দিল্লি, 12 মে : ভোট দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি । সকাল সকালই ঔরঙ্গজ়েব লেনের এপি সিনিয়র সেকেন্ডারি স্কুলের বুথে ভোট দেন তিনি ।
বাড়ি থেকে হেঁটেই পোলিং বুথে পৌঁছান রাহুল গান্ধি। ভোট দিয়ে বলেন, "নরেন্দ্র মোদি নির্বাচনের সময় ঘৃণার রাজনীতি করেছেন। কিন্তু আমি ভালোবাসার মাধ্যমেই রাজনীতি করি ।" জয়ের ব্যাপারে বিন্দুমাত্র সংশয় নেই বলে জানিয়েছেন তিনি ।
আমেথি ও ওয়ানাড় কেন্দ্রের প্রার্থী রাহুল গান্ধি দিল্লির ভোটার । তাঁর সঙ্গে ভোট দিতে যান নিউ দিল্লি লোকসভার কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অজয় মাকেন । ভোট দিয়ে রাহুল গান্ধি বলেন, "এবারের নির্বাচনে আসল ইশু হল নোট বাতিল, কর্মসংস্থান, কৃষক আত্মহত্যা, গব্বর সিং ট্যাক্স ও রাফাল দুর্নীতি । নরেন্দ্র মোদি সব নির্বাচনী প্রচারসভায় ঘৃণা ছড়িয়েছেন । আর আমরা ভালোবাসা ছড়িয়েছি । আমি বিশ্বাস করি, ভালোবাসাই জিতবে ।"