ETV Bharat / bharat

12 সেপ্টেম্বর থেকে আরও 40 জোড়া স্পেশাল ট্রেন - আনলক 4

এবার আরও 40 জোড়া স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল কেন্দ্র । 10 তারিখ থেকে এই নতুন স্পেশাল ট্রেনের টিকিট বুকিং শুরু হবে ।

Indian Railways
প্রতীকী ছবি
author img

By

Published : Sep 5, 2020, 4:48 PM IST

Updated : Sep 5, 2020, 5:42 PM IST

দিল্লি, 5 সেপ্টেম্বর : আনলক 4-এর গাইডলাইনে আগেই রাজ্যগুলির অনুমতিসাপেক্ষে মেট্রো পরিষেবা চালু করার জন্য সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র । এবার আরও 40 জোড়া স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল । 12 সেপ্টেম্বর থেকে এই নতুন স্পেশাল ট্রেন চলাচল করবে । 10 তারিখ থেকে এই নতুন স্পেশাল ট্রেনের টিকিট বুকিং শুরু হবে ।

এখনও পর্যন্ত কোরোনা পরিস্থিতিতে 115 জোড়া স্পেশাল ট্রেন চলাচল করছে । তার সঙ্গে এবার আরও 40 জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল । এমনই জানালেন রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব । কোরোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর মার্চ থেকে বন্ধ রয়েছে স্বাভাবিক রেল পরিষেবা ।

বিনোদ কুমার যাদব বলেন, বর্তমানে যেসব ট্রেনগুলি চলছে সেগুলিকে পর্যবেক্ষণে রাখা হবে । কোন ট্রেনগুলির লম্বা ওয়েটিং লিস্ট রয়েছে তা নির্ধারণ করা হবে । তিনি আরও বলেন, "যেখানেই নির্দিষ্ট কোনও একটি ট্রেনের চাহিদা বেশি দেখা যাবে বা লম্বা ওয়েটিং লিস্ট থাকবে, আমরা সেখানে আরও একটি ট্রেন চালাব ৷ যাতে সব যাত্রী যাতায়াত করতে পারেন ।" পাশাপাশি পরীক্ষা বা সমতুল্য কোনও কারণে কোনও রাজ্যে ট্রেনের দরকার পড়লে সেখানেও ট্রেন চালানো হবে ।

কোরোনার জেরে মার্চের শেষের দিকে বন্ধ হয়ে যায় সমস্তরকম রেল পরিষেবা । প্রায় দু'মাস পুরোপুরি পরিষেবা বন্ধ থাকার পর মে'র শুরুতে কিছু বিশেষ ট্রেন ও শ্রমিক স্পেশাল ট্রেনের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার । সেই থেকে বিশেষ ট্রেনই শুধু চালু রয়েছে দেশে । বিশেষ ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও চালু হয়নি লোকাল ট্রেন পরিষেবা ।

দিল্লি, 5 সেপ্টেম্বর : আনলক 4-এর গাইডলাইনে আগেই রাজ্যগুলির অনুমতিসাপেক্ষে মেট্রো পরিষেবা চালু করার জন্য সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র । এবার আরও 40 জোড়া স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল । 12 সেপ্টেম্বর থেকে এই নতুন স্পেশাল ট্রেন চলাচল করবে । 10 তারিখ থেকে এই নতুন স্পেশাল ট্রেনের টিকিট বুকিং শুরু হবে ।

এখনও পর্যন্ত কোরোনা পরিস্থিতিতে 115 জোড়া স্পেশাল ট্রেন চলাচল করছে । তার সঙ্গে এবার আরও 40 জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল । এমনই জানালেন রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব । কোরোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর মার্চ থেকে বন্ধ রয়েছে স্বাভাবিক রেল পরিষেবা ।

বিনোদ কুমার যাদব বলেন, বর্তমানে যেসব ট্রেনগুলি চলছে সেগুলিকে পর্যবেক্ষণে রাখা হবে । কোন ট্রেনগুলির লম্বা ওয়েটিং লিস্ট রয়েছে তা নির্ধারণ করা হবে । তিনি আরও বলেন, "যেখানেই নির্দিষ্ট কোনও একটি ট্রেনের চাহিদা বেশি দেখা যাবে বা লম্বা ওয়েটিং লিস্ট থাকবে, আমরা সেখানে আরও একটি ট্রেন চালাব ৷ যাতে সব যাত্রী যাতায়াত করতে পারেন ।" পাশাপাশি পরীক্ষা বা সমতুল্য কোনও কারণে কোনও রাজ্যে ট্রেনের দরকার পড়লে সেখানেও ট্রেন চালানো হবে ।

কোরোনার জেরে মার্চের শেষের দিকে বন্ধ হয়ে যায় সমস্তরকম রেল পরিষেবা । প্রায় দু'মাস পুরোপুরি পরিষেবা বন্ধ থাকার পর মে'র শুরুতে কিছু বিশেষ ট্রেন ও শ্রমিক স্পেশাল ট্রেনের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার । সেই থেকে বিশেষ ট্রেনই শুধু চালু রয়েছে দেশে । বিশেষ ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও চালু হয়নি লোকাল ট্রেন পরিষেবা ।

Last Updated : Sep 5, 2020, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.