ETV Bharat / bharat

পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে বিস্কুট ছুড়ল রেলকর্মী

একটি তিন মিনিটের ভিডিয়ো । হাতে বিস্কুটের একটি পেটি । ট্রেনের জানালা- দরজার সামনে দাঁড়িয়ে পেটি থেকে বিস্কুট বের করে ছুড়ছেন এক ব্যক্তি । ওপারে কয়েকজনও লুফে নিচ্ছেন বিস্কুটের প্যাকেটগুলি । ভিডিয়োটি রেলওয়ে আধিকারিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হয় । যা দেখতে পেয়ে এক রেলকর্মীকে সাসপেন্ড করল রেল ।

ছবি
ছবি
author img

By

Published : May 31, 2020, 2:42 PM IST

লখনউ, 31 মে : ট্রেনে বসে রয়েছেন কয়েকজন । তাঁদের দিকে ট্রেনের বাইরে থেকে বিস্কুটের প্যাকেট ছুড়ে দিচ্ছেন জনৈক এক জন । আর ট্রেনে বসে থাকা লোকগুলো দ্রুত তা লুফে নিচ্ছেন ।

সম্প্রতি এমনই এক ভিডিয়ো ভাইরাল হয় । খোঁজ করতে গিয়ে দেখা যায়, যিনি বিস্কুট দিচ্ছেন তিনি রেলেরই এক পদস্থ আধিকারিক । আর যাঁদের দিকে তিনি তা বিস্কুট দিচ্ছেন, তাঁরা ভিন রাজ্যে কাজ হারিয়ে নিজ ভূমে ফিরতে থাকা শ্রমিক ।

ঘটনাটি উত্তরপ্রদেশের ফিরোজাবাদের । এক শ্রমিক স্পেশালের সামনে এমন কাণ্ড ঘটিয়ে সাসপেন্ড ওই রেলকর্মী ।


তিন মিনিটের ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্টেশন চত্বরে দাঁড়িয়ে ওই ব্যক্তি । গায়ে হালকা কমলা রঙের জামা । সঙ্গে বিস্কুটের একটি পেটি । তা থেকে বিস্কুট বের করে ছুড়ছেন । ডি কে দিক্ষিত নামে ওই রেলকর্মী তাঁর জন্মদিনে শ্রমিকদের বিস্কুট খাওয়াচ্ছিলেন বলে পরে জানা যায় । ভিডিয়োতে শোনা যায়, শ্রমিকরা আরও বিস্কুট চাইলে তিনি বলছেন, এই তো দিলাম, ভাগ করে খান ।


ভিডিয়োটি রেল আধিকারিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হয় । যা দেখতে পেয়ে ডি কে দিক্ষিতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে রেল ।

যেভাবে বিস্কুট দেওয়া হচ্ছে, তা আদতে পরিযায়ী শ্রমিকদের অপমান করার সামিল বলেই দেখছে রেল । আর সে-জন্যই এমন পদক্ষেপ বলে রেলের তরফে জানানো হয়েছে । প্রসঙ্গত, কোরোনা এবং লকডাউন মধ্যবর্তী সময় বার বার খবরে উঠে এসেছে উত্তরপ্রদেশ । কখনও ভিন রাজ্যের শ্রমিকদের সঙ্গে যোগী-রাজ্যের পুলিশদের খারাপ ব্যবহার কখনও আবার শ্রমিকদের জীবাণুনাশক স্প্রে, এবার সেই তালিকায় যুক্ত হল বিস্কুট-কেলেঙ্কারি ।

লখনউ, 31 মে : ট্রেনে বসে রয়েছেন কয়েকজন । তাঁদের দিকে ট্রেনের বাইরে থেকে বিস্কুটের প্যাকেট ছুড়ে দিচ্ছেন জনৈক এক জন । আর ট্রেনে বসে থাকা লোকগুলো দ্রুত তা লুফে নিচ্ছেন ।

সম্প্রতি এমনই এক ভিডিয়ো ভাইরাল হয় । খোঁজ করতে গিয়ে দেখা যায়, যিনি বিস্কুট দিচ্ছেন তিনি রেলেরই এক পদস্থ আধিকারিক । আর যাঁদের দিকে তিনি তা বিস্কুট দিচ্ছেন, তাঁরা ভিন রাজ্যে কাজ হারিয়ে নিজ ভূমে ফিরতে থাকা শ্রমিক ।

ঘটনাটি উত্তরপ্রদেশের ফিরোজাবাদের । এক শ্রমিক স্পেশালের সামনে এমন কাণ্ড ঘটিয়ে সাসপেন্ড ওই রেলকর্মী ।


তিন মিনিটের ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্টেশন চত্বরে দাঁড়িয়ে ওই ব্যক্তি । গায়ে হালকা কমলা রঙের জামা । সঙ্গে বিস্কুটের একটি পেটি । তা থেকে বিস্কুট বের করে ছুড়ছেন । ডি কে দিক্ষিত নামে ওই রেলকর্মী তাঁর জন্মদিনে শ্রমিকদের বিস্কুট খাওয়াচ্ছিলেন বলে পরে জানা যায় । ভিডিয়োতে শোনা যায়, শ্রমিকরা আরও বিস্কুট চাইলে তিনি বলছেন, এই তো দিলাম, ভাগ করে খান ।


ভিডিয়োটি রেল আধিকারিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হয় । যা দেখতে পেয়ে ডি কে দিক্ষিতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে রেল ।

যেভাবে বিস্কুট দেওয়া হচ্ছে, তা আদতে পরিযায়ী শ্রমিকদের অপমান করার সামিল বলেই দেখছে রেল । আর সে-জন্যই এমন পদক্ষেপ বলে রেলের তরফে জানানো হয়েছে । প্রসঙ্গত, কোরোনা এবং লকডাউন মধ্যবর্তী সময় বার বার খবরে উঠে এসেছে উত্তরপ্রদেশ । কখনও ভিন রাজ্যের শ্রমিকদের সঙ্গে যোগী-রাজ্যের পুলিশদের খারাপ ব্যবহার কখনও আবার শ্রমিকদের জীবাণুনাশক স্প্রে, এবার সেই তালিকায় যুক্ত হল বিস্কুট-কেলেঙ্কারি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.