দিল্লি ও শ্রীনগর , 24 অগাস্ট : আজ শ্রীনগরে যাওয়ার কথা কংগ্রেস নেতা রাহুল গান্ধিসহ বিভিন্ন দলের নেতাদের ৷ এই অবস্থায় জম্মু ও কাশ্মীরে শান্তি প্রক্রিয়া বজায় রাখার জন্য রাজনৈতিক নেতাদের সেখানে না আসার আর্জি জানাল প্রশাসন ৷
370 ধারা ও 35এ প্রত্যাহরের পর থেকে জম্মু ও কাশ্মীরে কড়া নিরাপত্তা জারি রয়েছে ৷ এই অবস্থায় আজ 9টি রাজনৈতিক দলের নেতারা শ্রীনগরে যেতে চান ৷ সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে চান ৷ এক কংগ্রেস নেতা বলেন, রাহুলের সঙ্গে কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ ও আনন্দ শর্মা থাকবেন ৷ এছাড়া CPI(M), RJD, DMK, CPI, NCP-র ও কয়েকটি দলের নেতারাও যাবেন ৷
এই অবস্থায় কাশ্মীর প্রশাসন বিবৃতি জারি করে রাজনৈতিক নেতাদের কাশ্মীরে না যাওয়ার অনুরোধ করেছে ৷ জম্মু ও কাশ্মীর প্রশাসন জানিয়েছে, বর্তমানে জম্মু ও কাশ্মীরে শান্তি ফেরানোর প্রক্রিয়া চলছে ৷ এই সময় রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে গেলে সেই প্রক্রিয়া ব্যাহত হতে পারে ৷ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় প্রশাসনিক নিয়ন্ত্রণ রয়েছে ৷ তাঁরা এলে সেই নিয়ন্ত্রণ ভঙ্গ করার চেষ্টা হতে পারে ৷ ফের তৈরি হতে পারে বিশৃঙ্খলা ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে তাই তাঁদের এই সময় জম্মু ও কাশ্মীরে না আসার অনুরোধ জানানো হয়েছে ৷
5 অগাস্ট জম্মু ও কাশ্মীরকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্তে সিলমোহর পড়ে লোকসভায় ৷ একদিকে বিধানসভা সহ জম্মু ও কাশ্মীর ৷ অন্যদিকে বিধানসভা ব্যতীত লাদাখ ৷ এরপর থেকেই জম্মু ও কাশ্মীরে জারি রয়েছে কারফিউ ৷ তখন থেকেই কাশ্মীরে বিরোধী নেতাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ৷ জম্মু ও কাশ্মীরের আঞ্চলিক দলের নেতৃত্ব তথা প্রাক্তন তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আব্দুল্লা ও মেহবুবা মুফতি গৃহবন্দী রয়েছেন বলে অভিযোগ ৷