ETV Bharat / bharat

14 এপ্রিল বা তার আগে বুকিং টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেবে রেল

ভারতীয় রেলের তরফ থেকে 14 এপ্রিল এবং তার আগের সমস্ত ট্রেন বাতিল ঘোষণা করে যাত্রীদের টিকিটের সম্পূর্ণ দাম ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হল।

Indian railway board
Indian railway board
author img

By

Published : Jun 24, 2020, 12:01 PM IST

Updated : Jun 24, 2020, 9:03 PM IST

দিল্লি, 24 জুন : 14 এপ্রিল বা তার আগের বুকিং টিকিট বাতিল ঘোষণা করে ভারতীয় রেলের তরফ থেকে সমস্ত টিকিটের সম্পূর্ণ দাম গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার কথা জানানো হল।

ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে গতকাল জারি করা একটি নির্দেশিকায় বলা হয়েছে, " 14 এপ্রিল বা তার আগের নিয়মিত টাইম টেবিল অনুযায়ী সমস্ত ট্রেন গুলি বাতিল ঘোষণা করা হল এবং যাত্রীদের সম্পূর্ণ টিকিট মূল্য ফিরিয়ে দেওয়া হবে। "

লকডাউন জারি করার পর 25 মার্চ থেকে ভারতীয় রেলের সমস্ত যাত্রীবাহী, মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করে দেওয়া হয়। 14 মে, ভারতীয় রেলের তরফ থেকে 30 জুন অবধি সমস্ত প্রাত্যহিক ট্রেনের টিকিট বাতিল ঘোষণা করা হয় এবং যাত্রীদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিক, পড়ুয়া, পর্যটকদের ফিরিয়ে আনতে 1 মে থেকে ভারতীয় রেলের তরফে শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় । এরপরে 12 মে থেকে 15 জোড়া বিশেষ AC ট্রেন এবং 1 জুন থেকে 200 টি ট্রেন টাইম টেবিল অনুযায়ী চালানো শুরু করা হয় ভারতীয় রেলের তরফ থেকে।

দিল্লি, 24 জুন : 14 এপ্রিল বা তার আগের বুকিং টিকিট বাতিল ঘোষণা করে ভারতীয় রেলের তরফ থেকে সমস্ত টিকিটের সম্পূর্ণ দাম গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার কথা জানানো হল।

ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে গতকাল জারি করা একটি নির্দেশিকায় বলা হয়েছে, " 14 এপ্রিল বা তার আগের নিয়মিত টাইম টেবিল অনুযায়ী সমস্ত ট্রেন গুলি বাতিল ঘোষণা করা হল এবং যাত্রীদের সম্পূর্ণ টিকিট মূল্য ফিরিয়ে দেওয়া হবে। "

লকডাউন জারি করার পর 25 মার্চ থেকে ভারতীয় রেলের সমস্ত যাত্রীবাহী, মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করে দেওয়া হয়। 14 মে, ভারতীয় রেলের তরফ থেকে 30 জুন অবধি সমস্ত প্রাত্যহিক ট্রেনের টিকিট বাতিল ঘোষণা করা হয় এবং যাত্রীদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিক, পড়ুয়া, পর্যটকদের ফিরিয়ে আনতে 1 মে থেকে ভারতীয় রেলের তরফে শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় । এরপরে 12 মে থেকে 15 জোড়া বিশেষ AC ট্রেন এবং 1 জুন থেকে 200 টি ট্রেন টাইম টেবিল অনুযায়ী চালানো শুরু করা হয় ভারতীয় রেলের তরফ থেকে।

Last Updated : Jun 24, 2020, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.