ETV Bharat / bharat

আজ শ্রীনগরে রাহুলরা ; শান্তি বজায় রাখতে না আসার আর্জি প্রশাসনের - Satyapal Malik

370 ধারা ও 35এ প্রত্যাহরের পর থেকে জম্মু ও কাশ্মীরে কড়া নিরাপত্তা জারি রয়েছে ৷ এই অবস্থায় আজ 9টি রাজনৈতিক দলের নেতদের নিয়ে রাহুল গান্ধি শ্রীনগরে যেতে চান ৷

রাহুল
author img

By

Published : Aug 24, 2019, 7:02 AM IST

দিল্লি ও শ্রীনগর , 24 অগাস্ট : আজ শ্রীনগরে যাওয়ার কথা কংগ্রেস নেতা রাহুল গান্ধিসহ বিভিন্ন দলের নেতাদের ৷ এই অবস্থায় জম্মু ও কাশ্মীরে শান্তি প্রক্রিয়া বজায় রাখার জন্য রাজনৈতিক নেতাদের সেখানে না আসার আর্জি জানাল প্রশাসন ৷

370 ধারা ও 35এ প্রত্যাহরের পর থেকে জম্মু ও কাশ্মীরে কড়া নিরাপত্তা জারি রয়েছে ৷ এই অবস্থায় আজ 9টি রাজনৈতিক দলের নেতারা শ্রীনগরে যেতে চান ৷ সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে চান ৷ এক কংগ্রেস নেতা বলেন, রাহুলের সঙ্গে কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ ও আনন্দ শর্মা থাকবেন ৷ এছাড়া CPI(M), RJD, DMK, CPI, NCP-র ও কয়েকটি দলের নেতারাও যাবেন ৷

এই অবস্থায় কাশ্মীর প্রশাসন বিবৃতি জারি করে রাজনৈতিক নেতাদের কাশ্মীরে না যাওয়ার অনুরোধ করেছে ৷ জম্মু ও কাশ্মীর প্রশাসন জানিয়েছে, বর্তমানে জম্মু ও কাশ্মীরে শান্তি ফেরানোর প্রক্রিয়া চলছে ৷ এই সময় রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে গেলে সেই প্রক্রিয়া ব্যাহত হতে পারে ৷ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় প্রশাসনিক নিয়ন্ত্রণ রয়েছে ৷ তাঁরা এলে সেই নিয়ন্ত্রণ ভঙ্গ করার চেষ্টা হতে পারে ৷ ফের তৈরি হতে পারে বিশৃঙ্খলা ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে তাই তাঁদের এই সময় জম্মু ও কাশ্মীরে না আসার অনুরোধ জানানো হয়েছে ৷

5 অগাস্ট জম্মু ও কাশ্মীরকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্তে সিলমোহর পড়ে লোকসভায় ৷ একদিকে বিধানসভা সহ জম্মু ও কাশ্মীর ৷ অন্যদিকে বিধানসভা ব্যতীত লাদাখ ৷ এরপর থেকেই জম্মু ও কাশ্মীরে জারি রয়েছে কারফিউ ৷ তখন থেকেই কাশ্মীরে বিরোধী নেতাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ৷ জম্মু ও কাশ্মীরের আঞ্চলিক দলের নেতৃত্ব তথা প্রাক্তন তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আব্দুল্লা ও মেহবুবা মুফতি গৃহবন্দী রয়েছেন বলে অভিযোগ ৷

দিল্লি ও শ্রীনগর , 24 অগাস্ট : আজ শ্রীনগরে যাওয়ার কথা কংগ্রেস নেতা রাহুল গান্ধিসহ বিভিন্ন দলের নেতাদের ৷ এই অবস্থায় জম্মু ও কাশ্মীরে শান্তি প্রক্রিয়া বজায় রাখার জন্য রাজনৈতিক নেতাদের সেখানে না আসার আর্জি জানাল প্রশাসন ৷

370 ধারা ও 35এ প্রত্যাহরের পর থেকে জম্মু ও কাশ্মীরে কড়া নিরাপত্তা জারি রয়েছে ৷ এই অবস্থায় আজ 9টি রাজনৈতিক দলের নেতারা শ্রীনগরে যেতে চান ৷ সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে চান ৷ এক কংগ্রেস নেতা বলেন, রাহুলের সঙ্গে কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ ও আনন্দ শর্মা থাকবেন ৷ এছাড়া CPI(M), RJD, DMK, CPI, NCP-র ও কয়েকটি দলের নেতারাও যাবেন ৷

এই অবস্থায় কাশ্মীর প্রশাসন বিবৃতি জারি করে রাজনৈতিক নেতাদের কাশ্মীরে না যাওয়ার অনুরোধ করেছে ৷ জম্মু ও কাশ্মীর প্রশাসন জানিয়েছে, বর্তমানে জম্মু ও কাশ্মীরে শান্তি ফেরানোর প্রক্রিয়া চলছে ৷ এই সময় রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে গেলে সেই প্রক্রিয়া ব্যাহত হতে পারে ৷ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় প্রশাসনিক নিয়ন্ত্রণ রয়েছে ৷ তাঁরা এলে সেই নিয়ন্ত্রণ ভঙ্গ করার চেষ্টা হতে পারে ৷ ফের তৈরি হতে পারে বিশৃঙ্খলা ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে তাই তাঁদের এই সময় জম্মু ও কাশ্মীরে না আসার অনুরোধ জানানো হয়েছে ৷

5 অগাস্ট জম্মু ও কাশ্মীরকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্তে সিলমোহর পড়ে লোকসভায় ৷ একদিকে বিধানসভা সহ জম্মু ও কাশ্মীর ৷ অন্যদিকে বিধানসভা ব্যতীত লাদাখ ৷ এরপর থেকেই জম্মু ও কাশ্মীরে জারি রয়েছে কারফিউ ৷ তখন থেকেই কাশ্মীরে বিরোধী নেতাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ৷ জম্মু ও কাশ্মীরের আঞ্চলিক দলের নেতৃত্ব তথা প্রাক্তন তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আব্দুল্লা ও মেহবুবা মুফতি গৃহবন্দী রয়েছেন বলে অভিযোগ ৷

New Delhi, Aug 23 (ANI): Spotify has announced a limited time extension to the free trial of its Spotify Premium subscription for three months. Starting today, eligible users will receive the first three months for free when they sign up for any plan, the official blog notes. Spotify Premium offers access to ad-free music, download feature, easy toogle between output devices and more. The extended free trial offer is for individual and student plans, and to users who haven't already tried Premium.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.