ETV Bharat / bharat

কো-মর্বিডিটিতে আক্রান্তদের সফর না করার অনুরোধ রেলমন্ত্রকের - কোরোনা ভাইরাস

কো-মর্বিডিটিতে আক্রান্ত ব্যক্তি, অন্তঃসত্ত্বা, 10 বছরের নিচে শিশু, 65 বছরের বেশি বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে কোরোনায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি ৷

rail ministry appealed to co-morbidity passengers
রেলমন্ত্রকের অনুরোধ
author img

By

Published : May 29, 2020, 2:38 PM IST

দিল্লি, 29 মে : জরুরি কাজ ছাড়া কো-মর্বিডিটিতে আক্রান্ত মানুষকে ট্রেনে সফর না করার পরামর্শ দিচ্ছে রেলমন্ত্রক ৷ আগে থেকে অসুস্থতা আছে এমন মানুষের শরীরে COVID-19 এর সংক্রমণ ঠেকাতে রেলের এই আবেদন ৷ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে বিশেষ ট্রেন চালাচ্ছে রেলমন্ত্রক ৷ কো-মর্বিডিটিতে আক্রান্ত বহু মানুষ এই ট্রেনগুলিতে সফর করছেন ৷ সেক্ষেত্রে কোরোনার সংক্রমণের সম্ভাবনা থেকে যাচ্ছে ৷ এমনকী ট্রেনে সফরের সময় কো-মর্বিডিটিতে আক্রান্ত মানুষের মৃত্যুও হচ্ছে ৷

এই অবস্থায় কো-মর্বিডিটিতে আক্রান্ত ব্যক্তি (যেমন- হাইপার টেনশন, মধুমেহ, হৃদরোগ, ক্যান্সার, রোগ প্রতিরোধ ক্ষমতা কম), অন্তঃসত্ত্বা, 10 বছরের নিচে শিশু, 65 বছরের বেশি বয়স্ক ব্যক্তি যেন ট্রেনে সফর না করেন তার জন্য অনুরোধ জানানো হচ্ছে ৷ পাশাপাশি জানানো হয়েছে, ‘‘ভারতীয় রেল পরিবার 24 ঘণ্টা নাগরিকদের পরিষেবা দিচ্ছে ৷ কিন্তু সুরক্ষার বিষয়টি আমরা সবথেকে গুরুত্ব দিয়ে দেখছি ৷ এই বিষয়ে প্রত্যেকের সহযোগিতা চাইছি ৷ জরুরি প্রয়োজনে আমাদের জানান ৷ আমরা আপনাদের সাহায্য করব ৷’’ 138 এবং 139-এই দুই হেল্পলাইন নাম্বার রেলমন্ত্রকের পক্ষ থেকে চালু করা হয়েছে যাত্রীদের জন্য ৷

দিল্লি, 29 মে : জরুরি কাজ ছাড়া কো-মর্বিডিটিতে আক্রান্ত মানুষকে ট্রেনে সফর না করার পরামর্শ দিচ্ছে রেলমন্ত্রক ৷ আগে থেকে অসুস্থতা আছে এমন মানুষের শরীরে COVID-19 এর সংক্রমণ ঠেকাতে রেলের এই আবেদন ৷ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে বিশেষ ট্রেন চালাচ্ছে রেলমন্ত্রক ৷ কো-মর্বিডিটিতে আক্রান্ত বহু মানুষ এই ট্রেনগুলিতে সফর করছেন ৷ সেক্ষেত্রে কোরোনার সংক্রমণের সম্ভাবনা থেকে যাচ্ছে ৷ এমনকী ট্রেনে সফরের সময় কো-মর্বিডিটিতে আক্রান্ত মানুষের মৃত্যুও হচ্ছে ৷

এই অবস্থায় কো-মর্বিডিটিতে আক্রান্ত ব্যক্তি (যেমন- হাইপার টেনশন, মধুমেহ, হৃদরোগ, ক্যান্সার, রোগ প্রতিরোধ ক্ষমতা কম), অন্তঃসত্ত্বা, 10 বছরের নিচে শিশু, 65 বছরের বেশি বয়স্ক ব্যক্তি যেন ট্রেনে সফর না করেন তার জন্য অনুরোধ জানানো হচ্ছে ৷ পাশাপাশি জানানো হয়েছে, ‘‘ভারতীয় রেল পরিবার 24 ঘণ্টা নাগরিকদের পরিষেবা দিচ্ছে ৷ কিন্তু সুরক্ষার বিষয়টি আমরা সবথেকে গুরুত্ব দিয়ে দেখছি ৷ এই বিষয়ে প্রত্যেকের সহযোগিতা চাইছি ৷ জরুরি প্রয়োজনে আমাদের জানান ৷ আমরা আপনাদের সাহায্য করব ৷’’ 138 এবং 139-এই দুই হেল্পলাইন নাম্বার রেলমন্ত্রকের পক্ষ থেকে চালু করা হয়েছে যাত্রীদের জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.