ETV Bharat / bharat

ট্রেনের সময়সূচিতে বদলের খবর ভুয়ো, জানাল রেলমন্ত্রক - 702টি স্পেশাল ট্রেন

মার্চ মাসে লকডাউন শুরুর পর থেকেই দেশের সর্বত্র লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে ৷ কেবলমাত্র জরুরি পরিষেবার জন্য় মোট 702টি স্পেশাল ট্রেন রোজ চালানো হচ্ছে ৷

railway_ministry_clarify_that_no_time_table_is_going_to_be_changed_from_1st_november
ট্রেনের সময়সূচিতে বদলের খবর ভুয়ো, জানালো রেলমন্ত্রক
author img

By

Published : Nov 1, 2020, 5:32 PM IST

কলকাতা, 1 নভেম্বর : লোকাল বা দূরপাল্লার ট্রেনের সময়সূচিতে কোনও বদল হচ্ছে না ৷ রেলমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনই জানানো হল ৷ প্রসঙ্গত, কয়েকটি সংবাদপত্রের খবর অনুযায়ী, 1 নভেম্বর থেকে ভারতীয় রেলের প্রায় 13 হাজার ট্রেনের সময় সূচি বদলাতে চলেছে ভারতীয় রেল ৷ এই খবরকে ঘিরে বিভ্রান্তি ছড়াতে শুরু করে ৷ আজ বিজ্ঞপ্তি জারি করে সেই খবর ভুয়ো বলে জানিয়েছে রেলমন্ত্রক ৷

রবিবার রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, মার্চ মাসে লকডাউন শুরুর পর থেকেই দেশের সর্বত্র লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে ৷ কেবলমাত্র জরুরি পরিষেবার জন্য় মোট 702টি স্পেশাল ট্রেন রোজ চালানো হচ্ছে ৷ এছাড়াও, 450টি উৎসব স্পেশাল দূরপাল্লার ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল ৷ সঙ্গে এও বলা হয়, মুম্বই ও কলকাতার কিছু মফস্বল অঞ্চলেও জরুরি পরিষেবার জন্য় কিছু স্পেশাল ট্রেন চালানো হচ্ছে ৷ তবে, 1 নভেম্বর থেকে 13 হাজার ট্রেনের সময়সূচি বদলের যে খবর সংবাদমাধ্য়মে বেরিয়েছে, তা সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর ৷ এমনকী নতুন সময়সূচি তৈরি করার খবরটিও সম্পূর্ণ ভুল বলে রেলের তরফে জানানো হয়েছে ৷

পাশাপাশি এও স্পষ্ট করে দেওয়া হয়, আরও ট্রেন চালানো নিয়ে রেলওয়ে বোর্ড প্রতিনিয়ত আলোচনা চালাচ্ছে ৷ প্রয়োজন মতো ট্রেন বাড়ানো হলে রেলের তরফে তা জানানো হবে ৷ সে নিয়েও রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান হয়েছে ৷

কলকাতা, 1 নভেম্বর : লোকাল বা দূরপাল্লার ট্রেনের সময়সূচিতে কোনও বদল হচ্ছে না ৷ রেলমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনই জানানো হল ৷ প্রসঙ্গত, কয়েকটি সংবাদপত্রের খবর অনুযায়ী, 1 নভেম্বর থেকে ভারতীয় রেলের প্রায় 13 হাজার ট্রেনের সময় সূচি বদলাতে চলেছে ভারতীয় রেল ৷ এই খবরকে ঘিরে বিভ্রান্তি ছড়াতে শুরু করে ৷ আজ বিজ্ঞপ্তি জারি করে সেই খবর ভুয়ো বলে জানিয়েছে রেলমন্ত্রক ৷

রবিবার রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, মার্চ মাসে লকডাউন শুরুর পর থেকেই দেশের সর্বত্র লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে ৷ কেবলমাত্র জরুরি পরিষেবার জন্য় মোট 702টি স্পেশাল ট্রেন রোজ চালানো হচ্ছে ৷ এছাড়াও, 450টি উৎসব স্পেশাল দূরপাল্লার ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল ৷ সঙ্গে এও বলা হয়, মুম্বই ও কলকাতার কিছু মফস্বল অঞ্চলেও জরুরি পরিষেবার জন্য় কিছু স্পেশাল ট্রেন চালানো হচ্ছে ৷ তবে, 1 নভেম্বর থেকে 13 হাজার ট্রেনের সময়সূচি বদলের যে খবর সংবাদমাধ্য়মে বেরিয়েছে, তা সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর ৷ এমনকী নতুন সময়সূচি তৈরি করার খবরটিও সম্পূর্ণ ভুল বলে রেলের তরফে জানানো হয়েছে ৷

পাশাপাশি এও স্পষ্ট করে দেওয়া হয়, আরও ট্রেন চালানো নিয়ে রেলওয়ে বোর্ড প্রতিনিয়ত আলোচনা চালাচ্ছে ৷ প্রয়োজন মতো ট্রেন বাড়ানো হলে রেলের তরফে তা জানানো হবে ৷ সে নিয়েও রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.