্ত সমস্ত কাজ বন্ধ থাকবে । বিচার চলাকালীন বিচারপতিদের নিকটে বসে থাকা হাইকোর্টের রস্টার মাস্টারের COVID 19 পজ়িটিভ ধরা পড়েছে ।

তবে, হাইকোর্টে যে বিচারপতিদের সঙ্গে ওই ব্যক্তি কাজ করেছেন তাঁদের কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । উল্লেখ্য, রাজস্থানে এই মুহূর্তে কোরোনা আক্রান্তের সংখ্যা 2 হাজার 83 । মৃত্যু হয়েছে 33 জনের । লকডাউন জারি রয়েছে রাজস্থানের প্রায় সব এলাকাতেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.