ETV Bharat / bharat

ভালোবাসাই জিতবে, ভোট দিয়ে বললেন রাহুল গান্ধি - election

"আমি বিশ্বাস করি, ভালোবাসাই জিতবে ।" ভোট দিয়ে সাংবাদিকদের এই কথা বলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি । আজ সকালে ঔরঙ্গজ়েব লেনের এপি সিনিয়র সেকেন্ডারি স্কুলের বুথে ভোট দেন তিনি ।

রাহুল গান্ধি
author img

By

Published : May 12, 2019, 1:10 PM IST

দিল্লি, 12 মে : ভোট দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি । সকাল সকালই ঔরঙ্গজ়েব লেনের এপি সিনিয়র সেকেন্ডারি স্কুলের বুথে ভোট দেন তিনি ।

বাড়ি থেকে হেঁটেই পোলিং বুথে পৌঁছান রাহুল গান্ধি। ভোট দিয়ে বলেন, "নরেন্দ্র মোদি নির্বাচনের সময় ঘৃণার রাজনীতি করেছেন। কিন্তু আমি ভালোবাসার মাধ্যমেই রাজনীতি করি ।" জয়ের ব্যাপারে বিন্দুমাত্র সংশয় নেই বলে জানিয়েছেন তিনি ।

আমেথি ও ওয়ানাড় কেন্দ্রের প্রার্থী রাহুল গান্ধি দিল্লির ভোটার । তাঁর সঙ্গে ভোট দিতে যান নিউ দিল্লি লোকসভার কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অজয় মাকেন । ভোট দিয়ে রাহুল গান্ধি বলেন, "এবারের নির্বাচনে আসল ইশু হল নোট বাতিল, কর্মসংস্থান, কৃষক আত্মহত্যা, গব্বর সিং ট্যাক্স ও রাফাল দুর্নীতি । নরেন্দ্র মোদি সব নির্বাচনী প্রচারসভায় ঘৃণা ছড়িয়েছেন । আর আমরা ভালোবাসা ছড়িয়েছি । আমি বিশ্বাস করি, ভালোবাসাই জিতবে ।"

দিল্লি, 12 মে : ভোট দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি । সকাল সকালই ঔরঙ্গজ়েব লেনের এপি সিনিয়র সেকেন্ডারি স্কুলের বুথে ভোট দেন তিনি ।

বাড়ি থেকে হেঁটেই পোলিং বুথে পৌঁছান রাহুল গান্ধি। ভোট দিয়ে বলেন, "নরেন্দ্র মোদি নির্বাচনের সময় ঘৃণার রাজনীতি করেছেন। কিন্তু আমি ভালোবাসার মাধ্যমেই রাজনীতি করি ।" জয়ের ব্যাপারে বিন্দুমাত্র সংশয় নেই বলে জানিয়েছেন তিনি ।

আমেথি ও ওয়ানাড় কেন্দ্রের প্রার্থী রাহুল গান্ধি দিল্লির ভোটার । তাঁর সঙ্গে ভোট দিতে যান নিউ দিল্লি লোকসভার কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অজয় মাকেন । ভোট দিয়ে রাহুল গান্ধি বলেন, "এবারের নির্বাচনে আসল ইশু হল নোট বাতিল, কর্মসংস্থান, কৃষক আত্মহত্যা, গব্বর সিং ট্যাক্স ও রাফাল দুর্নীতি । নরেন্দ্র মোদি সব নির্বাচনী প্রচারসভায় ঘৃণা ছড়িয়েছেন । আর আমরা ভালোবাসা ছড়িয়েছি । আমি বিশ্বাস করি, ভালোবাসাই জিতবে ।"

Sultanpur (Uttar Pradesh), May 12 (ANI): Verbal spat took place between Bharatiya Janata Party (BJP) candidate Maneka Gandhi and SP-BSP alliance candidate Sonu Singh today. Maneka Gandhi alleged that her counterpart had brought a criminal element with him in the polling area. Sonu Singh rubbished all the claims. Voting is underway for Sultanpur constituency, where Maneka Gandhi and Sonu Singh are contesting against each other.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.