বেঙ্গালুরু, 2 জানুয়ারি : ধর্মের ভিত্তিতেই তৈরি হয়েছিল পাকিস্তান । যারা নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে কথা বলছেন, আন্দোলন করছেন, তারা পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলছেন না কেন ? সেখানেও তো সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় । আজ কর্নাটকের টুমকুরুর একটি সভা থেকে CAA নিয়ে ফের একবার বিরোধীদের আক্রমণ করলেন নরেন্দ্র মোদি ।
দু'দিনের কর্নাটক সফরে নরেন্দ্র মোদি । আজ প্রথমদিন টুমকুরে জনসভা করেন তিনি । সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকেই বিরোধীদের কটাক্ষ করেন । বলেন, "যদি স্লোগান দিতেই হয় তাহলে পাকিস্তানে অত্যাচারিত সংখ্যালঘুদের জন্য দিন । যারা ওখানে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে দিন । পাকিস্তান 70 বছর ধরে যে অন্যায় করছে তার বিরোধিতা করুন ।"
জনসভা থেকে তিনি আরও বলেন, "যারা (কংগ্রেস ও তার জোট সঙ্গীরা ) আমাদের ঘৃণা করে তারা তাদের এই মনোভাবটা দেশের সংসদের প্রতি দেখিয়ে ফেলছে । সংসদের বিরোধিতা করছে । পাকিস্তানে হিন্দুদের উপর যা হচ্ছে তার বিরুদ্ধে গলা তুলুন ।"
টুমকুরে সভা শেষে আজ সন্ধ্যায় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে যান প্রধানমন্ত্রী । পরে আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেন ৷