তিরুবনন্তপুরম, 28 এপ্রিল : কেরালায় ISIS মডিউলের হদিশ ? তিন জায়গায় হানা দিয়ে তিনজনকে জেরা করছে NIA । আজ সকালে কেরালার কাসারগড় ও পাল্লাকড়ে অভিযান চালান গোয়েন্দারা ।
NIA বিবৃতি দিয়ে জানিয়েছে, সন্দেহভাজনদের সাথে ISIS-এর কাসারগড় মডিউলের কয়েকজন জঙ্গির যোগ আছে । তারা ভারতীয়দের ISIS-এ যোগ দেওয়াতে সাহায্য করে । তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ড, মেমোরি চিপ, পেন ড্রাইভ ও আরবিক ও মালায়লমে লেখা নোট উদ্ধার হয়েছে । এছাড়া মিলেছে জ়াকির নায়েকের ধর্মীয় ভাষণের কিছু DVD ।
কয়েকদিন আগেই কেরালা থেকে 21 জন রহস্যজনকভাবে উধাও হয় । গোয়েন্দাদের অনুমান, তারা ISIS-এ যোগ দিয়েছে । এরমধ্যে 17 জন কাসারগড়ের ও চারজন পালাক্কড়ের । রয়েছে 4 মহিলা ও তিন শিশুও ।
এদিকে, NIA-এর অন্য একটি সূত্র জানাচ্ছে ওই তিন সন্দেহভাজনের সাথে কলম্বো বিস্ফোরণের মূলচক্রীর যোগ থাকতে পারে । সেবিষয়েও তাদের জেরা করা হচ্ছে ।