দিল্লি, 1 ফেব্রুয়ারি : সাধারণ বাজেটের সঙ্গে সঙ্গে আজ পেশ করা হবে রেল বাজেটও ৷ এবারের বাজেটে রেলের পরিকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি নজর থাকবে রেলের বেসরকারি লগ্নিতেও ৷ একগুচ্ছ নতুন প্রকল্পের পাশাপাশি বেশ কয়েকটি রেল স্টেশনের বেসরকারিকরণের কথাও ঘোষণা হতে পারে বলে অনুমান করছেন অর্থনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷
সূত্রের খবর, রেলে এবারে বেশ কিছু ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের দিকেও নজর দেওয়া হতে পারে ৷ ভারতের প্রথম বেসরকারি ট্রেন 'তেজস'-এর ব্যাপক সাফল্যের পরে এবারের রেলে বেসরকারি বিনিয়োগ টানতে কেন্দ্র আরও বেশি করে আগ্রহী হবে মনে করা হচ্ছে ৷ পাশাপাশি একাধিক রেল স্টেশনকে আধুনিকীকরণের দিকেও নজর দেওয়া হবে বলে জানা গেছে ৷
আরও পড়ুন : দূরপাল্লার ট্রেনের স্টপেজ দেওয়া হোক, দাবি ঝাড়গ্রামবাসীর
2024 সালের মধ্যে গোটা দেশের সর্বত্র বৈদ্যুতিক রেল পরিষেবা চালু করে দেওয়া হবে ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছে রেল ৷ কিছুদিন আগেই ভারত ব্রাজ়িল বাণিজ্যিক বৈঠকে পিয়ুশ গোয়েল জানিয়েছিলেন, "2024 সালের মধ্যে ভারতের রেল পরিষেবা সম্পূর্ণভাবে বিদ্যুতচালিত হবে ৷ 2030 সালের মধ্যে গোটা রেল পরিষেবাকে দূষণমুক্ত করা হবে ৷"
আরও পড়ুন : বন্ধ রেল প্রকল্পের কাজ শুরুর দাবি বালুরঘাটবাসীর
1 জানুয়ারি থেকেই রেলের বর্ধিত ভাড়া চালু হয়েছে ৷ তাই নতুন করে এবারের বাজেটে রেলের ভাড়া বাড়ানোর সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ রেলকে লাভের পথে রাখতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রকে ৷ গত আর্থিক বছরে রেলের সবথেকে খারাপ অপারেটিং রেশিয়ো (98.4 শতাংশ) ছিল ৷ মানে 1 টাকা আয় করতে রেলকে 98.4 পয়সা ব্যয় করতে হচ্ছে ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের রেল থেকে লাভের মুখ দেখতে এবারের রেল বাজেটে কী কী পদক্ষেপ নেওয়া হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল ৷