ETV Bharat / bharat

100 বছর ধরে বৃষ্টির জল সংরক্ষণ করে আসছে সিমলার IIAS - ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যান্ডভান্সড স্টাডিজ়

পাহাড়ি অঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণ করাটা কার্যত কঠিন । অথচ হিমাচলের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ়ের বিল্ডিংয়ে 100 বছর ধরে চলছে জল সংরক্ষণের কাজ ।

100 বছর ধরে বৃষ্টির জল সংরক্ষণ করে আসছে সিমলার IIAS
5th story of water conservation series from HP
author img

By

Published : Aug 10, 2020, 12:18 AM IST

Updated : Aug 11, 2020, 11:15 AM IST

সিমলা, 10 অগাস্ট : পাহাড় ঘেরা শহর সিমলার বুকে মাথা তুলে দাঁড়িয়ে এক বিশাল অট্টালিকা ৷ গত 132 বছর ধরে সিমলার সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে এটি ৷ ভারতের স্বাধীনতা আন্দোলনের বহু ইতিহাসের সাক্ষী এই ইমারত এক সময় ভাইসরিগ্যাল লজ নামে পরিচিত ছিল ৷ তৎকালীন ভাইসরয় লর্ড ডাফরিন এই বাড়িতে থাকতেন ৷ বর্তমানে যা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ় নামে পরিচিত ৷ উচ্চশিক্ষার জন্য দেশ-বিদেশের বহু ছাত্রছাত্রী এখানে আসেন ৷ তাছাড়া প্রতি বছর লাখো লাখো পর্যটক শতবর্ষ পুরানো এই বিল্ডিং ও তার বিশাল বাগানের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান ৷

99 একর জায়গা জুড়ে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ় ৷ 30 একর জায়গা জুড়ে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ়ের বাগান ৷ বিশাল অংশ জুড়ে ছড়িয়ে থাকা এই বাগানের পরিচর্যার জন্য প্রয়োজন প্রচুর জল ৷ 2018 সালের সিমলায় তীব্র জল সংকট দেখা দিয়েছিল ৷ তা সত্ত্বেও এই বাগানের পরিচর্যায় কোনও ঘাটতি হয়নি ৷ জলের অভাবও দেখা দেয়নি ৷ এর পিছনে রয়েছে ব্রিটিশদের দূরদর্শী চিন্তাভাবনা ৷ 1888 সালে এই বিল্ডিং যখন তৈরি হয়েছিল তখনই এর নিচে বিশাল জলের ট্যাঙ্ক তৈরি করা হয় ৷ পাইপের মাধ্যমে বিল্ডিংয়ের সঙ্গে এই ট্যাঙ্কের যোগাযোগ ছিল ৷ বাড়ির ছাদে জমা বৃষ্টির জল পাইপের মাধ্যমে ট্যাঙ্কে সংরক্ষণ করা হত ৷ ভবিষ্যতে ব্যবহারের জন্য ৷

100 বছর ধরে বৃষ্টির জল সংরক্ষণ করে আসছে সিমলার IIAS

এখানে 6টি আন্ডার গ্রাউন্ড ট্যাঙ্ক রয়েছে ৷ তার মধ্যে 4টি বিশাল ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা 1.2 মিলিয়ন গ্যালন ৷ এই পরিমাণ জল সারা বছর ধরে 30 একর জায়গার ওই বাগানের পরিচর্যার কাজে ব্যবহার করা হয় ৷ বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর 80 শতাংশ জল বৃষ্টির জল বয়ে যায় ৷ তার একটা বড় অংশ এখানে সংরক্ষণ করে রাখা হয় ৷ যদিও সমতলের থেকে পাহাড় অঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণ প্রক্রিয়াটি তুলনামূলক কঠিন ৷

পাহাড়ি অঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণ করাটা কার্যত কঠিন । অথচ হিমাচলের এই বিল্ডিংয়ে গত 100 বছর ধরে চলছে জল সংরক্ষণের কাজ । সিমলার এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ়ের জল সংরক্ষণ ব্যবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে যে এটা কোনও রকেট সায়েন্স নয় ৷ শুধুমাত্র ভালো নীতি ও সৎ উদ্দেশ্য থাকলেই এমনটা সম্ভব ৷

সিমলা, 10 অগাস্ট : পাহাড় ঘেরা শহর সিমলার বুকে মাথা তুলে দাঁড়িয়ে এক বিশাল অট্টালিকা ৷ গত 132 বছর ধরে সিমলার সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে এটি ৷ ভারতের স্বাধীনতা আন্দোলনের বহু ইতিহাসের সাক্ষী এই ইমারত এক সময় ভাইসরিগ্যাল লজ নামে পরিচিত ছিল ৷ তৎকালীন ভাইসরয় লর্ড ডাফরিন এই বাড়িতে থাকতেন ৷ বর্তমানে যা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ় নামে পরিচিত ৷ উচ্চশিক্ষার জন্য দেশ-বিদেশের বহু ছাত্রছাত্রী এখানে আসেন ৷ তাছাড়া প্রতি বছর লাখো লাখো পর্যটক শতবর্ষ পুরানো এই বিল্ডিং ও তার বিশাল বাগানের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান ৷

99 একর জায়গা জুড়ে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ় ৷ 30 একর জায়গা জুড়ে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ়ের বাগান ৷ বিশাল অংশ জুড়ে ছড়িয়ে থাকা এই বাগানের পরিচর্যার জন্য প্রয়োজন প্রচুর জল ৷ 2018 সালের সিমলায় তীব্র জল সংকট দেখা দিয়েছিল ৷ তা সত্ত্বেও এই বাগানের পরিচর্যায় কোনও ঘাটতি হয়নি ৷ জলের অভাবও দেখা দেয়নি ৷ এর পিছনে রয়েছে ব্রিটিশদের দূরদর্শী চিন্তাভাবনা ৷ 1888 সালে এই বিল্ডিং যখন তৈরি হয়েছিল তখনই এর নিচে বিশাল জলের ট্যাঙ্ক তৈরি করা হয় ৷ পাইপের মাধ্যমে বিল্ডিংয়ের সঙ্গে এই ট্যাঙ্কের যোগাযোগ ছিল ৷ বাড়ির ছাদে জমা বৃষ্টির জল পাইপের মাধ্যমে ট্যাঙ্কে সংরক্ষণ করা হত ৷ ভবিষ্যতে ব্যবহারের জন্য ৷

100 বছর ধরে বৃষ্টির জল সংরক্ষণ করে আসছে সিমলার IIAS

এখানে 6টি আন্ডার গ্রাউন্ড ট্যাঙ্ক রয়েছে ৷ তার মধ্যে 4টি বিশাল ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা 1.2 মিলিয়ন গ্যালন ৷ এই পরিমাণ জল সারা বছর ধরে 30 একর জায়গার ওই বাগানের পরিচর্যার কাজে ব্যবহার করা হয় ৷ বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর 80 শতাংশ জল বৃষ্টির জল বয়ে যায় ৷ তার একটা বড় অংশ এখানে সংরক্ষণ করে রাখা হয় ৷ যদিও সমতলের থেকে পাহাড় অঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণ প্রক্রিয়াটি তুলনামূলক কঠিন ৷

পাহাড়ি অঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণ করাটা কার্যত কঠিন । অথচ হিমাচলের এই বিল্ডিংয়ে গত 100 বছর ধরে চলছে জল সংরক্ষণের কাজ । সিমলার এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ়ের জল সংরক্ষণ ব্যবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে যে এটা কোনও রকেট সায়েন্স নয় ৷ শুধুমাত্র ভালো নীতি ও সৎ উদ্দেশ্য থাকলেই এমনটা সম্ভব ৷

Last Updated : Aug 11, 2020, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.