জয়পুর, 14 অগাস্ট : পেহলু খান হত্যা মামলায় বেকসুর খালাস ছয় অভিযুক্ত । আজ রাজস্থানের আলওয়ার কোর্ট এই রায় দেয় । 7 অগাস্ট এই মামলার শুনানি শেষ হয় । সেদিনই বিচারক জানিয়ে দেন, আজ হবে রায় ঘোষণা ।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি যোগেন্দ্র খাটানা বলেন, "বেনিফিট অফ ডাউটে 6 অভিযুক্তকে বেকসুর খালাস করেছে আদালত । আমরা এখনও আদালতের অর্ডার কপি পায়নি । সেটা দেখে উচ্চতর আদালতে আবেদন জানাব ।"
1 এপ্রিল 2017 । রাজস্থানে গোরু পাচারের চেষ্টা করছিলেন পেহলু খান ও তাঁর দুই ছেলে । বেহরের কাছে তাঁদের ধরে ফেলে স্থানীয়রা । দেয় গণপিটুনি । ওই বছরের 8 এপ্রিল হাসপাতালে মারা যান পেহলু । এই ঘটনায় সাতটি FIR রুজু করে পুলিশ । একটি পেহলুর মৃত্যুতে । অন্য ছ'টি বেআইনি ভাবে গবাদিপশু পাচারের অভিযোগে । পেহলুর মৃত্যু সংক্রান্ত মামলাটি শেষ হলেও অন্য ছ'টি মামলার তদন্ত ও শুনানি চলছে ।
আরও পড়ুন: জলপথে হতে পারে হামলা, হাই অ্যালার্ট মুম্বই উপকূলে
পেহলুর মৃত্যুর ঘটনায় 31 মে 2017-তে বিপিন, রবীন্দ্র, কালু রাম, দয়া নন্দ ও যোগেশ কুমারের বিরুদ্ধে একটি চার্জশিট পেশ করে পুলিশ । সেইসঙ্গে গোলিয়া ও ভীম রথি নামে দু'জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ হয় । এছাড়া দুই নাবালকের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে । তাদের শুনানি চলছে জুভেনাইল আদালতে ।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি যোগেন্দ্র খাটানার কথায়, এই মামলায় 47 জন সাক্ষীর বক্তব্য নথিভুক্ত করা হয়েছে । এরমধ্যে ছিল পেহলুর দুই ছেলেও ।