ETV Bharat / bharat

বেনিফিট অফ ডাউটে বেকসুর খালাস পেহলু হত্যা মামলায় 6 অভিযুক্ত - rajasthan Pehlu Khan lynching case

পেহলু খান হত্যা মামলায় বেকসুর খালাস ছয় অভিযুক্ত । আজ রাজস্থানের আলওয়ার কোর্ট এই রায় দেয় ।

পেহলু খান- ফাইল ছবি
author img

By

Published : Aug 14, 2019, 7:29 PM IST

জয়পুর, 14 অগাস্ট : পেহলু খান হত্যা মামলায় বেকসুর খালাস ছয় অভিযুক্ত । আজ রাজস্থানের আলওয়ার কোর্ট এই রায় দেয় । 7 অগাস্ট এই মামলার শুনানি শেষ হয় । সেদিনই বিচারক জানিয়ে দেন, আজ হবে রায় ঘোষণা ।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি যোগেন্দ্র খাটানা বলেন, "বেনিফিট অফ ডাউটে 6 অভিযুক্তকে বেকসুর খালাস করেছে আদালত । আমরা এখনও আদালতের অর্ডার কপি পায়নি । সেটা দেখে উচ্চতর আদালতে আবেদন জানাব ।"

1 এপ্রিল 2017 । রাজস্থানে গোরু পাচারের চেষ্টা করছিলেন পেহলু খান ও তাঁর দুই ছেলে । বেহরের কাছে তাঁদের ধরে ফেলে স্থানীয়রা । দেয় গণপিটুনি । ওই বছরের 8 এপ্রিল হাসপাতালে মারা যান পেহলু । এই ঘটনায় সাতটি FIR রুজু করে পুলিশ । একটি পেহলুর মৃত্যুতে । অন্য ছ'টি বেআইনি ভাবে গবাদিপশু পাচারের অভিযোগে । পেহলুর মৃত্যু সংক্রান্ত মামলাটি শেষ হলেও অন্য ছ'টি মামলার তদন্ত ও শুনানি চলছে ।

আরও পড়ুন: জলপথে হতে পারে হামলা, হাই অ্যালার্ট মুম্বই উপকূলে

পেহলুর মৃত্যুর ঘটনায় 31 মে 2017-তে বিপিন, রবীন্দ্র, কালু রাম, দয়া নন্দ ও যোগেশ কুমারের বিরুদ্ধে একটি চার্জশিট পেশ করে পুলিশ । সেইসঙ্গে গোলিয়া ও ভীম রথি নামে দু'জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ হয় । এছাড়া দুই নাবালকের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে । তাদের শুনানি চলছে জুভেনাইল আদালতে ।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি যোগেন্দ্র খাটানার কথায়, এই মামলায় 47 জন সাক্ষীর বক্তব্য নথিভুক্ত করা হয়েছে । এরমধ্যে ছিল পেহলুর দুই ছেলেও ।

জয়পুর, 14 অগাস্ট : পেহলু খান হত্যা মামলায় বেকসুর খালাস ছয় অভিযুক্ত । আজ রাজস্থানের আলওয়ার কোর্ট এই রায় দেয় । 7 অগাস্ট এই মামলার শুনানি শেষ হয় । সেদিনই বিচারক জানিয়ে দেন, আজ হবে রায় ঘোষণা ।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি যোগেন্দ্র খাটানা বলেন, "বেনিফিট অফ ডাউটে 6 অভিযুক্তকে বেকসুর খালাস করেছে আদালত । আমরা এখনও আদালতের অর্ডার কপি পায়নি । সেটা দেখে উচ্চতর আদালতে আবেদন জানাব ।"

1 এপ্রিল 2017 । রাজস্থানে গোরু পাচারের চেষ্টা করছিলেন পেহলু খান ও তাঁর দুই ছেলে । বেহরের কাছে তাঁদের ধরে ফেলে স্থানীয়রা । দেয় গণপিটুনি । ওই বছরের 8 এপ্রিল হাসপাতালে মারা যান পেহলু । এই ঘটনায় সাতটি FIR রুজু করে পুলিশ । একটি পেহলুর মৃত্যুতে । অন্য ছ'টি বেআইনি ভাবে গবাদিপশু পাচারের অভিযোগে । পেহলুর মৃত্যু সংক্রান্ত মামলাটি শেষ হলেও অন্য ছ'টি মামলার তদন্ত ও শুনানি চলছে ।

আরও পড়ুন: জলপথে হতে পারে হামলা, হাই অ্যালার্ট মুম্বই উপকূলে

পেহলুর মৃত্যুর ঘটনায় 31 মে 2017-তে বিপিন, রবীন্দ্র, কালু রাম, দয়া নন্দ ও যোগেশ কুমারের বিরুদ্ধে একটি চার্জশিট পেশ করে পুলিশ । সেইসঙ্গে গোলিয়া ও ভীম রথি নামে দু'জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ হয় । এছাড়া দুই নাবালকের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে । তাদের শুনানি চলছে জুভেনাইল আদালতে ।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি যোগেন্দ্র খাটানার কথায়, এই মামলায় 47 জন সাক্ষীর বক্তব্য নথিভুক্ত করা হয়েছে । এরমধ্যে ছিল পেহলুর দুই ছেলেও ।

Kolhapur (Maharashtra), Aug 09 (ANI): Life came to standstill in Maharashtra's Kolhapur following flash floods. Floods have affected several areas of the state throwing normal life out of gear. Road connectivity is severely affected due to flash floods. Army officials and NDRF are engaged in rescue operations.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.