ETV Bharat / bharat

রেল বাজেট 2020 : নজর থাকবে বেসরকারি লগ্নিতে

গত বছরের হিসেব বলছে, 1 টাকা আয় করতে রেলকে 98.4 পয়সা ব্যয় করতে হচ্ছে ৷ এই পরিস্থিতিতে রেল থেকে ফের লাভ বাড়াতে বেসরকারি লগ্নির দিকে এগোতে পারে কেন্দ্র ৷

Rail Budget 2020
ফাইল ছবি
author img

By

Published : Feb 1, 2020, 5:01 AM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : সাধারণ বাজেটের সঙ্গে সঙ্গে আজ পেশ করা হবে রেল বাজেটও ৷ এবারের বাজেটে রেলের পরিকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি নজর থাকবে রেলের বেসরকারি লগ্নিতেও ৷ একগুচ্ছ নতুন প্রকল্পের পাশাপাশি বেশ কয়েকটি রেল স্টেশনের বেসরকারিকরণের কথাও ঘোষণা হতে পারে বলে অনুমান করছেন অর্থনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

সূত্রের খবর, রেলে এবারে বেশ কিছু ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের দিকেও নজর দেওয়া হতে পারে ৷ ভারতের প্রথম বেসরকারি ট্রেন 'তেজস'-এর ব্যাপক সাফল্যের পরে এবারের রেলে বেসরকারি বিনিয়োগ টানতে কেন্দ্র আরও বেশি করে আগ্রহী হবে মনে করা হচ্ছে ৷ পাশাপাশি একাধিক রেল স্টেশনকে আধুনিকীকরণের দিকেও নজর দেওয়া হবে বলে জানা গেছে ৷

আরও পড়ুন : দূরপাল্লার ট্রেনের স্টপেজ দেওয়া হোক, দাবি ঝাড়গ্রামবাসীর

2024 সালের মধ্যে গোটা দেশের সর্বত্র বৈদ্যুতিক রেল পরিষেবা চালু করে দেওয়া হবে ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছে রেল ৷ কিছুদিন আগেই ভারত ব্রাজ়িল বাণিজ্যিক বৈঠকে পিয়ুশ গোয়েল জানিয়েছিলেন, "2024 সালের মধ্যে ভারতের রেল পরিষেবা সম্পূর্ণভাবে বিদ্যুতচালিত হবে ৷ 2030 সালের মধ্যে গোটা রেল পরিষেবাকে দূষণমুক্ত করা হবে ৷"

আরও পড়ুন : বন্ধ রেল প্রকল্পের কাজ শুরুর দাবি বালুরঘাটবাসীর

1 জানুয়ারি থেকেই রেলের বর্ধিত ভাড়া চালু হয়েছে ৷ তাই নতুন করে এবারের বাজেটে রেলের ভাড়া বাড়ানোর সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ রেলকে লাভের পথে রাখতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রকে ৷ গত আর্থিক বছরে রেলের সবথেকে খারাপ অপারেটিং রেশিয়ো (98.4 শতাংশ) ছিল ৷ মানে 1 টাকা আয় করতে রেলকে 98.4 পয়সা ব্যয় করতে হচ্ছে ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের রেল থেকে লাভের মুখ দেখতে এবারের রেল বাজেটে কী কী পদক্ষেপ নেওয়া হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল ৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : সাধারণ বাজেটের সঙ্গে সঙ্গে আজ পেশ করা হবে রেল বাজেটও ৷ এবারের বাজেটে রেলের পরিকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি নজর থাকবে রেলের বেসরকারি লগ্নিতেও ৷ একগুচ্ছ নতুন প্রকল্পের পাশাপাশি বেশ কয়েকটি রেল স্টেশনের বেসরকারিকরণের কথাও ঘোষণা হতে পারে বলে অনুমান করছেন অর্থনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

সূত্রের খবর, রেলে এবারে বেশ কিছু ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের দিকেও নজর দেওয়া হতে পারে ৷ ভারতের প্রথম বেসরকারি ট্রেন 'তেজস'-এর ব্যাপক সাফল্যের পরে এবারের রেলে বেসরকারি বিনিয়োগ টানতে কেন্দ্র আরও বেশি করে আগ্রহী হবে মনে করা হচ্ছে ৷ পাশাপাশি একাধিক রেল স্টেশনকে আধুনিকীকরণের দিকেও নজর দেওয়া হবে বলে জানা গেছে ৷

আরও পড়ুন : দূরপাল্লার ট্রেনের স্টপেজ দেওয়া হোক, দাবি ঝাড়গ্রামবাসীর

2024 সালের মধ্যে গোটা দেশের সর্বত্র বৈদ্যুতিক রেল পরিষেবা চালু করে দেওয়া হবে ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছে রেল ৷ কিছুদিন আগেই ভারত ব্রাজ়িল বাণিজ্যিক বৈঠকে পিয়ুশ গোয়েল জানিয়েছিলেন, "2024 সালের মধ্যে ভারতের রেল পরিষেবা সম্পূর্ণভাবে বিদ্যুতচালিত হবে ৷ 2030 সালের মধ্যে গোটা রেল পরিষেবাকে দূষণমুক্ত করা হবে ৷"

আরও পড়ুন : বন্ধ রেল প্রকল্পের কাজ শুরুর দাবি বালুরঘাটবাসীর

1 জানুয়ারি থেকেই রেলের বর্ধিত ভাড়া চালু হয়েছে ৷ তাই নতুন করে এবারের বাজেটে রেলের ভাড়া বাড়ানোর সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ রেলকে লাভের পথে রাখতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রকে ৷ গত আর্থিক বছরে রেলের সবথেকে খারাপ অপারেটিং রেশিয়ো (98.4 শতাংশ) ছিল ৷ মানে 1 টাকা আয় করতে রেলকে 98.4 পয়সা ব্যয় করতে হচ্ছে ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের রেল থেকে লাভের মুখ দেখতে এবারের রেল বাজেটে কী কী পদক্ষেপ নেওয়া হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল ৷

New Delhi, Jan 31 (ANI): President Ram Nath Kovind addressed joint session of the Parliament ahead of Union Budget 2020. Speaking on this, BJP national president JP Nadda said that the Presidential document gave picture of how India is rising under the leadership of PM Narendra Modi."Presidential document gives picture of how India is rising under the leadership of PM Modi. The major issues which were not addressed for a long time like Article 370, 35 A, CAA, UAPA, POCSO these were ignored for a long time and now such decision have been taking, which shows that India is going forward in a decisive manner. It is a development which is inclusive, it is a development in totality and a big leap which has taken place," said JP Nadda.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.