ETV Bharat / bharat

ISIS জঙ্গি সন্দেহে তিনজনকে জেরা NIA-এর, কলম্বো বিস্ফোরণে কেরালা যোগ ?

কলম্বো বিস্ফোরণে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে জেরা করছে NIA । গোয়েন্দা সূত্রে খবর, ওই তিন ব্যক্তি ISIS জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ।

author img

By

Published : Apr 28, 2019, 4:26 PM IST

Updated : Apr 28, 2019, 5:04 PM IST

ছবিটি প্রতীকী

তিরুবনন্তপুরম, 28 এপ্রিল : কেরালায় ISIS মডিউলের হদিশ ? তিন জায়গায় হানা দিয়ে তিনজনকে জেরা করছে NIA । আজ সকালে কেরালার কাসারগড় ও পাল্লাকড়ে অভিযান চালান গোয়েন্দারা ।

NIA বিবৃতি দিয়ে জানিয়েছে, সন্দেহভাজনদের সাথে ISIS-এর কাসারগড় মডিউলের কয়েকজন জঙ্গির যোগ আছে । তারা ভারতীয়দের ISIS-এ যোগ দেওয়াতে সাহায্য করে । তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ড, মেমোরি চিপ, পেন ড্রাইভ ও আরবিক ও মালায়লমে লেখা নোট উদ্ধার হয়েছে । এছাড়া মিলেছে জ়াকির নায়েকের ধর্মীয় ভাষণের কিছু DVD ।

কয়েকদিন আগেই কেরালা থেকে 21 জন রহস্যজনকভাবে উধাও হয় । গোয়েন্দাদের অনুমান, তারা ISIS-এ যোগ দিয়েছে । এরমধ্যে 17 জন কাসারগড়ের ও চারজন পালাক্কড়ের । রয়েছে 4 মহিলা ও তিন শিশুও ।

এদিকে, NIA-এর অন্য একটি সূত্র জানাচ্ছে ওই তিন সন্দেহভাজনের সাথে কলম্বো বিস্ফোরণের মূলচক্রীর যোগ থাকতে পারে । সেবিষয়েও তাদের জেরা করা হচ্ছে ।

তিরুবনন্তপুরম, 28 এপ্রিল : কেরালায় ISIS মডিউলের হদিশ ? তিন জায়গায় হানা দিয়ে তিনজনকে জেরা করছে NIA । আজ সকালে কেরালার কাসারগড় ও পাল্লাকড়ে অভিযান চালান গোয়েন্দারা ।

NIA বিবৃতি দিয়ে জানিয়েছে, সন্দেহভাজনদের সাথে ISIS-এর কাসারগড় মডিউলের কয়েকজন জঙ্গির যোগ আছে । তারা ভারতীয়দের ISIS-এ যোগ দেওয়াতে সাহায্য করে । তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ড, মেমোরি চিপ, পেন ড্রাইভ ও আরবিক ও মালায়লমে লেখা নোট উদ্ধার হয়েছে । এছাড়া মিলেছে জ়াকির নায়েকের ধর্মীয় ভাষণের কিছু DVD ।

কয়েকদিন আগেই কেরালা থেকে 21 জন রহস্যজনকভাবে উধাও হয় । গোয়েন্দাদের অনুমান, তারা ISIS-এ যোগ দিয়েছে । এরমধ্যে 17 জন কাসারগড়ের ও চারজন পালাক্কড়ের । রয়েছে 4 মহিলা ও তিন শিশুও ।

এদিকে, NIA-এর অন্য একটি সূত্র জানাচ্ছে ওই তিন সন্দেহভাজনের সাথে কলম্বো বিস্ফোরণের মূলচক্রীর যোগ থাকতে পারে । সেবিষয়েও তাদের জেরা করা হচ্ছে ।

Nalasopara (Maharashtra), Apr 28 (ANI): A 43-year-old Jet Airways employee, who was suffering from cancer, committed suicide by jumping off his building in Maharashtra's Nalasopara. Speaking on the incident, Avinash Rai, one of the neighbours, told ANI that Shailesh Singh was suffering from cancer and due to the deteriorating finances of the now grounded airline; Singh was struggling with the finances at his own house. He was however a very social person and used to participate in every festival, Rai added. Jet Airways announced earlier this month that it is temporarily suspending its flight operations.

Last Updated : Apr 28, 2019, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.