ETV Bharat / bharat

CAA নিয়ে চিৎকার না করে পাকিস্তানের বিরুদ্ধে সরব হতে বিরোধীদের পরামর্শ মোদির - CAA নিয়ে বিরোধীদের আক্রমণ মোদির

কর্নাটক সফরে নরেন্দ্র মোদি । জনসভায় বক্তব্য রাখতে গিয়ে CAA নিয়ে বিরোধীদের আক্রমণ করেন তিনি ।

Modi
মোদি
author img

By

Published : Jan 2, 2020, 11:24 PM IST

বেঙ্গালুরু, 2 জানুয়ারি : ধর্মের ভিত্তিতেই তৈরি হয়েছিল পাকিস্তান । যারা নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে কথা বলছেন, আন্দোলন করছেন, তারা পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলছেন না কেন ? সেখানেও তো সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় । আজ কর্নাটকের টুমকুরুর একটি সভা থেকে CAA নিয়ে ফের একবার বিরোধীদের আক্রমণ করলেন নরেন্দ্র মোদি ।

দু'দিনের কর্নাটক সফরে নরেন্দ্র মোদি । আজ প্রথমদিন টুমকুরে জনসভা করেন তিনি । সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকেই বিরোধীদের কটাক্ষ করেন । বলেন, "যদি স্লোগান দিতেই হয় তাহলে পাকিস্তানে অত্যাচারিত সংখ্যালঘুদের জন্য দিন । যারা ওখানে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে দিন । পাকিস্তান 70 বছর ধরে যে অন্যায় করছে তার বিরোধিতা করুন ।"

জনসভা থেকে তিনি আরও বলেন, "যারা (কংগ্রেস ও তার জোট সঙ্গীরা ) আমাদের ঘৃণা করে তারা তাদের এই মনোভাবটা দেশের সংসদের প্রতি দেখিয়ে ফেলছে । সংসদের বিরোধিতা করছে । পাকিস্তানে হিন্দুদের উপর যা হচ্ছে তার বিরুদ্ধে গলা তুলুন ।"

টুমকুরে সভা শেষে আজ সন্ধ্যায় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে যান প্রধানমন্ত্রী । পরে আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেন ৷

বেঙ্গালুরু, 2 জানুয়ারি : ধর্মের ভিত্তিতেই তৈরি হয়েছিল পাকিস্তান । যারা নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে কথা বলছেন, আন্দোলন করছেন, তারা পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলছেন না কেন ? সেখানেও তো সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় । আজ কর্নাটকের টুমকুরুর একটি সভা থেকে CAA নিয়ে ফের একবার বিরোধীদের আক্রমণ করলেন নরেন্দ্র মোদি ।

দু'দিনের কর্নাটক সফরে নরেন্দ্র মোদি । আজ প্রথমদিন টুমকুরে জনসভা করেন তিনি । সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকেই বিরোধীদের কটাক্ষ করেন । বলেন, "যদি স্লোগান দিতেই হয় তাহলে পাকিস্তানে অত্যাচারিত সংখ্যালঘুদের জন্য দিন । যারা ওখানে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে দিন । পাকিস্তান 70 বছর ধরে যে অন্যায় করছে তার বিরোধিতা করুন ।"

জনসভা থেকে তিনি আরও বলেন, "যারা (কংগ্রেস ও তার জোট সঙ্গীরা ) আমাদের ঘৃণা করে তারা তাদের এই মনোভাবটা দেশের সংসদের প্রতি দেখিয়ে ফেলছে । সংসদের বিরোধিতা করছে । পাকিস্তানে হিন্দুদের উপর যা হচ্ছে তার বিরুদ্ধে গলা তুলুন ।"

টুমকুরে সভা শেষে আজ সন্ধ্যায় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে যান প্রধানমন্ত্রী । পরে আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেন ৷

New Delhi, Jan 02 (ANI): Ministry of External Affairs Spokesperson Raveesh Kumar on January 2 informed about the India-Japan Summit. He said that India is in touch with the Japanese side and hope that very soon both the countries will come to finalisation of the date.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.